নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চলতি মাসের মধ্যেই কিছু আইপি টিভির অনুমোদন দেবে সরকার। তবে নীতিমালা অনুযায়ী আইপি টিভিগুলো সংবাদ প্রচার করতে পারবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।
সচিবালয়ে সোমবার সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, দেশে অসংখ্য আইপি টিভি আছে যেগুলোর অনুমোদন নেই। আবেদন আহ্বান করা হয়েছে, ৬০০ এর মতো আবেদন পড়েছে। আমরা খুব সহসা এ মাসের মধ্যেই অনুমোদন দেব। যেহেতু আমরা অনুমোদন দেওয়া শুরু করিনি তাই কোনোটারই অনুমোদন নেই।
আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীরের আইপি টিভির অনুমোদন ছিল না জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, কিছু আইপি টিভির বিরুদ্ধে অভিযোগ আছে। সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা সময়-সময় ব্যবস্থা গ্রহণ করি। কিছু কিছু আইপি টিভি ব্যক্তিস্বার্থে পরিচালিত হয়। নানা ধরনের বিভ্রান্তি ছড়ায়, নানা ধরনের অনুষ্ঠান প্রচার করে, সংবাদ পরিবেশন করে। এ ধরনের কোনো অভিযোগ আমাদের নজরে এলে আমরা ব্যবস্থা গ্রহণ করি। ইতিমধ্যে অনেকগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তার (হেলেনা জাহাঙ্গীর) ক্ষেত্রেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা খুব সহসা আইপি টিভির অনুমোদন দেব। অনুমোদন দিলেও কোনো আইপি টিভি সম্প্রচার নীতিমালা অনুযায়ী সংবাদ পরিবেশন করতে পারবে না। আমাদের মূলধারার টিভিগুলোও শুরুতে সংবাদ পরিবেশনের অনুমোদন পায় না। প্রথমে ছয় মাস, এক বছর চালানোর পর আবার তাদের সংবাদ পরিবেশনের জন্য আবেদন করতে হয়, তখন তারা অনুমোদন পায়।’
‘দেশে বহু আইপিটিভি চালু আছে এবং বহু আসবে বা হবে। যে যার মতো করে সংবাদ পরিবেশন করে বিভ্রান্তি ছড়াবে এটি কাম্য নয়। নীতিমালা পাস হয়েছে, আইপি টিভির রেজিস্ট্রেশন ও অনুমোদন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দেবে। তবে তারা সংবাদ পরিবেশন করতে পারবে না।’
জাফরুল্লাহ-ফখরুল জনগণকে বিভ্রান্ত করছেন
জাফরুল্লাহ চৌধুরী ও মির্জা ফখরুল ইসলাম আলমগী বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, জাফরুল্লাহ সাহেবতো ডাক্তার মানুষ। ডাক্তার হিসেবে উনার দেশের করোনা পরিস্থিতি অজানা থাকার কথা নয়।
‘যেসব দেশে ৮০ ভাগ মানুষকে টিকা দিয়েছে সেসব দেশেও করোনা বাড়ছে। যেসব দেশ মুক্ত করে দেওয়া হয়েছিল সেসব দেশে আবার স্বাস্থ্যবিধি আরোপ করা হয়েছে। এগুলোতো জাফরুল্লাহ সাহেব জানেন। আসলে তিনি মাঝেমধ্যেই জনগণকে বিভ্রান্ত করার জন্য কথা বলেন। জাফরুল্লাহ সাহেবের বক্তব্য বিভ্রান্তিমূলক বক্তব্য ছাড়া আর কিছু নয়।’
মাসে এক কোটি টিকা দিতে সরকারের ঘোষণাকে প্রতারণা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। এ নিয়ে দৃষ্টি আকর্ষণ করলে তথ্যমন্ত্রী বলেন, সরকার রোডম্যাপ করেই এ ঘোষণা দিয়েছে। সরকারতো দুই-তিন মাস আগে এই ঘোষণা দেয়নি। উনারাতো বরাবারই টিকা নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছেন। একটা দায়িত্বশীল রাজনৈতিক দলের মহাসচিব হিসেবে বিভ্রান্তি ছড়ানো কখনো সমীচীন নয়।
বিধিনিষেধের মধ্যেও রপ্তানিমুখী কারখানাগুলো দেশের স্বার্থে খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন হাছান মাহমুদ। তিনি বলেন, গার্মেন্টস মালিকেরা বলেছিলেন ঢাকার আশেপাশে থাকা শ্রমিকদের নিয়ে আপাতত শুরু করবেন, কিন্তু এ ক্ষেত্রে কোনো কোনো গার্মেন্টস মালিক সেটার ব্যত্যয় ঘটিয়েছেন। আমি মনে করি এ ক্ষেত্রে গার্মেন্টস মালিকদের আরেকটু সচেতন হওয়ার দরকার ছিল। সবাইকে আমি দোষ দেব না, কিন্তু যারা শ্রমিকদের কাছে বার্তা পাঠিয়েছেন কাজে যোগদান করতেই হবে সেই বার্তা পাঠানোর ক্ষেত্রে একটু ভুল ছিল।
চলতি মাসের মধ্যেই কিছু আইপি টিভির অনুমোদন দেবে সরকার। তবে নীতিমালা অনুযায়ী আইপি টিভিগুলো সংবাদ প্রচার করতে পারবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।
সচিবালয়ে সোমবার সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, দেশে অসংখ্য আইপি টিভি আছে যেগুলোর অনুমোদন নেই। আবেদন আহ্বান করা হয়েছে, ৬০০ এর মতো আবেদন পড়েছে। আমরা খুব সহসা এ মাসের মধ্যেই অনুমোদন দেব। যেহেতু আমরা অনুমোদন দেওয়া শুরু করিনি তাই কোনোটারই অনুমোদন নেই।
আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীরের আইপি টিভির অনুমোদন ছিল না জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, কিছু আইপি টিভির বিরুদ্ধে অভিযোগ আছে। সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা সময়-সময় ব্যবস্থা গ্রহণ করি। কিছু কিছু আইপি টিভি ব্যক্তিস্বার্থে পরিচালিত হয়। নানা ধরনের বিভ্রান্তি ছড়ায়, নানা ধরনের অনুষ্ঠান প্রচার করে, সংবাদ পরিবেশন করে। এ ধরনের কোনো অভিযোগ আমাদের নজরে এলে আমরা ব্যবস্থা গ্রহণ করি। ইতিমধ্যে অনেকগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তার (হেলেনা জাহাঙ্গীর) ক্ষেত্রেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা খুব সহসা আইপি টিভির অনুমোদন দেব। অনুমোদন দিলেও কোনো আইপি টিভি সম্প্রচার নীতিমালা অনুযায়ী সংবাদ পরিবেশন করতে পারবে না। আমাদের মূলধারার টিভিগুলোও শুরুতে সংবাদ পরিবেশনের অনুমোদন পায় না। প্রথমে ছয় মাস, এক বছর চালানোর পর আবার তাদের সংবাদ পরিবেশনের জন্য আবেদন করতে হয়, তখন তারা অনুমোদন পায়।’
‘দেশে বহু আইপিটিভি চালু আছে এবং বহু আসবে বা হবে। যে যার মতো করে সংবাদ পরিবেশন করে বিভ্রান্তি ছড়াবে এটি কাম্য নয়। নীতিমালা পাস হয়েছে, আইপি টিভির রেজিস্ট্রেশন ও অনুমোদন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দেবে। তবে তারা সংবাদ পরিবেশন করতে পারবে না।’
জাফরুল্লাহ-ফখরুল জনগণকে বিভ্রান্ত করছেন
জাফরুল্লাহ চৌধুরী ও মির্জা ফখরুল ইসলাম আলমগী বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, জাফরুল্লাহ সাহেবতো ডাক্তার মানুষ। ডাক্তার হিসেবে উনার দেশের করোনা পরিস্থিতি অজানা থাকার কথা নয়।
‘যেসব দেশে ৮০ ভাগ মানুষকে টিকা দিয়েছে সেসব দেশেও করোনা বাড়ছে। যেসব দেশ মুক্ত করে দেওয়া হয়েছিল সেসব দেশে আবার স্বাস্থ্যবিধি আরোপ করা হয়েছে। এগুলোতো জাফরুল্লাহ সাহেব জানেন। আসলে তিনি মাঝেমধ্যেই জনগণকে বিভ্রান্ত করার জন্য কথা বলেন। জাফরুল্লাহ সাহেবের বক্তব্য বিভ্রান্তিমূলক বক্তব্য ছাড়া আর কিছু নয়।’
মাসে এক কোটি টিকা দিতে সরকারের ঘোষণাকে প্রতারণা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। এ নিয়ে দৃষ্টি আকর্ষণ করলে তথ্যমন্ত্রী বলেন, সরকার রোডম্যাপ করেই এ ঘোষণা দিয়েছে। সরকারতো দুই-তিন মাস আগে এই ঘোষণা দেয়নি। উনারাতো বরাবারই টিকা নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছেন। একটা দায়িত্বশীল রাজনৈতিক দলের মহাসচিব হিসেবে বিভ্রান্তি ছড়ানো কখনো সমীচীন নয়।
বিধিনিষেধের মধ্যেও রপ্তানিমুখী কারখানাগুলো দেশের স্বার্থে খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন হাছান মাহমুদ। তিনি বলেন, গার্মেন্টস মালিকেরা বলেছিলেন ঢাকার আশেপাশে থাকা শ্রমিকদের নিয়ে আপাতত শুরু করবেন, কিন্তু এ ক্ষেত্রে কোনো কোনো গার্মেন্টস মালিক সেটার ব্যত্যয় ঘটিয়েছেন। আমি মনে করি এ ক্ষেত্রে গার্মেন্টস মালিকদের আরেকটু সচেতন হওয়ার দরকার ছিল। সবাইকে আমি দোষ দেব না, কিন্তু যারা শ্রমিকদের কাছে বার্তা পাঠিয়েছেন কাজে যোগদান করতেই হবে সেই বার্তা পাঠানোর ক্ষেত্রে একটু ভুল ছিল।
অন্তর্বর্তী সরকারের নির্দেশনা অনুযায়ী, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ডিসেম্বরের শুরুতে ভোটের তফসিল দেওয়ার কথা বলেছে নির্বাচন কমিশন। নির্বাচনী হাওয়া জোরেশোরে বইতে শুরু করায় দলগুলো এখন সম্ভাব্য জোটের জন্য আসন ভাগাভাগির আলোচনায় গুরুত্ব দিচ্ছে।
৫ ঘণ্টা আগেসেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভুয়া প্রোফাইল খুলে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এ বিষয়ে সতর্ক করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
৬ ঘণ্টা আগেদফায় দফায় ভারী বর্ষণ ও উজান থেকে নামা পাহাড়ি ঢলে ছয় জেলার নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। কয়েকটি স্থানে ইতিমধ্যে বিপৎসীমা অতিক্রম করেছে পানি। এতে ডুবে গেছে রাস্তাঘাট, ঘরবাড়ি ও ফসলের খেত। বাধ্য হয়ে অনেকে কাঁচা ধান কেটে ঘরে তুলছে। অনেকেই পরিবার নিয়ে আশ্রয় নিয়েছে নিরাপদ স্থানে।
৭ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের এক বছর পূর্তিতে ৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র পাঠ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এর সাত দিন পর গত মঙ্গলবার বেসরকারি মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, এই ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কার্যকলাপ সামঞ্জস্যপূর্ণ নয়।
৮ ঘণ্টা আগে