Ajker Patrika

ড্রাইভিং লাইসেন্সে বিলম্ব সব অর্জনকে ম্লান করে দিয়েছে: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ড্রাইভিং লাইসেন্সে বিলম্ব সব অর্জনকে ম্লান করে দিয়েছে: ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ড্রাইভিং লাইসেন্স প্রদানে বিলম্ব তথা ধীর গতি আমাদের সকল অর্জনকে ম্লান করে দিয়েছে। তাই কোনো ভাবেই আর লাইসেন্স দিতে বিলম্ব করা যাবে না। 

আজ মঙ্গলবার  বনানীতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি (বিআরটিএ) কার্যালয়ে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 

সেতুমন্ত্রী বলেন, করোনার সময় ফ্লাইট বন্ধ থাকলেও এখন বিভিন্ন দেশে ফ্লাইট চালু হওয়ায় দেশের জনশক্তি রপ্তানি শুরু হয়েছে। ফলে বিদেশগামী আবেদনকারীদের ড্রাইভিং লাইসেন্স দেওয়া জরুরি  হয়ে পড়েছে। 

সেতুমন্ত্রী এ সময় বাংলা ভাষায় ড্রাইভিং লাইসেন্স তৈরি করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। 

বিশ্বব্যাংকের সমালোচনা করে মন্ত্রী বলেন, সড়ক নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে প্রতিশ্রুতি দিয়ে সময়ক্ষেপণ গ্রহণযোগ্য নয়। তাঁদের কথার সঙ্গে কাজের মিল নেই। বিশ্বব্যাংক অহেতুক বিলম্ব করলে আমরা নিজস্ব অর্থায়নে সড়ক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করব। আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করতে পারলে সড়ক নিরাপত্তা প্রকল্পও নিজেরা করতে পারব। 

সভায় ডেঙ্গু প্রতিরোধে সবাইকে যার যার অবস্থান থেকে এক যোগে কাজ করার আহ্বান জানান সেতুমন্ত্রী। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত