Ajker Patrika

পাক হাইকমিশনের ফেসবুক পেজ থেকে পতাকার ‘বিকৃত’ ছবি সরাতে বলেছে সরকার

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

ঢাকায় পাকিস্তান হাইকমিশনকে তাদের ফেসবুক পেজ থেকে বাংলাদেশের পতাকা সংবলিত একটি ছবি সরাতে বলেছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় আজ শনিবার বিকেলে পাকিস্তান হাইকমিশনকে এ অনুরোধ জানায়। 

জাতীয় পতাকা বিধির লঙ্ঘন করে হাইকমিশনের ফেসবুক পেজের ব্যানারে একটি কোলাজ ছবিতে পাকিস্তানের পতাকার সঙ্গে বাংলাদেশের পতাকা যুক্ত করা হয়েছে। কূটনৈতিক সূত্র জানিয়েছে, এভাবে দুই দেশের পতাকা মিলিয়ে ব্যবহার নিয়ে আপত্তি। তাদের ছবিটি সরিয়ে ফেলতে এ অনুরোধ করা হয়েছে।

তবে আজ রাত ৯টার দিকেও হাইকমিশনের ফেসবুক পেজে ছবিটি দেখা গেছে। 

বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ আজ এক বিবৃতিতে হাইকমিশনের ফেসবুক পেজে বাংলাদেশের পতাকা ‘বিকৃত’ করে যুক্ত করার প্রতিবাদ জানিয়েছে। মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক মো. আল মামুন এ ঘটনাকে কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন হিসেবে হাইকমিশনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত