Ajker Patrika

বাংলাদেশে সহিংসতার তদন্ত চায় জার্মানি

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশে সহিংসতার তদন্ত চায় জার্মানি

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় প্রাণহানিতে শোক প্রকাশ করেছে ইউরোপের প্রভাবশালী দেশ জার্মানি। দেশটি সহিংসতার ঘটনাগুলোর তদন্ত ও তাতে জড়িত এমন অভিযোগে গ্রেপ্তার করা ব্যক্তিদের ক্ষেত্রে সঠিক আইনি প্রক্রিয়া অনুসরণের তাগিদ দিয়েছে। 

ঢাকায় জার্মানির রাষ্ট্রদূত আফিম পোস্টার এক্সে (সাবেক টুইটার) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া একটি বক্তব্যে নিজের মন্তব্যযুক্ত করে শেয়ার করেন। 

রাষ্ট্রদূত বলেন, যে দেশে তিনি দায়িত্ব পালন করছেন সেখানে এত হতাহতের ঘটনায় তিনি ব্যথিত। সহিংসতায় নিহতদের পরিবারের প্রতি তিনি সমবেদনা জানান। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। 

জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় এক এক্স পোস্টে সহিংসতার ঘটনাগুলোর তদন্ত করতে বলেছে। আর এসব ঘটনায় জড়িত এমন অভিযোগে গ্রেপ্তার করা ব্যক্তিদের ক্ষেত্রে সঠিক আইনি প্রক্রিয়া অনুসরণের তাগিদ দিয়েছে। 

জার্মানি আশা প্রকাশ করেছে, ইন্টারনেটের বন্ধ রাখাতে যে নির্দেশনা দেওয়া আছে, তা দ্রুত তুলে নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাষ্ট্রের গোপন নথি ফাঁস: এনবিআরের দ্বিতীয় সচিব মুকিতুলের বিরুদ্ধে এবার মামলা

রক্ত কেনা যায় না—ইয়েমেনে নিমিশাকে ক্ষমা করতে অস্বীকৃতি মাহদির পরিবারের

গোপালগঞ্জে হামলার ঘটনায় ফেসবুকে সরব ইসলামপুরের পলাতক আওয়ামী নেতারা

২৫ সেকেন্ডে ১২ গুলি, হাসপাতালে গ্যাংস্টারের শরীর ঝাঁঝরা

গোপালগঞ্জে চলছে কারফিউ, পরিবেশ থমথমে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত