কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেছেন, ভারতের সঙ্গে সম্পর্ক রিএডজাস্টমেন্টের (পুনর্বিন্যাস) পর্যায়ে রয়েছে। এ মন্তব্যের ব্যাখ্যা চাইলে তিনি বলেন, পূর্ববর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো ছিল। এখন তেমনটা নেই। সরকার চেষ্টা করছে সম্পর্ক ভালো করতে।
আজ বৃহস্পতিবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন এ কথা বলেন।
প্রতিবেশী দুই দেশের (ভারত ও মিয়ানমার) সঙ্গে শীতল সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হলে উপদেষ্টা বলেন, ভারতের সঙ্গে সম্পর্ক রিএডজাস্টমেন্টের পর্যায়ে আছে। রোহিঙ্গা বিষয়টি ছাড়া মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের কোনো সমস্যা নেই।
চীন ও পাকিস্তানের সঙ্গে সম্প্রতি পররাষ্ট্রসচিব পর্যায়ে কুনমিংয়ে একটি অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে। দেশ দুটির সঙ্গে কোনো জোট গঠন করা হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘কোনো জোট গঠন করছি না আমরা।’
বৈঠকটি হয়েছিল কর্মকর্তা পর্যায়ে, রাজনৈতিক পর্যায়ে নয়—এমনটা উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, বৈঠকটি আনুষ্ঠানিক কোনো কাঠামোর আওতায় হয়নি। সেখানে যোগাযোগসহ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। জোট নিয়ে কোনো আলোচনা হয়নি।
তৌহিদ হোসেন জানান, এ ধরনের বৈঠক আন্তর্জাতিক ক্ষেত্রে হরহামেশা হয়ে থাকে। কুনমিংয়ের বৈঠকটি নিয়ে যেসব কথা হচ্ছে, তা দেশগুলোর নামের কারণে। এ বিষয়টিকে তেমন গুরুত্ব দেওয়ার কিছু নেই। এ বৈঠকের তেমন বিশেষত্ব নেই, এমনটা বোঝাতে চেয়ে তিনি বলেন, ভারতও যদি নেপালসহ একটি ত্রিপক্ষীয় বৈঠক করতে চায়, বাংলাদেশ তা করবে।
ভারতের দিক থেকে অভিযোগ করা হচ্ছে, দেশটিকে টার্গেট করে কুনমিংয়ের ত্রিপক্ষীয় উদ্যোগটি নেওয়া হয়েছে, এমন অভিযোগ উড়িয়ে দিয়ে উপদেষ্টা বলেন, অবশ্যই অন্য কোনো দেশকে টার্গেট করে বৈঠকটি করা হয়নি।
ইসরায়েলের সঙ্গে যুদ্ধের কারণে ইরান থেকে রওনা হওয়া ২৬ জন বাংলাদেশি আজ পাকিস্তানে পৌঁছাবেন। পাকিস্তান সরকার তাঁদের করাচি পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করবে। এরপর তাঁরা আকাশপথে দেশে ফিরবেন। যুদ্ধবিরতি হওয়ায় আপাতত অনেকে আর দেশে ফিরতে চান না।
অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেছেন, ভারতের সঙ্গে সম্পর্ক রিএডজাস্টমেন্টের (পুনর্বিন্যাস) পর্যায়ে রয়েছে। এ মন্তব্যের ব্যাখ্যা চাইলে তিনি বলেন, পূর্ববর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো ছিল। এখন তেমনটা নেই। সরকার চেষ্টা করছে সম্পর্ক ভালো করতে।
আজ বৃহস্পতিবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন এ কথা বলেন।
প্রতিবেশী দুই দেশের (ভারত ও মিয়ানমার) সঙ্গে শীতল সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হলে উপদেষ্টা বলেন, ভারতের সঙ্গে সম্পর্ক রিএডজাস্টমেন্টের পর্যায়ে আছে। রোহিঙ্গা বিষয়টি ছাড়া মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের কোনো সমস্যা নেই।
চীন ও পাকিস্তানের সঙ্গে সম্প্রতি পররাষ্ট্রসচিব পর্যায়ে কুনমিংয়ে একটি অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে। দেশ দুটির সঙ্গে কোনো জোট গঠন করা হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘কোনো জোট গঠন করছি না আমরা।’
বৈঠকটি হয়েছিল কর্মকর্তা পর্যায়ে, রাজনৈতিক পর্যায়ে নয়—এমনটা উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, বৈঠকটি আনুষ্ঠানিক কোনো কাঠামোর আওতায় হয়নি। সেখানে যোগাযোগসহ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। জোট নিয়ে কোনো আলোচনা হয়নি।
তৌহিদ হোসেন জানান, এ ধরনের বৈঠক আন্তর্জাতিক ক্ষেত্রে হরহামেশা হয়ে থাকে। কুনমিংয়ের বৈঠকটি নিয়ে যেসব কথা হচ্ছে, তা দেশগুলোর নামের কারণে। এ বিষয়টিকে তেমন গুরুত্ব দেওয়ার কিছু নেই। এ বৈঠকের তেমন বিশেষত্ব নেই, এমনটা বোঝাতে চেয়ে তিনি বলেন, ভারতও যদি নেপালসহ একটি ত্রিপক্ষীয় বৈঠক করতে চায়, বাংলাদেশ তা করবে।
ভারতের দিক থেকে অভিযোগ করা হচ্ছে, দেশটিকে টার্গেট করে কুনমিংয়ের ত্রিপক্ষীয় উদ্যোগটি নেওয়া হয়েছে, এমন অভিযোগ উড়িয়ে দিয়ে উপদেষ্টা বলেন, অবশ্যই অন্য কোনো দেশকে টার্গেট করে বৈঠকটি করা হয়নি।
ইসরায়েলের সঙ্গে যুদ্ধের কারণে ইরান থেকে রওনা হওয়া ২৬ জন বাংলাদেশি আজ পাকিস্তানে পৌঁছাবেন। পাকিস্তান সরকার তাঁদের করাচি পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করবে। এরপর তাঁরা আকাশপথে দেশে ফিরবেন। যুদ্ধবিরতি হওয়ায় আপাতত অনেকে আর দেশে ফিরতে চান না।
চিকিৎসক এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি চাকরিতে প্রবেশের বয়স আগের মতো সাধারণ প্রার্থীদের থেকে দুই বছর বেশি (৩৪ বছর) নির্ধারণের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে বিভিন্ন করপোরেশন ও সরকারি প্রতিষ্ঠানে পঞ্চম ও ষষ্ঠ গ্রেডসহ বিশেষায়িত কিছু পদে সরাসরি নিয়োগের বয়সসীমাও আগের মতো...
৯ ঘণ্টা আগেনেপালে অবস্থানরত বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সদস্যদের নিরাপদে ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে। আজ মঙ্গলবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো, নূর আলম এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
১১ ঘণ্টা আগেনেপালের উদ্ভূত পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। সেখানে প্রাণহানির ঘটনায় গভীর শোক জানিয়ে নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা এবং আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেছে।
১২ ঘণ্টা আগেনেপালে উদ্ভূত পরিস্থিতি ও নিরাপত্তাজনিত কারণে ঢাকা-কাঠমান্ডু রুটের বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট আগামীকাল বুধবার বেলা ২টা পর্যন্ত স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সংস্থাটির জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
১২ ঘণ্টা আগে