চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বিভিন্ন পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে পররাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। উপাচার্য কয়টি পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করেছেন এবং কোন খাত থেকে এই ব্যয় নির্বাহ করা হবে, তা জানতে চেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। একই সঙ্গে এ-সংক্রান্ত বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা কেন মানা হয়নি, তা-ও জানতে চাওয়া হয়েছে ওই চিঠিতে।
আজ বুধবার দুপুরে কমিশনের পাবলিক বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা বিভাগের উপপরিচালক মো. গোলাম দস্তগীরের সই করা চিঠি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পাঠানো হয়। এসব বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বক্তব্য আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে পাঠাতে বলা হয়েছে।
চিঠিতে লেখা হয়, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় শিক্ষা মন্ত্রণালয়ের নবনিযুক্ত মাননীয় মন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের নবনিযুক্ত মাননীয় মন্ত্রীকে দ্য ডেইলি স্টার, দ্য ডেইলি সান, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, দ্য ডেইলি অবজারভার, দৈনিক বাংলাদেশ প্রতিদিন, দৈনিক কালের কণ্ঠ, দৈনিক সমকালসহ একাধিক সংবাদপত্রে চার কলাম বিজ্ঞাপনের মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন। উক্ত বিজ্ঞাপন কয়টি পত্রিকায় প্রকাশ করা হয়েছে এবং এই ব্যয় কোন খাত থেকে নির্বাহ করা হবে, তার তথ্য প্রদান করার জন্য অনুরোধ করা হলো।’
চিঠিতে আরও লেখা হয়, ‘শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সেবা শাখা থেকে ১২ জানুয়ারি ২০২৪ তারিখে জারীকৃত নোটিশের নির্দেশনা কেন অনুসরণ করা হয়নি; সে বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বক্তব্য আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রেরণের অনুরোধ করা হলো।’
এর আগে গত শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সেবা শাখার সহকারী সচিব মো. মনিরুল ইসলাম লিমন সই করা এক নোটিশে বলা হয়, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়ের সদ্য সাবেক সফল শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি এবং বর্তমান শিক্ষামন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী এমপি মহোদয়কে শিক্ষা পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে বিধায় শুভেচ্ছা ও মতবিনিময় সভায় নতুন করে ফুল নিয়ে শুভেচ্ছা না জানানোর জন্য মাননীয় মন্ত্রী নির্দেশনা প্রদান করেছেন।’
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা চিঠি পেয়েছি। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জবাব দেওয়া হবে।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বিভিন্ন পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে পররাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। উপাচার্য কয়টি পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করেছেন এবং কোন খাত থেকে এই ব্যয় নির্বাহ করা হবে, তা জানতে চেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। একই সঙ্গে এ-সংক্রান্ত বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা কেন মানা হয়নি, তা-ও জানতে চাওয়া হয়েছে ওই চিঠিতে।
আজ বুধবার দুপুরে কমিশনের পাবলিক বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা বিভাগের উপপরিচালক মো. গোলাম দস্তগীরের সই করা চিঠি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পাঠানো হয়। এসব বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বক্তব্য আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে পাঠাতে বলা হয়েছে।
চিঠিতে লেখা হয়, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় শিক্ষা মন্ত্রণালয়ের নবনিযুক্ত মাননীয় মন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের নবনিযুক্ত মাননীয় মন্ত্রীকে দ্য ডেইলি স্টার, দ্য ডেইলি সান, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, দ্য ডেইলি অবজারভার, দৈনিক বাংলাদেশ প্রতিদিন, দৈনিক কালের কণ্ঠ, দৈনিক সমকালসহ একাধিক সংবাদপত্রে চার কলাম বিজ্ঞাপনের মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন। উক্ত বিজ্ঞাপন কয়টি পত্রিকায় প্রকাশ করা হয়েছে এবং এই ব্যয় কোন খাত থেকে নির্বাহ করা হবে, তার তথ্য প্রদান করার জন্য অনুরোধ করা হলো।’
চিঠিতে আরও লেখা হয়, ‘শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সেবা শাখা থেকে ১২ জানুয়ারি ২০২৪ তারিখে জারীকৃত নোটিশের নির্দেশনা কেন অনুসরণ করা হয়নি; সে বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বক্তব্য আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রেরণের অনুরোধ করা হলো।’
এর আগে গত শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সেবা শাখার সহকারী সচিব মো. মনিরুল ইসলাম লিমন সই করা এক নোটিশে বলা হয়, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়ের সদ্য সাবেক সফল শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি এবং বর্তমান শিক্ষামন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী এমপি মহোদয়কে শিক্ষা পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে বিধায় শুভেচ্ছা ও মতবিনিময় সভায় নতুন করে ফুল নিয়ে শুভেচ্ছা না জানানোর জন্য মাননীয় মন্ত্রী নির্দেশনা প্রদান করেছেন।’
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা চিঠি পেয়েছি। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জবাব দেওয়া হবে।’
সৌদি আরবের ‘মক্কা রুট ইনিশিয়েটিভ’ বাস্তবায়ন নিয়ে আলোচনার জন্য দেশটির উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল আজ রোববার রাতে ঢাকায় আসছে। ঢাকায় অবস্থিত সৌদি আরব দূতাবাস বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এক কূটনৈতিক নোটের মাধ্যমে এই তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগেমাগুরার আলোচিত শিশু ধর্ষণ ও হত্যার ঘটনার পর ধর্ষণ মামলার বিচার দ্রুত করার জন্য আইন সংশোধন করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করে গত ২৫ মার্চ গেজেট প্রকাশ করে অন্তর্বর্তী সরকার। সংশোধিত আইনে ধর্ষণের বিচারের সময়সীমা কমিয়ে ৯০ কার্যদিবসে...
১২ ঘণ্টা আগেপ্রায় ১৫ বছর পর অনুষ্ঠিত বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে কাশ্মীর ইস্যু তুলে ধরে ভারতের সঙ্গে দ্বন্দ্বের প্রসঙ্গ তোলে পাকিস্তান। তবে বাংলাদেশের বিবৃতিতে এই ইস্যুর উল্লেখ না থাকলেও ঢাকা একাত্তরের গণহত্যা, ক্ষতিপূরণসহ একাধিক ঐতিহাসিক বিষয় উত্থাপন করে। বৈঠকে সার্ক পুনরুজ্জীবন এবং
১৬ ঘণ্টা আগেবিয়ে, তালাক, উত্তরাধিকার ও ভরণপোষণে সমান অধিকারের জন্য অধ্যাদেশ জারির সুপারিশ করেছে নারীবিষয়ক সংস্কার কমিশন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া প্রতিবেদনে এই সুপারিশ করা হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরীন
১৮ ঘণ্টা আগে