Ajker Patrika

ষড়যন্ত্র করে আ.লীগকে মাটি ও মানুষ থেকে বিচ্ছিন্ন করা যাবে না : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২৩ জুন ২০২১, ১৩: ৩৮
ষড়যন্ত্র করে আ.লীগকে মাটি ও মানুষ থেকে বিচ্ছিন্ন করা যাবে না : ওবায়দুল কাদের

ঢাকা: আওয়ামী লীগের শেকড় বাংলাদেশের মাটির অনেক গভীরে প্রোথিত। কোন ষড়যন্ত্রই দলটিকে দেশের মাটি ও মানুষ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। 

আজ বুধবার ধানমন্ডির ৩২ নম্বরে দলটির ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, 'আওয়ামী লীগ জনগণের সঙ্গে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। কোনো ষড়যন্ত্র ও শত্রুই আমাদের বাংলাদেশের মাটি এবং মানুষ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা—আমরা সেই ঐতিহ্য বহন করছি। সংগ্রাম, সাফল্য, গৌরবের, অর্জনের, উন্নয়নের ঐতিহ্য অব্যাহত থাকবে।'

দলে অনুপ্রবেশ কমেছে দাবি করে সাধারণ সম্পাদক বলেন, অনুপ্রবেশ যেটা ছিল, সেটা অনেক বন্ধ হয়েছে। ভবিষ্যতে এ ব্যাপারে আরও সতর্ক থাকব। আজকের দিনে এসব বিষয় না এনে, প্রথমে যা বললাম, সেটা নিয়ে আপনারা মনোযোগ রাখবেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকার প্রসঙ্গে তিনি বলেন, আজকের অঙ্গীকার মুক্তিযুদ্ধের চেতনায় সাম্প্রদায়িক বটবৃক্ষকে মূলোৎপাটন করে শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ ভোরে ধানমন্ডির ৩২ নম্বরে আসেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। সকাল ৯টার পরে দলের কেন্দ্রীয় কমিটির নেতাদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত