Ajker Patrika

তাবলিগ জামাতের দুই গ্রুপের বিবাদ নিরসনে কমিটি গঠন করছে সরকার: ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ জুলাই ২০২৫, ১৫: ৪৯
বিশ্ব ইজতেমা মাঠ। ফাইল ছবি
বিশ্ব ইজতেমা মাঠ। ফাইল ছবি

তাবলিগ জামাতের দুই গ্রুপের মধ্যকার বিবাদ নিরসনে সরকার সাত সদস্যের কমিটি গঠন করতে যাচ্ছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি আরও জানান, ধর্ম মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে প্রধান করে এই কমিটি গঠন করা হবে। কমিটিতে উভয় গ্রুপের দুজন করে প্রতিনিধি থাকবেন।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, আগামীতে বিশ্ব ইজতেমা থেকে শুরু করে দুই গ্রুপের সম্পর্ক যাতে শান্তিপূর্ণভাবে চলমান থাকে সে বিষয়ে উভয় গ্রুপের নেতাদের উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উভয় গ্রুপের যেকোনো সমস্যার সমাধানে কমিটি কাজ করবে। অচিরেই কমিটি গঠন করা হবে বলে জানান তিনি।

জানা গেছে, কাকরাইল মসজিদ এবং ইজতেমার ময়দান নিয়ে সাদ ও জুবায়ের গ্রুপের সঙ্গে ধর্ম উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী এবং উভয় গ্রুপের নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠকে সাদপন্থীরা অভিযোগ করেন, তাদের কাকরাইল মসজিদ থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে। তাঁরা বলেন, মসজিদ আল্লাহর ঘর। তারা মসজিদের শান্তিপূর্ণভাবে অবস্থান করতে চান।

অন্যদিকে কাকরাইল মসজিদ নিয়ে কোনো বিরোধ আছে কি না, এ বিষয়ে জানতে চাওয়া হলে জুবায়েরপন্থী মাওলানা মামুনুল হক কোনো মন্তব্য করেননি।

মামুনুল হক বলেন, আগামীতে বিশ্ব ইজতেমা নিয়ে যাতে কোনো ঝামেলা না হয় এ জন্য উভয় গ্রুপের নেতাদের উপস্থিতিতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সাত সদস্যের একটি কমিটি গঠন করা হবে বলে জানান মামুনুল হক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাজীপুরে একটি সংসদীয় আসন বাড়বে, কমবে বাগেরহাটে, ইসির খসড়া চূড়ান্ত

গণপূর্তের ৫ প্রকৌশলী ও স্থাপত্য অধিদপ্তরের ১ স্থপতি বরখাস্ত

‘আমি আধুনিক পুলিশ, সাংবাদিকদের ভয় করে চলি না’

বিশ্বকে জানিয়ে দেব, বর্তমান সরকারের রন্ধ্রে রন্ধ্রে মৌলবাদ: গোবিন্দ প্রামাণিক

কমিশনের প্রথম পর্বের আলোচনায় যে ৬২ বিষয়ে ঐকমত্য হয়েছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত