নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মন্ত্রিসভার নতুন সদস্য হিসেবে সাত প্রতিমন্ত্রীকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠান হবে। বিকেলে রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে বিষয়টি জানা গেছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তাঁর আজকের কর্মসূচিতে জানানো হয়েছে, এই শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন।
নতুন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়া সাতজনের মধ্যে চারজন সংরক্ষিত আসনের সদস্য। তাঁরা হলেন—ঢাকার নাহিদ ইজাহার খান, জয়পুরহাটের রোকেয়া সুলতানা, চট্টগ্রামে ওয়াসিকা আয়শা খান ও টাঙ্গাইলের শামসুন নাহার চাপা।
এ ছাড়া প্রতিমন্ত্রী হিসেবে রাজশাহী-৫ আসনের (পুঠিয়া-দুর্গাপুর) সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ, চট্টগ্রাম-১৪ আসনের (চন্দনাইশ ও সাতকানিয়ার আংশিক) মো. নজরুল ইসলাম চৌধুরী ও নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের শহিদুজ্জামান সরকারকেও মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়েছে।
এর আগে, মন্ত্রিসভায় স্থান পাওয়ার বিষয়ে নাহিদ ইজাহার আজকের পত্রিকাকে বলেন, ‘মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আমাকে ফোন দিয়েছিল। আমাকে ঢাকায় থাকতে বলেছে। আজ শুক্রবার সকালে তারা আবার আমাকে ফোন দেবে বলে জানিয়েছে।’
নাহিদ ইজাহার খান প্রয়াত কর্নেল খন্দকার নাজমুল হুদা বীর বিক্রমের মেয়ে। গত বছর তাঁর বাবাকে হত্যার অভিযোগে ঢাকা মহানগরের শেরেবাংলা নগর থানায় মামলা করেন। ওই মামলায় বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আসামি করা হয়।
নজরুল ইসলাম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘আমি রাতে মন্ত্রিপরিষদ বিভাগের ফোন পেয়েছি। তারা আমাকে যথাসময়ে উপস্থিত থাকতে বলেছে।’
৩৭ সদস্যের বর্তমান মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী আছেন ২৫ জন, প্রতিমন্ত্রী ১১ জন। কোনো উপমন্ত্রী নেই। মন্ত্রণালয়গুলোর মধ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়ে বর্তমানে আলাদা মন্ত্রী-প্রতিমন্ত্রী নেই। কয়েকটি মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী থাকলেও পূর্ণ মন্ত্রী নেই। কোনো কোনোটিতে আবার পূর্ণ মন্ত্রী থাকলেও প্রতিমন্ত্রী নেই।
গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। গত ১১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন সরকারের মন্ত্রিসভা শপথ নেয়। সেদিন প্রধানমন্ত্রীসহ ৩৭ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী শপথ নেন। ১ মাস ২০ দিন পর মন্ত্রিসভার আকার বাড়তে যাচ্ছে। সংরক্ষিত মহিলা আসনের ৫০ জন সংসদ সদস্য শপথ নিয়েছেন গত বুধবার।
মন্ত্রিসভার নতুন সদস্য হিসেবে সাত প্রতিমন্ত্রীকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠান হবে। বিকেলে রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে বিষয়টি জানা গেছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তাঁর আজকের কর্মসূচিতে জানানো হয়েছে, এই শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন।
নতুন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়া সাতজনের মধ্যে চারজন সংরক্ষিত আসনের সদস্য। তাঁরা হলেন—ঢাকার নাহিদ ইজাহার খান, জয়পুরহাটের রোকেয়া সুলতানা, চট্টগ্রামে ওয়াসিকা আয়শা খান ও টাঙ্গাইলের শামসুন নাহার চাপা।
এ ছাড়া প্রতিমন্ত্রী হিসেবে রাজশাহী-৫ আসনের (পুঠিয়া-দুর্গাপুর) সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ, চট্টগ্রাম-১৪ আসনের (চন্দনাইশ ও সাতকানিয়ার আংশিক) মো. নজরুল ইসলাম চৌধুরী ও নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের শহিদুজ্জামান সরকারকেও মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়েছে।
এর আগে, মন্ত্রিসভায় স্থান পাওয়ার বিষয়ে নাহিদ ইজাহার আজকের পত্রিকাকে বলেন, ‘মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আমাকে ফোন দিয়েছিল। আমাকে ঢাকায় থাকতে বলেছে। আজ শুক্রবার সকালে তারা আবার আমাকে ফোন দেবে বলে জানিয়েছে।’
নাহিদ ইজাহার খান প্রয়াত কর্নেল খন্দকার নাজমুল হুদা বীর বিক্রমের মেয়ে। গত বছর তাঁর বাবাকে হত্যার অভিযোগে ঢাকা মহানগরের শেরেবাংলা নগর থানায় মামলা করেন। ওই মামলায় বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আসামি করা হয়।
নজরুল ইসলাম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘আমি রাতে মন্ত্রিপরিষদ বিভাগের ফোন পেয়েছি। তারা আমাকে যথাসময়ে উপস্থিত থাকতে বলেছে।’
৩৭ সদস্যের বর্তমান মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী আছেন ২৫ জন, প্রতিমন্ত্রী ১১ জন। কোনো উপমন্ত্রী নেই। মন্ত্রণালয়গুলোর মধ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়ে বর্তমানে আলাদা মন্ত্রী-প্রতিমন্ত্রী নেই। কয়েকটি মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী থাকলেও পূর্ণ মন্ত্রী নেই। কোনো কোনোটিতে আবার পূর্ণ মন্ত্রী থাকলেও প্রতিমন্ত্রী নেই।
গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। গত ১১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন সরকারের মন্ত্রিসভা শপথ নেয়। সেদিন প্রধানমন্ত্রীসহ ৩৭ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী শপথ নেন। ১ মাস ২০ দিন পর মন্ত্রিসভার আকার বাড়তে যাচ্ছে। সংরক্ষিত মহিলা আসনের ৫০ জন সংসদ সদস্য শপথ নিয়েছেন গত বুধবার।
বিভিন্ন রকম আদর্শিক অবস্থান থেকে তাদের মতামত দিয়েছেন। আমরা আশা করি, জাতীয় স্বার্থে, রাষ্ট্র পুনর্গঠনের প্রশ্নে, গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য প্রত্যেকে যার যার অবস্থান থেকে বলবেন, প্রত্যেকটা দল ও জোট কিছুটা ছাড় দিতেও প্রস্তুত থাকবেন।
৩ ঘণ্টা আগেসরকারি সফরে আজ শনিবার কাতার গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আন্তবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। আইএসপিআর জানিয়েছে, সফরকালে সেনাবাহিনী প্রধান কাতারের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনী সংশ্লিষ্ট...
৫ ঘণ্টা আগেসারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৭৩৯ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৫১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মোট গ্রেপ্তার হয়েছেন ১ হাজার ২৫৫ জন।
১৬ ঘণ্টা আগেসিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট ১৪ মে থেকে শুরু হচ্ছে। এদিন ৪১৯ যাত্রী নিয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের মদিনার উদ্দেশে উড়াল দেবে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট।
১৬ ঘণ্টা আগে