Ajker Patrika

কেন্দ্রীয়ভাবে সরকারি ক্রোড়পত্র প্রকাশে ফের তথ্য মন্ত্রণালয়ের তাগিদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৫: ০৭
কেন্দ্রীয়ভাবে সরকারি ক্রোড়পত্র প্রকাশে ফের তথ্য মন্ত্রণালয়ের তাগিদ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে সরকারি ক্রোড়পত্র প্রকাশ করতে সরকারি দপ্তরগুলোকে ফের তাগিদ দেওয়া হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্প্রতি সব মন্ত্রণালয় ও বিভাগের সচিব, হিসাব মহানিয়ন্ত্রক, প্রধান তথ্য কর্মকর্তা এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালকে চিঠি দিয়ে এই তাগাদা দিয়েছে। 

সেখানে বলা হয়েছে, সরকারি ক্রোড়পত্র তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে প্রকাশ করার বিষয়ে সরকারের সিদ্ধান্ত রয়েছে। কিন্তু লক্ষ করা যাচ্ছে যে, কিছু মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থা তা প্রতিপালন না করে নিজস্ব পদ্ধতিতে ক্রোড়পত্র বিভিন্ন পত্রিকায় প্রকাশ করছে। এটি অ্যালোকেশন অব বিজনেস এবং সরকারি নির্দেশনার পরিপন্থি। 

তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে ক্রোড়পত্র প্রকাশ করতে ২০২০ সালের ১৫ অক্টোবর প্রজ্ঞাপন জারি করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সেই প্রজ্ঞাপন যুক্ত করে ২০২০ সালের ৮ নভেম্বর ও ২৮ ডিসেম্বর চিঠি দিয়ে সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের কেন্দ্রীয়ভাবে ক্রোড়পত্র বিলির অনুরোধ জানায়। এর পরেও সরকারি দপ্তরগুলো যার যার মতো করে ক্রোড়পত্র বিলি করায় পুনরায় এ বিষয়ে তাগাদা দেওয়া হলো। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জুলাই স্মৃতিস্তম্ভের সামনে ‘জয় বাংলা’ স্লোগান, ভাইরাল সেই তরুণী গ্রেপ্তার

জুলাই সনদ বাস্তবায়নের খসড়া আদেশে যা আছে

ইতিহাসের ‘সবচেয়ে শক্তিশালী’ ঘূর্ণিঝড় আঘাত হানতে যাচ্ছে জ্যামাইকায়, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

জাতীয় ঐক্য প্রতিষ্ঠার বদলে অনৈক্যের প্রচেষ্টার জন্য কমিশনকে ধন্যবাদ: সালাহউদ্দিন

বিসিএসে রিপিট ক্যাডারে নিয়োগের পথ বন্ধ

এলাকার খবর
Loading...