Ajker Patrika

সাময়িক বন্ধ সিলেট ও নেত্রকোনা রেলস্টেশন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ জুন ২০২২, ১৯: ৩৯
সাময়িক বন্ধ সিলেট ও নেত্রকোনা রেলস্টেশন 

বন্যায় পূর্বাঞ্চল রেলওয়ের কিছু রেললাইন পানিতে তলিয়ে যাওয়ায় কয়েকটি রেলস্টেশন ইতিমধ্যেই সাময়িক বন্ধ ঘোষণা করেছে রেলওয়ে। তা ছাড়া নেত্রকোনা এলাকায় একটি ছোট রেলওয়ে ব্রিজও ধসে গেছে। 

পূর্বাঞ্চল রেলওয়ের দপ্তরে খোঁজ নিয়ে জানা যায়, আজ বন্যার পানি রেলস্টেশনে প্রবেশ করার কারণে সাময়িক সময়ের জন্য সিলেট সদর রেলস্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে। তবে ট্রেন চলাচল বন্ধ হয়নি। ঢাকা থেকে সিলেট সদরের আগের স্টেশন পর্যন্ত ট্রেন যাচ্ছে। 

এদিকে, নেত্রকোনা থেকে মোহনগঞ্জ রেললাইনের ৩৪ নম্বর ছোট একটি রেল ব্রিজের নিচে থেকে মাটি সরে গেছে। ফলে এই রেল ব্রিজ দিয়ে ট্রেন চলাচল করতে পারছে না। তাই ঢাকা থেকে নেত্রকোনার আগের স্টেশন পর্যন্ত ট্রেন যাচ্ছে। 

এ বিষয়ে পূর্বাঞ্চল রেলের এক প্রকৌশলী আজকের পত্রিকাকে বলেন, ‘বন্যার কারণে আমাদের অনেক রেললাইন ডুবে গেছে। রেল ব্রিজ ভেসে গেছে। বন্যা আরও বাড়তে থাকলে আরও অনেক রেললাইন পানির নিচে তলিয়ে যেতে পারে। পানি যত দ্রুত নেমে যাবে তত দ্রুতই বন্ধ স্টেশন চালু করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত