নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আলাপ-আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দ্রুত বন্ধের উপায় খুঁজে বের করার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে গণভবনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ভিক্তরোভিচ লাভরভ সৌজন্য সাক্ষাতে এলে শেখ হাসিনা এ আহ্বান জানান।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে জাকার্তা থেকে ঢাকায় পৌঁছান রুশ পররাষ্ট্রমন্ত্রী। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় থেকে বাংলাদেশের সঙ্গে রাশিয়ার ভালো সম্পর্ক থাকলেও গত ৫২ বছর দেশটি থেকে এটিই সর্বোচ্চ পর্যায়ের সফর।
লাভরভ শুক্রবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের আগে ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান।
এর আগে গতকাল বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন লাভরভ। বৈঠকের পর তিনি বলেন, রাশিয়া বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীরতর করতে চায়। সব ক্ষেত্রে যোগাযোগ বাড়ানো ছাড়াও সম্পর্ক গভীরতর করার পদ্ধতি কী হবে, তা নিয়ে দুই দেশ কাজ করবে।
রাশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো যখন একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে চলেছে, তখন লাভরভের এই সফর অনুষ্ঠিত হচ্ছে।
দুই মন্ত্রীর আলোচনায় রাশিয়ার প্রযুক্তি ও অর্থায়নে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের হালচাল, দেশটি থেকে এলএনজি আমদানিসহ দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানো এবং রোহিঙ্গা-সংকটসহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় স্থান পেয়েছে।
রুশ পররাষ্ট্রমন্ত্রী জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে শুক্রবার সকাল ১০টায় দিল্লির পথে ঢাকা ত্যাগের কথা রয়েছে।
আলাপ-আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দ্রুত বন্ধের উপায় খুঁজে বের করার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে গণভবনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ভিক্তরোভিচ লাভরভ সৌজন্য সাক্ষাতে এলে শেখ হাসিনা এ আহ্বান জানান।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে জাকার্তা থেকে ঢাকায় পৌঁছান রুশ পররাষ্ট্রমন্ত্রী। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় থেকে বাংলাদেশের সঙ্গে রাশিয়ার ভালো সম্পর্ক থাকলেও গত ৫২ বছর দেশটি থেকে এটিই সর্বোচ্চ পর্যায়ের সফর।
লাভরভ শুক্রবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের আগে ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান।
এর আগে গতকাল বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন লাভরভ। বৈঠকের পর তিনি বলেন, রাশিয়া বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীরতর করতে চায়। সব ক্ষেত্রে যোগাযোগ বাড়ানো ছাড়াও সম্পর্ক গভীরতর করার পদ্ধতি কী হবে, তা নিয়ে দুই দেশ কাজ করবে।
রাশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো যখন একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে চলেছে, তখন লাভরভের এই সফর অনুষ্ঠিত হচ্ছে।
দুই মন্ত্রীর আলোচনায় রাশিয়ার প্রযুক্তি ও অর্থায়নে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের হালচাল, দেশটি থেকে এলএনজি আমদানিসহ দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানো এবং রোহিঙ্গা-সংকটসহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় স্থান পেয়েছে।
রুশ পররাষ্ট্রমন্ত্রী জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে শুক্রবার সকাল ১০টায় দিল্লির পথে ঢাকা ত্যাগের কথা রয়েছে।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৭৩৯ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৫১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মোট গ্রেপ্তার হয়েছেন ১ হাজার ২৫৫ জন।
১০ ঘণ্টা আগেসিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট ১৪ মে থেকে শুরু হচ্ছে। এদিন ৪১৯ যাত্রী নিয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের মদিনার উদ্দেশে উড়াল দেবে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট।
১০ ঘণ্টা আগেভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাত রাজ্য বা সেভেন সিস্টার্স প্রসঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক মেজর জেনারেল এ এল এম ফজলুর রহমান সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন, সরকার তা সমর্থন করে না। পররাষ্ট্র মন্ত্রণালয় আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।
১৪ ঘণ্টা আগে‘ভাবি’ শব্দটা পুরুষতান্ত্রিক বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, ‘আপনারা একে অপরকে ভাবি ভাবি করছেন। ভাবি শব্দটা কিছুটা পুরুষতান্ত্রিক। মানে আমি একটা পুরুষের মাধ্যমে ভাবি হচ্ছি। আপনারা ভাবি শব্দটাকে পরে ইতিবাচক কিছু করতে পারলে খুব ভালো হয়।’
১৫ ঘণ্টা আগে