নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক রেলমন্ত্রী ও রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. জিল্লুল হাকিমের ঢাকা ও পাংশায় দুটি বাড়ি এবং সজ্জনকান্দায় ৫০ শতাংশ জমি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন বলে জানিয়েছেন দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ।
তানজির আহমেদ বলেন, সাবেক রেলমন্ত্রীর বাড়ি ও জমি ক্রোকের নির্দেশ চেয়ে আবেদন করেছিলেন দুদকের উপপরিচালক মোজাম্মিল হোসেন।
আবেদনে বলা হয়, ক্ষমতার দাপট দেখিয়ে ও অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে জিল্লুল হাকিম ও তাঁর পরিবারের সদস্যরা বিপুল সম্পদের মালিক হয়েছেন। তাঁদের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধান করছে দুদক।
অনুসন্ধান চলাকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সাবেক রেলমন্ত্রী ও তাঁর পরিবার অবৈধভাবে অর্জিত সম্পদ বিক্রি, হস্তান্তর বা স্থানান্তর করার চেষ্টা করছেন। এই অবস্থায় তাঁদের স্থাবর সম্পদ ক্রোক করার নির্দেশ দেওয়া প্রয়োজন।
দুদকের আবেদন বিবেচনায় নিয়ে ঢাকার উত্তরা মডেল টাউনে পাঁচ কাঠা জমির ওপর নির্মিত জিল্লুল হাকিমের ছয়তলা বাড়ি, রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় ৩০ শতাংশ জমির মধ্যে নির্মিত তিনতলা বাড়ি ও রাজবাড়ীর সজ্জনকান্দায় ৫০ শতাংশ জমি ক্রোকের নির্দেশ দেওয়া হয়।
এর আগে গত বছরের ১৭ অক্টোবর সাবেক রেলমন্ত্রী, তাঁর স্ত্রী ও ছেলের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেন একই আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক রেলমন্ত্রী ও রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. জিল্লুল হাকিমের ঢাকা ও পাংশায় দুটি বাড়ি এবং সজ্জনকান্দায় ৫০ শতাংশ জমি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন বলে জানিয়েছেন দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ।
তানজির আহমেদ বলেন, সাবেক রেলমন্ত্রীর বাড়ি ও জমি ক্রোকের নির্দেশ চেয়ে আবেদন করেছিলেন দুদকের উপপরিচালক মোজাম্মিল হোসেন।
আবেদনে বলা হয়, ক্ষমতার দাপট দেখিয়ে ও অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে জিল্লুল হাকিম ও তাঁর পরিবারের সদস্যরা বিপুল সম্পদের মালিক হয়েছেন। তাঁদের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধান করছে দুদক।
অনুসন্ধান চলাকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সাবেক রেলমন্ত্রী ও তাঁর পরিবার অবৈধভাবে অর্জিত সম্পদ বিক্রি, হস্তান্তর বা স্থানান্তর করার চেষ্টা করছেন। এই অবস্থায় তাঁদের স্থাবর সম্পদ ক্রোক করার নির্দেশ দেওয়া প্রয়োজন।
দুদকের আবেদন বিবেচনায় নিয়ে ঢাকার উত্তরা মডেল টাউনে পাঁচ কাঠা জমির ওপর নির্মিত জিল্লুল হাকিমের ছয়তলা বাড়ি, রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় ৩০ শতাংশ জমির মধ্যে নির্মিত তিনতলা বাড়ি ও রাজবাড়ীর সজ্জনকান্দায় ৫০ শতাংশ জমি ক্রোকের নির্দেশ দেওয়া হয়।
এর আগে গত বছরের ১৭ অক্টোবর সাবেক রেলমন্ত্রী, তাঁর স্ত্রী ও ছেলের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেন একই আদালত।
বাংলাদেশে ২০২৪ সালের জুলাই-আগস্টে গণআন্দোলনের সময়কার সহিংস দমন অভিযানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জড়িত থাকার অভিযোগে নতুন অডিওপ্রমাণ সামনে এনেছে বিবিসি। এতে বলা হয়েছে, শেখ হাসিনা নিজেই আন্দোলনকারীদের দমন করার জন্য সরাসরি গুলির নির্দেশ দিয়েছিলেন। নতুন এই তথ্য প্রকাশের পর সরব হয়েছে আন্তর্জাতিক
২৫ মিনিট আগেসাজা থেকে বাঁচতে দল বেঁধে চেয়ারম্যানের কাছে ক্ষমা প্রার্থনা করছেন আন্দোলনে অংশ নেওয়া জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তারা। গত দুই দিনে আয়কর ও কাস্টমস ক্যাডারের তিন শর বেশি কর্মকর্তা চেয়ারম্যান আবদুর রহমান খানের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চেয়েছেন। তাঁদের মধ্যে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সঙ্গে যুক্ত
২৭ মিনিট আগেঢাকায় একটি ‘চায়না টাউন’ প্রতিষ্ঠার সম্ভাবনার কথা জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। চীন-বাংলাদেশ দ্বিপক্ষীয় বিনিয়োগ ও শিল্প সহযোগিতা প্রসারে আয়োজিত এক সেমিনারে তিনি এই প্রস্তাব রাখেন।
২ ঘণ্টা আগেচীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, তাঁর দেশ বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে সহযোগিতা এগিয়ে নিতে ১২টি সুনির্দিষ্ট ক্ষেত্র চিহ্নিত করেছে। শিল্প, বাণিজ্য, শিক্ষা, পরিবেশ সুরক্ষা ও পানিসম্পদসহ ১২টি ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নিতে তিন দেশ কাজ করছে।
৩ ঘণ্টা আগে