নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অস্থির চালের বাজার নিয়ন্ত্রণে সরকার খোলা বাজারে বিক্রির (ওএমএস) জন্য সরবরাহ দ্বিগুণ করছে। একই সঙ্গে খাদ্যবান্ধব কর্মসূচিও চালু হচ্ছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে খাদ্যবান্ধব ও খোলা বাজারে চাল বিক্রি শুরু হচ্ছে।
আজ রোববার দুপুরে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, ‘চালের বাজার নিয়ন্ত্রণে ওএমএস ডিলারদের বরাদ্দ দ্বিগুণ করা হচ্ছে। খাদ্য অধিদপ্তরের ২ হাজার ১৩ জন ডিলার রয়েছেন। আগে ডিলারদের জনপ্রতি এক টন চাল বরাদ্দ দেওয়া হতো। ভোক্তাদের কথা মাথায় রেখে এখন তা দুই টন করা হয়েছে। একজন ভোক্তা ১৫ টাকা কেজি দরে মাসে সর্বোচ্চ ৩০ কেজি চাল কিনতে পারবেন।’
খাদ্যমন্ত্রী বলেন, ‘সরকারের গুদামে পর্যাপ্ত চালের মজুত রয়েছে। সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে ১ সেপ্টেম্বর থেকে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচি শুরু করা হচ্ছে। খাদ্যবান্ধব কর্মসূচি বছরে পাঁচ মাস হয়। সেপ্টেম্বর-নভেম্বর পর্যন্ত এবং মার্চ-এপ্রিল মাসে। সরকার নির্ধারিত ৫০ লাখ পরিবার এই সুবিধার আওতায় রয়েছে। প্রতি কেজি ১৫ টাকা দরে মাসে ৩০ কেজি চাল কিনতে পাবেন ভোক্তা।’
খাদ্যবান্ধব কর্মসূচি ও ওএমএসের চাল বিক্রি শুরু হলে বাজারে দাম নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করেন খাদ্যমন্ত্রী। তিনি বলেন, ‘এই কর্মসূচিতে তালিকাভুক্ত পরিবার ৫০ লাখ। এতে দেশের ৪ কোটি মানুষ স্বল্প মূল্যে চাল কেনার সুযোগ পাচ্ছেন। খাদ্যবান্ধব কর্মসূচি ও ওএমএস চালু করা হলে বাজারে চালের চাহিদা কমবে এবং দাম কমবে।’
অস্থির চালের বাজার নিয়ন্ত্রণে সরকার খোলা বাজারে বিক্রির (ওএমএস) জন্য সরবরাহ দ্বিগুণ করছে। একই সঙ্গে খাদ্যবান্ধব কর্মসূচিও চালু হচ্ছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে খাদ্যবান্ধব ও খোলা বাজারে চাল বিক্রি শুরু হচ্ছে।
আজ রোববার দুপুরে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, ‘চালের বাজার নিয়ন্ত্রণে ওএমএস ডিলারদের বরাদ্দ দ্বিগুণ করা হচ্ছে। খাদ্য অধিদপ্তরের ২ হাজার ১৩ জন ডিলার রয়েছেন। আগে ডিলারদের জনপ্রতি এক টন চাল বরাদ্দ দেওয়া হতো। ভোক্তাদের কথা মাথায় রেখে এখন তা দুই টন করা হয়েছে। একজন ভোক্তা ১৫ টাকা কেজি দরে মাসে সর্বোচ্চ ৩০ কেজি চাল কিনতে পারবেন।’
খাদ্যমন্ত্রী বলেন, ‘সরকারের গুদামে পর্যাপ্ত চালের মজুত রয়েছে। সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে ১ সেপ্টেম্বর থেকে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচি শুরু করা হচ্ছে। খাদ্যবান্ধব কর্মসূচি বছরে পাঁচ মাস হয়। সেপ্টেম্বর-নভেম্বর পর্যন্ত এবং মার্চ-এপ্রিল মাসে। সরকার নির্ধারিত ৫০ লাখ পরিবার এই সুবিধার আওতায় রয়েছে। প্রতি কেজি ১৫ টাকা দরে মাসে ৩০ কেজি চাল কিনতে পাবেন ভোক্তা।’
খাদ্যবান্ধব কর্মসূচি ও ওএমএসের চাল বিক্রি শুরু হলে বাজারে দাম নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করেন খাদ্যমন্ত্রী। তিনি বলেন, ‘এই কর্মসূচিতে তালিকাভুক্ত পরিবার ৫০ লাখ। এতে দেশের ৪ কোটি মানুষ স্বল্প মূল্যে চাল কেনার সুযোগ পাচ্ছেন। খাদ্যবান্ধব কর্মসূচি ও ওএমএস চালু করা হলে বাজারে চালের চাহিদা কমবে এবং দাম কমবে।’
আইকনিক মসজিদ নির্মাণে ২৪৪ কোটি টাকা দেবে সৌদি আরব সরকার। আটটি আইকনিক মসজিদ নির্মাণে সৌদি সরকারের রাজকীয় গ্রান্ট থেকে এ অর্থ দেওয়া হবে। আজ রোববার সচিবালয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎকালে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ এ তথ্য জানান।
২ মিনিট আগেআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তাদের বদলি শুরু হয়েছে। এরই এরই ধারাবাহিকতায় আজ রোববার (২৭ জুলাই) একযোগে ৭১ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে বদলি করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।
৬ মিনিট আগেযুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন (ইউএসসিআইআরএফ) দাবি করেছে, গত এক বছরে বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা কমেছে। চলতি বছরের মে মাসে বাংলাদেশে ইউএসসিআইআরএফ-এর একটি প্রতিনিধি দলের সফরের পর সংগঠনটি তাদের বার্ষিক প্রতিবেদনে এ দাবি করল।
৩৮ মিনিট আগেসমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার আব্দুর রাজ্জাক বিন সুলাইমান (রিয়াদ)-কে কিছু সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি বলে দাবি করা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
১ ঘণ্টা আগে