Ajker Patrika

প্রধান বিচারপতির বিদায় সংবর্ধনা বর্জন করলেন বিএনপিপন্থী আইনজীবীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১১: ৪৬
প্রধান বিচারপতির বিদায় সংবর্ধনা বর্জন করলেন বিএনপিপন্থী আইনজীবীরা

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের বিদায় সংবর্ধনার অনুষ্ঠান বর্জন করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। তাঁদের অভিযোগ, তাঁদের আগে দাওয়াত দেওয়া হয়নি। এ জন্য তাঁরা অনুষ্ঠান বর্জন করে সংবাদ সম্মেলন করবেন। 

আজ বুধবার সকাল সাড়ে ১০টায় সংবর্ধনা অনুষ্ঠান শুরু হলে বিএনপিপন্থী আইনজীবীদের দু-একজন ছাড়া কাউকে দেখা যায়নি।

এ ব্যাপারে জানতে চাইলে সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ও বিএনপি নেতা ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের আগে দাওয়াত না দিয়ে অবজ্ঞা করা হয়েছে। তাই এর প্রতিবাদে আমরা সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ না করে সংবাদ সম্মেলন করব।’ 

উল্লেখ, প্রধান বিচারপতি অবসরে যাচ্ছেন আগামী ৩১ ডিসেম্বর। তবে ১৯ ডিসেম্বর থেকে সুপ্রিম কোর্টে শুরু হচ্ছে অবকাশ। আর অবকাশে বসবেন না আপিল বিভাগ। এ ছাড়া ১৬ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত সরকারি ছুটি। তাই প্রধান বিচারপতি হিসেবে আজ বুধবারই শেষ কর্মদিবস বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের। এ জন্য রীতি অনুযায়ী শেষ কর্মদিবসে প্রধান বিচারপতিকে বিদায় সংবর্ধনা দেয় অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত