নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মন্ত্রিসভার নতুন সদস্য হিসেবে সাত প্রতিমন্ত্রীকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠান হবে। বিকেলে রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে বিষয়টি জানা গেছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তাঁর আজকের কর্মসূচিতে জানানো হয়েছে, এই শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন।
নতুন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়া সাতজনের মধ্যে চারজন সংরক্ষিত আসনের সদস্য। তাঁরা হলেন—ঢাকার নাহিদ ইজাহার খান, জয়পুরহাটের রোকেয়া সুলতানা, চট্টগ্রামে ওয়াসিকা আয়শা খান ও টাঙ্গাইলের শামসুন নাহার চাপা।
এ ছাড়া প্রতিমন্ত্রী হিসেবে রাজশাহী-৫ আসনের (পুঠিয়া-দুর্গাপুর) সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ, চট্টগ্রাম-১৪ আসনের (চন্দনাইশ ও সাতকানিয়ার আংশিক) মো. নজরুল ইসলাম চৌধুরী ও নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের শহিদুজ্জামান সরকারকেও মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়েছে।
এর আগে, মন্ত্রিসভায় স্থান পাওয়ার বিষয়ে নাহিদ ইজাহার আজকের পত্রিকাকে বলেন, ‘মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আমাকে ফোন দিয়েছিল। আমাকে ঢাকায় থাকতে বলেছে। আজ শুক্রবার সকালে তারা আবার আমাকে ফোন দেবে বলে জানিয়েছে।’
নাহিদ ইজাহার খান প্রয়াত কর্নেল খন্দকার নাজমুল হুদা বীর বিক্রমের মেয়ে। গত বছর তাঁর বাবাকে হত্যার অভিযোগে ঢাকা মহানগরের শেরেবাংলা নগর থানায় মামলা করেন। ওই মামলায় বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আসামি করা হয়।
নজরুল ইসলাম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘আমি রাতে মন্ত্রিপরিষদ বিভাগের ফোন পেয়েছি। তারা আমাকে যথাসময়ে উপস্থিত থাকতে বলেছে।’
৩৭ সদস্যের বর্তমান মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী আছেন ২৫ জন, প্রতিমন্ত্রী ১১ জন। কোনো উপমন্ত্রী নেই। মন্ত্রণালয়গুলোর মধ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়ে বর্তমানে আলাদা মন্ত্রী-প্রতিমন্ত্রী নেই। কয়েকটি মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী থাকলেও পূর্ণ মন্ত্রী নেই। কোনো কোনোটিতে আবার পূর্ণ মন্ত্রী থাকলেও প্রতিমন্ত্রী নেই।
গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। গত ১১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন সরকারের মন্ত্রিসভা শপথ নেয়। সেদিন প্রধানমন্ত্রীসহ ৩৭ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী শপথ নেন। ১ মাস ২০ দিন পর মন্ত্রিসভার আকার বাড়তে যাচ্ছে। সংরক্ষিত মহিলা আসনের ৫০ জন সংসদ সদস্য শপথ নিয়েছেন গত বুধবার।
মন্ত্রিসভার নতুন সদস্য হিসেবে সাত প্রতিমন্ত্রীকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠান হবে। বিকেলে রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে বিষয়টি জানা গেছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তাঁর আজকের কর্মসূচিতে জানানো হয়েছে, এই শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন।
নতুন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়া সাতজনের মধ্যে চারজন সংরক্ষিত আসনের সদস্য। তাঁরা হলেন—ঢাকার নাহিদ ইজাহার খান, জয়পুরহাটের রোকেয়া সুলতানা, চট্টগ্রামে ওয়াসিকা আয়শা খান ও টাঙ্গাইলের শামসুন নাহার চাপা।
এ ছাড়া প্রতিমন্ত্রী হিসেবে রাজশাহী-৫ আসনের (পুঠিয়া-দুর্গাপুর) সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ, চট্টগ্রাম-১৪ আসনের (চন্দনাইশ ও সাতকানিয়ার আংশিক) মো. নজরুল ইসলাম চৌধুরী ও নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের শহিদুজ্জামান সরকারকেও মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়েছে।
এর আগে, মন্ত্রিসভায় স্থান পাওয়ার বিষয়ে নাহিদ ইজাহার আজকের পত্রিকাকে বলেন, ‘মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আমাকে ফোন দিয়েছিল। আমাকে ঢাকায় থাকতে বলেছে। আজ শুক্রবার সকালে তারা আবার আমাকে ফোন দেবে বলে জানিয়েছে।’
নাহিদ ইজাহার খান প্রয়াত কর্নেল খন্দকার নাজমুল হুদা বীর বিক্রমের মেয়ে। গত বছর তাঁর বাবাকে হত্যার অভিযোগে ঢাকা মহানগরের শেরেবাংলা নগর থানায় মামলা করেন। ওই মামলায় বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আসামি করা হয়।
নজরুল ইসলাম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘আমি রাতে মন্ত্রিপরিষদ বিভাগের ফোন পেয়েছি। তারা আমাকে যথাসময়ে উপস্থিত থাকতে বলেছে।’
৩৭ সদস্যের বর্তমান মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী আছেন ২৫ জন, প্রতিমন্ত্রী ১১ জন। কোনো উপমন্ত্রী নেই। মন্ত্রণালয়গুলোর মধ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়ে বর্তমানে আলাদা মন্ত্রী-প্রতিমন্ত্রী নেই। কয়েকটি মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী থাকলেও পূর্ণ মন্ত্রী নেই। কোনো কোনোটিতে আবার পূর্ণ মন্ত্রী থাকলেও প্রতিমন্ত্রী নেই।
গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। গত ১১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন সরকারের মন্ত্রিসভা শপথ নেয়। সেদিন প্রধানমন্ত্রীসহ ৩৭ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী শপথ নেন। ১ মাস ২০ দিন পর মন্ত্রিসভার আকার বাড়তে যাচ্ছে। সংরক্ষিত মহিলা আসনের ৫০ জন সংসদ সদস্য শপথ নিয়েছেন গত বুধবার।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌসংরক্ষণ ও পরিচালন বিভাগের জ্বালানি তেল সরবরাহের ঠিকাদারি কাজে ঘুষ লেনদেনের অভিযোগে দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
১৮ মিনিট আগেত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে ভোটকেন্দ্র কিছুটা বাড়লেও কমেছে ভোট কক্ষের সংখ্যা।
৪ ঘণ্টা আগেপূবালী ব্যাংকের মতিঝিল করপোরেট শাখায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটি ব্যাংক লকারের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি)। আজ বুধবার সকালে লকারটি জব্দ করা হয়েছে।
৬ ঘণ্টা আগেগার্মেন্টস ও নির্মাণ খাতে ভালো বেতনে চাকরির প্রলোভনে কিরগিজস্তানে যাওয়ার পরে সেখানে কাজ না পাওয়া ও প্রতারণার শিকার হওয়া ১৮০ জন বাংলাদেশি নাগরিক বিশেষ এক ফ্লাইটে দেশটির রাজধানী বিশকেক থেকে দেশে ফিরেছেন। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে ৩টায় এক বিশেষ ফ্লাইটে তাঁরা ঢাকার হযরত...
৭ ঘণ্টা আগে