Ajker Patrika

ডিজিএফআইয়ের সক্ষমতা বৃদ্ধির প্রকল্প দ্রুত শেষ করার সুপারিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ আগস্ট ২০২১, ২৩: ৩৪
ডিজিএফআইয়ের সক্ষমতা বৃদ্ধির প্রকল্প দ্রুত শেষ করার সুপারিশ

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) টেলিযোগাযোগ ও আইসিটি অবকাঠামো, মানবসম্পদ ও কারিগরি সক্ষমতা বৃদ্ধির প্রকল্পের কার্যক্রম দ্রুততম সময়ে সম্পন্ন করার সুপারিশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আজ বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। 

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে কমিটি সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর কর্মকর্তাদের অবসরের বয়সসীমার ক্ষেত্রে তিন বাহিনীর পদক্রমের সমতার প্রস্তাবে সম্মতি প্রদান করেছে। 

বৈঠকের কার্যপত্র থেকে জানা গেছে, মাল্টিপারপাস ১৩ তলা একটি ভবন নির্মাণ, নিরাপত্তা সফটওয়্যার, ফুল হিউম্যান বডি স্ক্যানার, পত্রিকা ও পাঠ্যপুস্তক স্ক্যানার, থ্রিজি/ফোরজি ট্র্যাকারসহ ডিজিএফআইয়ের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ২০১৮ সালে একটি প্রকল্প নেওয়া হয়। ১ হাজার ২৬৭ কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ের এ প্রকল্পের মেয়াদ শেষ হবে ২০২৩ সালের জুনে। 

প্রকল্পটির আওতায় বেশ কিছু যন্ত্রপাতি কেনা হলেও ভবন নির্মাণের অগ্রগতি তুলনামূলক কম। কার্যপত্রে দেখা গেছে, এ পর্যন্ত ভবনের ফাউন্ডেশন ও বেসমেন্ট নির্মাণের পাইলিং কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে বেসমেন্ট নির্মাণের কাজ চলছে। পরিকল্পনা অনুযায়ী ভবনের চারটি বেসমেন্ট নির্মাণের কথা রয়েছে। 

কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য মুহাম্মদ ফারুক খান, ইলিয়াস উদ্দিন মোল্লাহ, মোতাহার হোসেন, মো. নাসির উদ্দিন, মহিববুর রহমান ও বেগম নাহিদ ইজাহার খান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল: এসপি

বিএনপি নেতা নাছিরের দুই মেয়ে ও স্ত্রীকে মারধরের অভিযোগ দুই সৎভাইয়ের বিরুদ্ধে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত