বিশেষ প্রতিনিধি, ঢাকা
নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান করে সার্চ কমিটি গঠন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। আজ মঙ্গলবার রাতে বা বুধবার এই কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ।
ইসি পুনর্গঠনে সার্চ কমিটি করার মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার নির্বাচনমূখী প্রক্রিয়া শুরু করেছে দিয়েছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। এই উপদেষ্টা জানিয়েছেন, ইসি গঠন হওয়ার পর ভোটার তালিকা হালনাগাদ করা হবে।
সার্চ কমিটি গঠন করে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত প্রজ্ঞাপন জারি করেনি মন্ত্রিপরিষদ বিভাগ। তবে সুপ্রিম কোর্ট সূত্র জানায়, সার্চ কমিটির প্রধান হিসেবে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে মনোনীত করে মন্ত্রিপরিষদ বিভাগে তাঁর নাম পাঠিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। কমিটিতে সদস্য হিসেবে হাইকোর্টের জ্যেষ্ঠ বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে মনোনীত করেছেন প্রধান বিচারপতি।
প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারের শূন্য পদে নিয়োগের জন্য যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নাম সুপারিশ করতে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করবেন রাষ্ট্রপতি।
আইন অনুযায়ী প্রধান বিচারপতি মনোনীত আপিল বিভাগের একজন বিচারককে কমিটির সভাপতি করা হবে। প্রধান বিচারপতি মনোনীত হাইকোর্ট বিভাগের একজন বিচারকও কমিটিতে সদস্য হিসেবে থাকবেন।
এ ছাড়া মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান পদাধিকারবলে কমিটিতে সদস্য হিসেবে থাকবেন। এদের বাইরে রাষ্ট্রপতি মনোনীত দুইজন বিশিষ্ট নাগরিককে কমিটির সদস্য করা হবে, যাদের একজনকে নারী হতে হবে।
রাষ্ট্রপতির কাছ থেকে দুইজন এবং প্রধান বিচারপতির কাছে থেকে দুইজনের নাম পাওয়ার পর সার্চ কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ। এই প্রক্রিয়া মঙ্গলবার-বুধবারের মধ্যে শেষ হবে বলে আইন উপদেষ্টা জানিয়েছেন।
ছাত্র-জনতার গণআন্দোলনে সরকার পতনের এক মাসের মাথায় গত ৫ সেপ্টেম্বর বিদায় নেয় কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। ওই কমিশনের অধীনে দ্বাদশ সংসদ নির্বাচন হয়েছিল।
আইন অনুযায়ী, সার্চ কমিটির তিনজন সদস্যের উপস্থিতিতে সভার কোরাম হবে। কমিটির সভায় উপস্থিত সদস্যদের সংখ্যাগরিষ্ঠের ভোটের ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হবে। ভোটের সমতার ক্ষেত্রে সভায় সভাপতিত্বকারী সদস্যের দ্বিতীয় বা নির্ণায়ক ভোট দেওয়ার ক্ষমতা রয়েছে। অনুসন্ধান কমিটি গঠনের ১৫ কার্যদিবসের মধ্যে কমিটিতে ইসি গঠনে রাষ্ট্রপতিকে সুপারিশ দিতে হবে।
নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান করে সার্চ কমিটি গঠন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। আজ মঙ্গলবার রাতে বা বুধবার এই কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ।
ইসি পুনর্গঠনে সার্চ কমিটি করার মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার নির্বাচনমূখী প্রক্রিয়া শুরু করেছে দিয়েছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। এই উপদেষ্টা জানিয়েছেন, ইসি গঠন হওয়ার পর ভোটার তালিকা হালনাগাদ করা হবে।
সার্চ কমিটি গঠন করে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত প্রজ্ঞাপন জারি করেনি মন্ত্রিপরিষদ বিভাগ। তবে সুপ্রিম কোর্ট সূত্র জানায়, সার্চ কমিটির প্রধান হিসেবে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে মনোনীত করে মন্ত্রিপরিষদ বিভাগে তাঁর নাম পাঠিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। কমিটিতে সদস্য হিসেবে হাইকোর্টের জ্যেষ্ঠ বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে মনোনীত করেছেন প্রধান বিচারপতি।
প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারের শূন্য পদে নিয়োগের জন্য যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নাম সুপারিশ করতে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করবেন রাষ্ট্রপতি।
আইন অনুযায়ী প্রধান বিচারপতি মনোনীত আপিল বিভাগের একজন বিচারককে কমিটির সভাপতি করা হবে। প্রধান বিচারপতি মনোনীত হাইকোর্ট বিভাগের একজন বিচারকও কমিটিতে সদস্য হিসেবে থাকবেন।
এ ছাড়া মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান পদাধিকারবলে কমিটিতে সদস্য হিসেবে থাকবেন। এদের বাইরে রাষ্ট্রপতি মনোনীত দুইজন বিশিষ্ট নাগরিককে কমিটির সদস্য করা হবে, যাদের একজনকে নারী হতে হবে।
রাষ্ট্রপতির কাছ থেকে দুইজন এবং প্রধান বিচারপতির কাছে থেকে দুইজনের নাম পাওয়ার পর সার্চ কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ। এই প্রক্রিয়া মঙ্গলবার-বুধবারের মধ্যে শেষ হবে বলে আইন উপদেষ্টা জানিয়েছেন।
ছাত্র-জনতার গণআন্দোলনে সরকার পতনের এক মাসের মাথায় গত ৫ সেপ্টেম্বর বিদায় নেয় কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। ওই কমিশনের অধীনে দ্বাদশ সংসদ নির্বাচন হয়েছিল।
আইন অনুযায়ী, সার্চ কমিটির তিনজন সদস্যের উপস্থিতিতে সভার কোরাম হবে। কমিটির সভায় উপস্থিত সদস্যদের সংখ্যাগরিষ্ঠের ভোটের ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হবে। ভোটের সমতার ক্ষেত্রে সভায় সভাপতিত্বকারী সদস্যের দ্বিতীয় বা নির্ণায়ক ভোট দেওয়ার ক্ষমতা রয়েছে। অনুসন্ধান কমিটি গঠনের ১৫ কার্যদিবসের মধ্যে কমিটিতে ইসি গঠনে রাষ্ট্রপতিকে সুপারিশ দিতে হবে।
কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে যুবদল নেতাকে আটকের পর মৃত্যুর ঘটনায় জরুরি তদন্তের নির্দেশ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যেকোনো ধরনের হেফাজতে নির্যাতন ও হত্যার কঠোর নিন্দা জানিয়েছেন।
১৪ মিনিট আগেসেন্টমার্টিনে যে কোনো প্রকার পর্যটক যাতায়াতে নিষেধাজ্ঞা আজ শনিবার থেকে কার্যকর হয়েছে। দেশের একমাত্র প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্টমার্টিনে আগামী ৯ মাস কোনো পর্যটক যেতে পারবেন না। পর্যটকবাহী জাহাজ চলাচলও বন্ধ থাকবে...
২৫ মিনিট আগেকুমিল্লায় আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে যুবদল নেতা মো. তৌহিদুর রহমানের মৃত্যুর ঘটনা সংশ্লিষ্ট ক্যাম্পের কমান্ডারকে প্রত্যাহার করেছে সেনাবাহিনী। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
১ ঘণ্টা আগেকৃষি খাতে রাষ্ট্রীয় ভর্তুকি বিতরণে স্বচ্ছতার জন্য কৃষকদের স্মার্ট কার্ডের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) ইতিমধ্যে পার্টনার প্রকল্পের আওতায় ‘কৃষক স্মার্ট কার্ড নীতিমালা, ২০২৫’-এর খসড়া তৈরি করেছে। গত ৩০ জানুয়ারি ছিল এ বিষয়ে অংশীজনদের মতামত জানানোর শেষ দিন।
৫ ঘণ্টা আগে