ঢাকা: তিন জেলায় আজ বৃহস্পতিবার বজ্রপাতে ১০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এর মধ্যে জামালপুরের ইসলামপুর উপজেলাতেই প্রাণ হারিয়েছেন ছয় জন। আহত হয়েছে অন্তত ১০ জন। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে তিন জন এবং সিলেটের একজন বজ্রপাতে মারা গেছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। আজ দুপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের উপরটোলা গ্রামের আবদুল সাত্তারের ছেলে জালাল উদ্দিন, গোয়াবাড়ি চাঁদপুর গ্রামের আবু তালেবের স্ত্রী আজিরন বেগম রহিমা (২৫) ও নাচোল উপজেলার কসবা ইউনিয়নের আঝইর গ্রামের ওবাইদুরের মেয়ে মারুফা খাতুন (১০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে উপজেলার বড়গাছি এলাকা থেকে ধান নিয়ে আসার পথে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান জালাল উদ্দিন। একই সময় বাড়ির পাশে খেলা করা সন্তানদের ডাকতে গেলে বজ্রপাতে আজিরন বেগম নামে একজন মারা যান। অপরদিকে, নাচোল উপজেলার আঝইর গ্রামে বাড়ির পাশে বাগানে আম কুড়াতে গেলে বজ্রপাতে মারুফা ঘটনাস্থলেই মারা যান। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা বিষয়টি নিশ্চিত করেছেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ এ তথ্য নিশ্চিত করে বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুতই আর্থিক অনুদান দেওয়া হবে।
গোয়াইনঘাট (সিলেট): সিলেটের গোয়াইনঘাটে ফসলি জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে বাবুল মিয়া (৩৪) নামে এক যুবক মারা গেছেন। আজ সকালে নিজ ফসলি জমিতে কাজ করতে গিয়ে তাঁর মৃত্যু হয়। তিনি গোয়াইনঘাটের কাকুনাখাই গ্রামের মৃত আব্দুল হকের ছেলে। গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ইসলামপুর (জামালপুর): ইসলামপুর উপজেলায় বজ্রপাতে ছয়জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন অন্তত ১০ জন। বিকালে উপজেলার পৃথক স্থানে বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার পলবান্ধা ইউনিয়নের বাটিকামারী গ্রামের মৃত্যু কান্দু শেখের ছেলে জাবেদ আলী (৫৮), গাইবান্ধা ইউনিয়নের চন্দনপুর গ্রামের মধ্যপাড়া এলাকার মৃত আখের মাহমুদের ছেলে মহিজল মিয়া (৫০), পাথর্শী ইউনিয়নের জারুলতলার পশ্চিম গামারিয়া গ্রামের মৃত হাসান শেখের ছেলে কালা শেখ (৪৫ ), মৃত জব্বার মিয়ার ছেলে এনামুল হক (৩৫), মৃত কাইলে শেখের ছেলে শাজাহান (৩৮), সাপধরী ইউনিয়নের প্রজাপতি গ্রামের আবদুল কুদ্দুস মোল্লার ছেলে বিল্লাল হোসেন (৩৬)।
গুরুতর আহতরা হলেন- গামারিয়া গ্রামের টিপু মিয়া, আবদুল হামিদ, রাজা মিয়া, প্রজাপতি গ্রামের ইনসাফ আলী, চন্দনপুর গ্রামের নিহত মহিজল মিয়ার ছেলে দেলোয়ারা বেগম।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এ এ এম আবু তাহের বজ্রপাতে ছয়জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ইসরাত জাহান চৌধুরী বলেন, বজ্রপাতে মৃত চারজনকে আমরা শনাক্ত করতে পেরেছি। আহত ১০ জন চিকিৎসাধীন রয়েছেন।
বজ্রপাতে পলবান্ধা ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের আক্তাব আলীর তিনটি গরুও মারা গেছে।
উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার বজ্রপাতে বিভিন্ন জেলায় এক দিনেই প্রাণ হারিয়েছেন ১৮ জন।
আরও পড়ুন:
সারা দেশে বজ্রপাতে ১৮ জনের মৃত্যু
ঢাকা: তিন জেলায় আজ বৃহস্পতিবার বজ্রপাতে ১০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এর মধ্যে জামালপুরের ইসলামপুর উপজেলাতেই প্রাণ হারিয়েছেন ছয় জন। আহত হয়েছে অন্তত ১০ জন। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে তিন জন এবং সিলেটের একজন বজ্রপাতে মারা গেছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। আজ দুপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের উপরটোলা গ্রামের আবদুল সাত্তারের ছেলে জালাল উদ্দিন, গোয়াবাড়ি চাঁদপুর গ্রামের আবু তালেবের স্ত্রী আজিরন বেগম রহিমা (২৫) ও নাচোল উপজেলার কসবা ইউনিয়নের আঝইর গ্রামের ওবাইদুরের মেয়ে মারুফা খাতুন (১০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে উপজেলার বড়গাছি এলাকা থেকে ধান নিয়ে আসার পথে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান জালাল উদ্দিন। একই সময় বাড়ির পাশে খেলা করা সন্তানদের ডাকতে গেলে বজ্রপাতে আজিরন বেগম নামে একজন মারা যান। অপরদিকে, নাচোল উপজেলার আঝইর গ্রামে বাড়ির পাশে বাগানে আম কুড়াতে গেলে বজ্রপাতে মারুফা ঘটনাস্থলেই মারা যান। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা বিষয়টি নিশ্চিত করেছেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ এ তথ্য নিশ্চিত করে বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুতই আর্থিক অনুদান দেওয়া হবে।
গোয়াইনঘাট (সিলেট): সিলেটের গোয়াইনঘাটে ফসলি জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে বাবুল মিয়া (৩৪) নামে এক যুবক মারা গেছেন। আজ সকালে নিজ ফসলি জমিতে কাজ করতে গিয়ে তাঁর মৃত্যু হয়। তিনি গোয়াইনঘাটের কাকুনাখাই গ্রামের মৃত আব্দুল হকের ছেলে। গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ইসলামপুর (জামালপুর): ইসলামপুর উপজেলায় বজ্রপাতে ছয়জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন অন্তত ১০ জন। বিকালে উপজেলার পৃথক স্থানে বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার পলবান্ধা ইউনিয়নের বাটিকামারী গ্রামের মৃত্যু কান্দু শেখের ছেলে জাবেদ আলী (৫৮), গাইবান্ধা ইউনিয়নের চন্দনপুর গ্রামের মধ্যপাড়া এলাকার মৃত আখের মাহমুদের ছেলে মহিজল মিয়া (৫০), পাথর্শী ইউনিয়নের জারুলতলার পশ্চিম গামারিয়া গ্রামের মৃত হাসান শেখের ছেলে কালা শেখ (৪৫ ), মৃত জব্বার মিয়ার ছেলে এনামুল হক (৩৫), মৃত কাইলে শেখের ছেলে শাজাহান (৩৮), সাপধরী ইউনিয়নের প্রজাপতি গ্রামের আবদুল কুদ্দুস মোল্লার ছেলে বিল্লাল হোসেন (৩৬)।
গুরুতর আহতরা হলেন- গামারিয়া গ্রামের টিপু মিয়া, আবদুল হামিদ, রাজা মিয়া, প্রজাপতি গ্রামের ইনসাফ আলী, চন্দনপুর গ্রামের নিহত মহিজল মিয়ার ছেলে দেলোয়ারা বেগম।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এ এ এম আবু তাহের বজ্রপাতে ছয়জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ইসরাত জাহান চৌধুরী বলেন, বজ্রপাতে মৃত চারজনকে আমরা শনাক্ত করতে পেরেছি। আহত ১০ জন চিকিৎসাধীন রয়েছেন।
বজ্রপাতে পলবান্ধা ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের আক্তাব আলীর তিনটি গরুও মারা গেছে।
উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার বজ্রপাতে বিভিন্ন জেলায় এক দিনেই প্রাণ হারিয়েছেন ১৮ জন।
আরও পড়ুন:
সারা দেশে বজ্রপাতে ১৮ জনের মৃত্যু
স্বাস্থ্যসেবা বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. সাইফুল ইসলাম মজুমদারের সই করা প্রতিবেদনে বলা হয়, এ বছরের জানুয়ারি থেকে ১৯ জুলাই পর্যন্ত দেশে ১৬ হাজার ৭৮৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়। অন্যদিকে গত বছরের জানুয়ারি-জুলাই পর্যন্ত দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল ৬ হাজার ৩২০ জন। গত বছরের তুলনায় এ...
৪ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সেনা অফিসারদের পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক নিরপেক্ষতা, সৎ, নীতিবান, পেশাদার এবং নেতৃত্বের গুণাবলিসম্পন্নকারীদের প্রাধান্য দেওয়া উচিত। আজ রোববার (২০ জুলাই) ঢাকা সেনাবাহিনী সদর দপ্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘সেনাসদর নির্বাচনী...
২ ঘণ্টা আগেতাদের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘১৬ জুলাই গোপালগঞ্জ জেলায় অপ্রত্যাশিত ঘটনায় নিহত ব্যক্তিদের লাশ ময়নাতদন্ত না করার বিষয়ে কিছু সংবাদমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম ও নিহত ব্যক্তিদের আত্মীয়স্বজনদের বক্তব্য ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, গোপালগঞ্জ কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়, যেখানে উল্লেখ করা হয় যে...
২ ঘণ্টা আগেমীর আহমেদ আলী সালাম জানান, ঢাকার আদালতে একটি বিভাগীয় বিশেষ জজ ও ১০টি বিশেষ জজ আদালত রয়েছে। এসব আদালতে মামলাগুলো স্থানান্তর করা হবে। একই সঙ্গে আদালত অভিযোগ গঠনের দিন ধার্য করবেন।
৩ ঘণ্টা আগে