নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকাসহ সারা দেশে আবারও করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মাস্ক পরার নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আজ মঙ্গলবার উপসচিব মো. এনামুল হক স্বাক্ষরিত এক নির্দেশনায় মন্ত্রণালয়ের অনুবিভাগ প্রধান এবং অধীন দপ্তর-সংস্থাগুলোকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়, বর্তমানে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সব অনুবিভাগ প্রধান এবং অধীন দপ্তর/সংস্থার প্রধানকে তাঁর আওতাধীন কর্মকর্তা/কর্মচারীদের মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে প্রায় ৮ হাজার নমুনা পরীক্ষা করে ৮৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭৯০ জনই ঢাকা মহানগরীসহ এ জেলার বাসিন্দা। সব মিলিয়ে এখন পর্যন্ত দেশে কোভিড রোগীর সংখ্যা ১৯ লাখ ৫৮ হাজার ৭৪ জনে ঠেকেছে। নতুন করে মারা গেছেন আরও একজন। ফলে মৃতের সংখ্যা এখন ২৯ হাজার ১৩৩ জনে পৌঁছেছে। সংক্রমণের হার ১১ দশমিক ০৩ শতাংশ।
সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ১৫ জুন সতর্কবার্তা দিয়েছে সরকারের করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।
জনসাধারণকে মাস্ক পরা, স্বাস্থ্যবিধি মানতে উদ্বুদ্ধ করতে সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে কমিটি জানায়, এই মুহূর্তে যাঁদের জ্বর, সর্দি, কাশি হচ্ছে তাঁদের অনেকে কোভিড টেস্ট করছেন না। এতে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া যাচ্ছে না, ফলে সংক্রমণ বাড়ছে।
করণীয় সম্পর্কে জনস্বাস্থ্যবিদেরা বলছেন, যাঁদের উপসর্গ দেখা দিচ্ছে এবং যাঁরা আক্রান্তদের সংস্পর্শে আসছেন তাঁদের টেস্ট করার জন্য সরকারকে অনুরোধ করতে হবে। একই সঙ্গে দেশের সব প্রবেশপথে আসা সন্দেহভাজনদের নমুনা পরীক্ষার তাগিদও দিয়েছে কমিটি।
ঢাকাসহ সারা দেশে আবারও করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মাস্ক পরার নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আজ মঙ্গলবার উপসচিব মো. এনামুল হক স্বাক্ষরিত এক নির্দেশনায় মন্ত্রণালয়ের অনুবিভাগ প্রধান এবং অধীন দপ্তর-সংস্থাগুলোকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়, বর্তমানে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সব অনুবিভাগ প্রধান এবং অধীন দপ্তর/সংস্থার প্রধানকে তাঁর আওতাধীন কর্মকর্তা/কর্মচারীদের মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে প্রায় ৮ হাজার নমুনা পরীক্ষা করে ৮৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭৯০ জনই ঢাকা মহানগরীসহ এ জেলার বাসিন্দা। সব মিলিয়ে এখন পর্যন্ত দেশে কোভিড রোগীর সংখ্যা ১৯ লাখ ৫৮ হাজার ৭৪ জনে ঠেকেছে। নতুন করে মারা গেছেন আরও একজন। ফলে মৃতের সংখ্যা এখন ২৯ হাজার ১৩৩ জনে পৌঁছেছে। সংক্রমণের হার ১১ দশমিক ০৩ শতাংশ।
সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ১৫ জুন সতর্কবার্তা দিয়েছে সরকারের করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।
জনসাধারণকে মাস্ক পরা, স্বাস্থ্যবিধি মানতে উদ্বুদ্ধ করতে সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে কমিটি জানায়, এই মুহূর্তে যাঁদের জ্বর, সর্দি, কাশি হচ্ছে তাঁদের অনেকে কোভিড টেস্ট করছেন না। এতে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া যাচ্ছে না, ফলে সংক্রমণ বাড়ছে।
করণীয় সম্পর্কে জনস্বাস্থ্যবিদেরা বলছেন, যাঁদের উপসর্গ দেখা দিচ্ছে এবং যাঁরা আক্রান্তদের সংস্পর্শে আসছেন তাঁদের টেস্ট করার জন্য সরকারকে অনুরোধ করতে হবে। একই সঙ্গে দেশের সব প্রবেশপথে আসা সন্দেহভাজনদের নমুনা পরীক্ষার তাগিদও দিয়েছে কমিটি।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বলা হয়, এলসা (ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্পিচ অ্যাসিস্ট্যান্ট) একটি মোবাইল অ্যাপ, যা এআই প্রযুক্তি ব্যবহার করে ইংরেজিকে দ্বিতীয় ভাষা হিসেবে ব্যবহারকারীদের উচ্চারণ ও সাবলীলভাবে কথা বলার দক্ষতা বাড়াতে সাহায্য করে। ২০১৫ সালে যাত্রা শুরু করা যুক্তরাষ্ট্রভিত্তিক এই অ্যাপ...
২৩ মিনিট আগেআইএসপিআর জানিয়েছে, এক্সারসাইজ টাইগার লাইটনিং (টিএল)-২০২৫ মহড়ার মূল উদ্দেশ্য আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, সন্ত্রাস দমন, দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহায়তা কার্যক্রমে দুই দেশের সেনাবাহিনীর পারস্পরিক সহযোগিতা ও যৌথ প্রস্তুতি জোরদার করা।
৪৪ মিনিট আগেঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে আহতদের উন্নত চিকিৎসা সেবা দিতে সিঙ্গাপুর ও চীন থেকে দুটি বিশেষজ্ঞ চিকিৎসক দল বাংলাদেশে পৌঁছেছে।
৮ ঘণ্টা আগেগোপালগঞ্জ জেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর রাজনৈতিক সমাবেশে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং সমর্থকদের হামলার পর সংঘর্ষ ও গুলিতে ৫ জন নিহত এবং অনেকে আহত হয়েছেন। এই ঘটনায় আইন ও সালিশ কেন্দ্র (আসক) একটি প্রাথমিক তথ্যানুসন্ধান চালিয়েছে। পরিস্থিতি সামলাতে সেখানে গুরুতর...
৯ ঘণ্টা আগে