Ajker Patrika

পরীমণির মামলার তদারক কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ২১: ২৭
পরীমণির মামলার তদারক কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

সিআইডির অতিরিক্ত উপ–পুলিশ মহাপরিদর্শক শেখ ওমর ফারুককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তিনি চিত্রনায়িকা পরীমণি, মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌসহ সাম্প্রতিক সময়ে আলোচিত মোট ১৫টি মামলার তদারক কর্মকর্তা ছিলেন। 

আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত চিঠিতে রাষ্ট্রপতির আদেশক্রমে অবসরের প্রজ্ঞাপন জারি করা হয়। জানানো হয়েছে, প্রজ্ঞাপন জারির তারিখ থেকেই তাঁর অবসর কার্যকর হবে। 

এর আগে, পরীমণির ক্ষেত্রে তিন দফা রিমান্ডে নেওয়ার কি যুক্তি ছিল তা জানার জন্য ওই মাদক মামলার দুই তদন্ত কর্মকর্তা ও রিমান্ড প্রদানকারী ম্যাজিস্ট্রেটকে তলব করেছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন। 

তবে ওমর ফারুকের বাধ্যতামূলক অবসরের সঙ্গে এসব মামলার সংশ্লিষ্টতা রয়েছে কি-না সে ব্যাপারে প্রজ্ঞাপনে কিছু বলা হয়নি। 

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব স্বাক্ষরিত একই প্রজ্ঞাপনে খাগড়াছড়ি জেলার মহালছড়ির ষষ্ঠ এপিবিএনের অধিনায়ক (পুলিশ সুপার) মোহাম্মদ আবদুর রহিমকেও অবসরে পাঠিয়েছে সরকার। একই দিনে শেরপুর পুলিশ সুপার কার্যালয়ের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. শাহজাহান মিয়াকেও অবসরে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত