Ajker Patrika

কানাডা হাইকমিশনের একটি দলের সঙ্গে সাক্ষাৎ করল ‘মায়ের ডাক’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ জুন ২০২৩, ১৩: ৩১
কানাডা হাইকমিশনের একটি দলের সঙ্গে সাক্ষাৎ করল ‘মায়ের ডাক’

দেশে বিভিন্ন সময়ে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের সংগঠন ‘মায়ের ডাক’–এর প্রতিনিধিরা বাংলাদেশে কানাডার হাইকমিশনের একটি দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

আজ মঙ্গলবার সকালে বারিধারায় অবস্থিত কানাডিয়ান দূতাবাসে এ সাক্ষাৎ হয়।

‘মায়ের ডাক’ সংগঠনের সমন্বয়কারী নিখোঁজ সুমনের বোন সানজিদা ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘গুম আর বিভিন্ন সময়ে নিখোঁজ হওয়া মানুষের কথা জানতেন না কানাডার হাইকমিশন। আমরা এসব ব্যক্তি ও তাঁদের জন্য অপেক্ষারত পরিবারের সদস্যদের কথা জানিয়েছি। নিখোঁজ মানুষদের গল্প শুনে রীতিমত অবাক হয়েছেন তারা।’

কানাডিয়ান দূতাবাস নিখোঁজ ব্যক্তিদের সন্ধানের বিষয়ে তাঁদের পক্ষ থেকে প্রয়োজনীয় সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানান সানজিদা ইসলাম।

এর আগে গত মে মাসে রাজধানীর বারিধারায় আমেরিকা সেন্টারে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে সাক্ষাৎ করে মায়ের ডাক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত