Ajker Patrika

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জেদ্দায় তৌহিদ হোসেনের বৈঠক

বাসস  
রোববার জেদ্দায় পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি: সংগৃহীত
রোববার জেদ্দায় পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি: সংগৃহীত

সৌদি আরবের জেদ্দায় পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

রোববার ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)’র পররাষ্ট্রমন্ত্রী পরিষদের বৈঠকের ফাঁকে দুই নেতা এই বৈঠক করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উভয় পক্ষের ভ্রাতৃত্বপূর্ণ মনোভাবের প্রতিফলন ঘটিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উভয়েই দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে সন্তোষ প্রকাশ করেন। তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সকল ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে সম্মত হন।

বৈঠকে তারা দুই দেশের জনগণের মধ্যে ঐতিহাসিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সংযোগের কথা তুলে ধরেন এবং বিশেষ করে বাণিজ্য, দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে আরো সহযোগিতা বাড়াতে একমত হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

বাগ্‌বিতণ্ডার মধ্যে সাম্যকে ইট ও ধারালো অস্ত্রের আঘাত করা হয়: ডিএমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত