Ajker Patrika

সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের দুটি বাড়ি ও ৫০ শতাংশ জমি ক্রোকের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জিল্লুল হাকিম। ফাইল ছবি
জিল্লুল হাকিম। ফাইল ছবি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক রেলমন্ত্রী ও রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. জিল্লুল হাকিমের ঢাকা ও পাংশায় দুটি বাড়ি এবং সজ্জনকান্দায় ৫০ শতাংশ জমি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন বলে জানিয়েছেন দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ।

তানজির আহমেদ বলেন, সাবেক রেলমন্ত্রীর বাড়ি ও জমি ক্রোকের নির্দেশ চেয়ে আবেদন করেছিলেন দুদকের উপপরিচালক মোজাম্মিল হোসেন।

আবেদনে বলা হয়, ক্ষমতার দাপট দেখিয়ে ও অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে জিল্লুল হাকিম ও তাঁর পরিবারের সদস্যরা বিপুল সম্পদের মালিক হয়েছেন। তাঁদের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধান করছে দুদক।

অনুসন্ধান চলাকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সাবেক রেলমন্ত্রী ও তাঁর পরিবার অবৈধভাবে অর্জিত সম্পদ বিক্রি, হস্তান্তর বা স্থানান্তর করার চেষ্টা করছেন। এই অবস্থায় তাঁদের স্থাবর সম্পদ ক্রোক করার নির্দেশ দেওয়া প্রয়োজন।

দুদকের আবেদন বিবেচনায় নিয়ে ঢাকার উত্তরা মডেল টাউনে পাঁচ কাঠা জমির ওপর নির্মিত জিল্লুল হাকিমের ছয়তলা বাড়ি, রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় ৩০ শতাংশ জমির মধ্যে নির্মিত তিনতলা বাড়ি ও রাজবাড়ীর সজ্জনকান্দায় ৫০ শতাংশ জমি ক্রোকের নির্দেশ দেওয়া হয়।

এর আগে গত বছরের ১৭ অক্টোবর সাবেক রেলমন্ত্রী, তাঁর স্ত্রী ও ছেলের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেন একই আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২১ বছর বয়সেই ব্যবসায় বাজিমাত, দুই বছরে বিক্রি আড়াই কোটির বেশি

নিহতের ফোনের ভিডিওতে মিলল ৫ আগস্ট যাত্রাবাড়ীতে হত্যাকাণ্ডের ভয়াবহ চিত্র: বিবিসির অনুসন্ধান

ইন্টারনেট ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপের নতুন প্রতিদ্বন্দ্বী

জুলাইয়ে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন হাসিনা, ফাঁস হওয়া অডিও বিশ্লেষণ করে জানাল বিবিসি

চীন-পাকিস্তান-বাংলাদেশের স্বার্থ মিলে গেলে ভারতের নিরাপত্তাঝুঁকি তৈরি হতে পারে: জেনারেল অনিল চৌহান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত