Ajker Patrika

এক দিনে রেকর্ড ডেঙ্গু রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ জুন ২০২২, ১৮: ৪০
এক দিনে রেকর্ড ডেঙ্গু রোগী শনাক্ত

এক দিনে সর্বোচ্চ ৪৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু রোগীর সংখ্যা হাজার ছাড়াল। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।
 
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত দেশে মোট ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছে ৪৭ জন। তাদের মধ্যে রাজধানী ঢাকায় শনাক্ত হয়েছে ৪৬ জন। আর ঢাকার বাইরে ১ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে ১৩৯ জন। তাদের মধ্যে রাজধানীর ৪৭টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ১৩১ জন এবং এরই বাইরে ভর্তি আছে ৮ জন। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (২৮ জুন) পর্যন্ত মোট ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছে ১ হাজার ১৬ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছে ৮৭৬ জন। এ বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত ১ জনের মৃত্যু হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত