নিজস্ব প্রতিবেদক
ঢাকা: যাত্রীদের চাহিদার পরিপ্রেক্ষিতে রেলস্টেশনের কাউন্টারে টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। কাউন্টারে টিকিট বিক্রির সময় যথাযথ স্বাস্থ্যবিধি মানার কথা বলা হলেও তা মানা হচ্ছে না। গায়ে গা ঘেঁষে দাঁড়িয়ে টিকিট কাটছেন যাত্রীরা। স্টেশনের কাউন্টারে শুরু হয়েছে টিকিটযুদ্ধ। আগামী দুই দিনের কোনো টিকিট নেই কাউন্টারে।
বর্তমান করোনা পরিস্থিতির কারণে প্রতিদিনের মোট আসনের ৫০ শতাংশ টিকিট বিক্রি করা হচ্ছে। তার মধ্যে ২৫ শতাংশ কাউন্টার এবং বাকি ২৫ শতাংশ অনলাইন ও মোবাইল অ্যাপের মাধ্যমে বিক্রি হচ্ছে।
সরেজমিন কমলাপুর রেলস্টেশন দেখা যায়, কাউন্টারে টিকিট কাটতে আসা যাত্রীদের খুব একটা ভিড় নেই। তবে টিকিট কাটতে যারা এসেছেন তাঁরা আগামী দুই দিনের কোনো টিকিট কাটতে পারেননি। টিকিট না পাওয়ায় সাধারণ যাত্রীদের স্টেশনে এসে ভোগান্তি নিয়ে ফিরে যেতে হয়েছে।
এদিকে, কাউন্টারে টিকিট বিক্রিতে একেবারেই মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। যাত্রীদের তিন ফুট দূরত্বে দাঁড়ানোর কথা বলা হলেও মানা হচ্ছে না সেই নির্দেশনা। বেশির ভাগ যাত্রীর মুখে নেই মাস্ক। তবে এ বিষয়ে রেল কর্তৃপক্ষের অবহেলাও লক্ষ করা গেছে।
কমলাপুর রেলস্টেশনে প্রায় ২০টি কাউন্টার টিকিট বিক্রির জন্য খুলে দেওয়া হয়েছে। তা ছাড়া, কমিউটার ও লোকাল ট্রেনের জন্য আলাদা কাউন্টারে টিকিট বিক্রি করা হচ্ছে।
টিকিট কাটতে আসা একাধিক যাত্রীর সঙ্গে কথা হলে তাঁরা জানিয়েছেন, আমরা শুনেছিলাম আজ থেকে কাউন্টারে টিকিট দেওয়া হবে। সকালে বৃষ্টিতে ভিজে স্টেশনে এসেছি। কিন্তু আগামী দুই-তিন দিনের কোনো ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে না কাউন্টারে। কয়েক ঘণ্টার মধ্যে এত টিকিট কীভাবে শেষ হয়ে গেল, এমন অভিযোগ যাত্রীদের।
টিকিট শেষ হয়ে যাওয়ার ব্যাপারে বাংলাদেশ রেলওয়ে ঢাকা বিভাগের ব্যবস্থাপক সাদিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ৫ দিন আগে থেকে টিকিট বিক্রির নিয়ম আছে। সে হিসাবে ৮ তারিখের অগ্রিম টিকিট ৪ তারিখ থেকেই কাউন্টারে বিক্রি শুরু হয়েছে। ফলে ৮ তারিখের টিকিট আগেই শেষ হয়ে গেছে। ফলে যাত্রীরা আজকের টিকিট পাচ্ছেন না।
স্বাস্থ্যবিধি না মানার বিষয়ে সাদিকুর রহমান বলেন, 'আমরা চেষ্টা করছি যাত্রীদের স্বাস্থ্যবিধি মানিয়ে কাউন্টারে টিকিট বিক্রি করার জন্য। সে ক্ষেত্রে যাত্রীদের সচেতন হতে হবে। আমরা কাজ করে যাচ্ছি।'
বাংলাদেশ রেলওয়ের কাউন্টারে টিকিট বিক্রির প্রজ্ঞাপনে বলা হয়েছিল, ৮ তারিখ থেকে কাউন্টারে টিকিট বিক্রির কার্যকর শুরু হবে। তাহলে ৪ তারিখ থেকে কীভাবে টিকিট বিক্রি হচ্ছে, এর উত্তর জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী আজকের পত্রিকাকে বলেন, ‘৮ তারিখ থেকে কাউন্টারে টিকিট বিক্রির কার্যক্রম শুরু হবে, এটি ঠিক। কিন্তু নিয়ম অনুযায়ী ৫ দিন আগের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে ৪ তারিখ থেকে। বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। প্রজ্ঞাপনে বিষয়টি স্পষ্ট করা হয়নি। তবে রেলের কর্মকর্তারা বিষয়টা জানেন।’
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী টানা ৪৯ দিন বন্ধ থাকার পরে গত ২৪ মে থেকে সারা দেশে ২৮ জোড়া আন্তনগর, নয়টি মেইল এক্সপ্রেস ও কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছিল। এদিকে আজ কমলাপুর থেকে ২১টি ট্রেন ছেড়ে যাবে দেশের বিভিন্ন গন্তব্যে।
ঢাকা: যাত্রীদের চাহিদার পরিপ্রেক্ষিতে রেলস্টেশনের কাউন্টারে টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। কাউন্টারে টিকিট বিক্রির সময় যথাযথ স্বাস্থ্যবিধি মানার কথা বলা হলেও তা মানা হচ্ছে না। গায়ে গা ঘেঁষে দাঁড়িয়ে টিকিট কাটছেন যাত্রীরা। স্টেশনের কাউন্টারে শুরু হয়েছে টিকিটযুদ্ধ। আগামী দুই দিনের কোনো টিকিট নেই কাউন্টারে।
বর্তমান করোনা পরিস্থিতির কারণে প্রতিদিনের মোট আসনের ৫০ শতাংশ টিকিট বিক্রি করা হচ্ছে। তার মধ্যে ২৫ শতাংশ কাউন্টার এবং বাকি ২৫ শতাংশ অনলাইন ও মোবাইল অ্যাপের মাধ্যমে বিক্রি হচ্ছে।
সরেজমিন কমলাপুর রেলস্টেশন দেখা যায়, কাউন্টারে টিকিট কাটতে আসা যাত্রীদের খুব একটা ভিড় নেই। তবে টিকিট কাটতে যারা এসেছেন তাঁরা আগামী দুই দিনের কোনো টিকিট কাটতে পারেননি। টিকিট না পাওয়ায় সাধারণ যাত্রীদের স্টেশনে এসে ভোগান্তি নিয়ে ফিরে যেতে হয়েছে।
এদিকে, কাউন্টারে টিকিট বিক্রিতে একেবারেই মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। যাত্রীদের তিন ফুট দূরত্বে দাঁড়ানোর কথা বলা হলেও মানা হচ্ছে না সেই নির্দেশনা। বেশির ভাগ যাত্রীর মুখে নেই মাস্ক। তবে এ বিষয়ে রেল কর্তৃপক্ষের অবহেলাও লক্ষ করা গেছে।
কমলাপুর রেলস্টেশনে প্রায় ২০টি কাউন্টার টিকিট বিক্রির জন্য খুলে দেওয়া হয়েছে। তা ছাড়া, কমিউটার ও লোকাল ট্রেনের জন্য আলাদা কাউন্টারে টিকিট বিক্রি করা হচ্ছে।
টিকিট কাটতে আসা একাধিক যাত্রীর সঙ্গে কথা হলে তাঁরা জানিয়েছেন, আমরা শুনেছিলাম আজ থেকে কাউন্টারে টিকিট দেওয়া হবে। সকালে বৃষ্টিতে ভিজে স্টেশনে এসেছি। কিন্তু আগামী দুই-তিন দিনের কোনো ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে না কাউন্টারে। কয়েক ঘণ্টার মধ্যে এত টিকিট কীভাবে শেষ হয়ে গেল, এমন অভিযোগ যাত্রীদের।
টিকিট শেষ হয়ে যাওয়ার ব্যাপারে বাংলাদেশ রেলওয়ে ঢাকা বিভাগের ব্যবস্থাপক সাদিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ৫ দিন আগে থেকে টিকিট বিক্রির নিয়ম আছে। সে হিসাবে ৮ তারিখের অগ্রিম টিকিট ৪ তারিখ থেকেই কাউন্টারে বিক্রি শুরু হয়েছে। ফলে ৮ তারিখের টিকিট আগেই শেষ হয়ে গেছে। ফলে যাত্রীরা আজকের টিকিট পাচ্ছেন না।
স্বাস্থ্যবিধি না মানার বিষয়ে সাদিকুর রহমান বলেন, 'আমরা চেষ্টা করছি যাত্রীদের স্বাস্থ্যবিধি মানিয়ে কাউন্টারে টিকিট বিক্রি করার জন্য। সে ক্ষেত্রে যাত্রীদের সচেতন হতে হবে। আমরা কাজ করে যাচ্ছি।'
বাংলাদেশ রেলওয়ের কাউন্টারে টিকিট বিক্রির প্রজ্ঞাপনে বলা হয়েছিল, ৮ তারিখ থেকে কাউন্টারে টিকিট বিক্রির কার্যকর শুরু হবে। তাহলে ৪ তারিখ থেকে কীভাবে টিকিট বিক্রি হচ্ছে, এর উত্তর জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী আজকের পত্রিকাকে বলেন, ‘৮ তারিখ থেকে কাউন্টারে টিকিট বিক্রির কার্যক্রম শুরু হবে, এটি ঠিক। কিন্তু নিয়ম অনুযায়ী ৫ দিন আগের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে ৪ তারিখ থেকে। বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। প্রজ্ঞাপনে বিষয়টি স্পষ্ট করা হয়নি। তবে রেলের কর্মকর্তারা বিষয়টা জানেন।’
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী টানা ৪৯ দিন বন্ধ থাকার পরে গত ২৪ মে থেকে সারা দেশে ২৮ জোড়া আন্তনগর, নয়টি মেইল এক্সপ্রেস ও কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছিল। এদিকে আজ কমলাপুর থেকে ২১টি ট্রেন ছেড়ে যাবে দেশের বিভিন্ন গন্তব্যে।
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, জরুরি পরিস্থিতিতে মোবাইল অপারেটরদের সহায়তায় বার্ন ইউনিটের ইমার্জেন্সি নম্বরগুলোকে সাময়িকভাবে টোল ফ্রি করা হয়েছে। দেশের সব কটি বার্ন ইউনিটকে একটিমাত্র শর্ট কোডে ও ৯৯৯-এর ইমার্জেন্সি কল সেন্টারে যুক্ত করতে কাজ করছে মন্ত্রণালয়।
১ ঘণ্টা আগেউত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ভয়াবহ দুর্ঘটনার পর যখন পুরো দেশ শোক আর আতঙ্কে স্তব্ধ, তখন রাজধানীর হাসপাতালগুলোতে দেখা গেল এক অনন্য মানবিক দৃশ্য—হাজারো মানুষের রক্তদানে ঝাঁপিয়ে পড়া।
২ ঘণ্টা আগেই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদার ও তাঁর স্ত্রী সাবিয়া চৌধুরীকে বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগের মামলায় চার বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার (২১ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমান এ রায় ঘোষণা করেন।
৩ ঘণ্টা আগেস্মরণকালের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনার মুখোমুখি হলো বাংলাদেশ। আজ (সোমবার) দুপুরে সংঘটিত এই দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহত ও শতাধিক আহত হয়েছে। বাংলাদেশ বিমানবাহিনীর চীনা নির্মিত এফ-৭ বিজিআই মডেলের এই যুদ্ধবিমান রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে আছড়ে পড়ে।
৩ ঘণ্টা আগে