Ajker Patrika

প্রধানমন্ত্রীকে আনারস উপহার পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

প্রতিনিধি, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)
আপডেট : ১১ জুলাই ২০২১, ১৬: ০৬
প্রধানমন্ত্রীকে আনারস উপহার পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ৮০০ কেজি আনারস পাঠিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আজ রোববার সকাল ১০টায় একটি পিকআপ ভ্যানে করে ত্রিপুরার বিখ্যাত রানি জাতের রসাল আনারসের চালান ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর সীমান্তে এসে পৌঁছায়।

ত্রিপুরার শিল্প, বাণিজ্য ও পর্যটন বিভাগের পরিচালক তড়িৎ কান্তি চাকমা আনুষ্ঠানিকভাবে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের উপহার হস্তান্তর করেন। এ সময় ভারতীয় সহকারী হাইকমিশন চট্টগ্রামের দ্বিতীয় সচিব উদত ঝাঁ উপস্থিত থেকে আনারসগুলো গ্রহণ করেন।

উদত ঝাঁ বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী ত্রিপুরা মুখ্যমন্ত্রীর জন্য আম উপহার পাঠিয়েছিলেন। সেই জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য উপহার হিসেবে আনারস পাঠিয়েছেন।

দুই দেশের সম্পর্কের আরও উন্নয়ন হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে ঝাঁ বলেন, ‘ভারত-বাংলাদেশ সম্পর্ক সব সময়ই ভালো ছিল।’

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টের ব্যবস্থাপক দেবাশীষ নন্দি, ত্রিপুরা হর্টিকালচারের পরিচালক ডা. ফণীভূষণ জমাতিয়া, আখাউড়া কাস্টমস সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আলী, আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মোস্তাফিজুর রহমান, কাস্টমস ইন্সপেক্টর ফারুক ভূঁইয়া, আখাউড়া বিজিবি ক্যাম্পের ইনচার্জ সুবেদার মো. আব্দুল মোতালেবসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, ৫ জুলাই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরের বিখ্যাত হাঁড়িভাঙা আম পাঠিয়েছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের জন্য। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত