নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৪ আসনে ১৮ কেন্দ্রে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনে দেওয়া আবেদন আগামী ১০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আর আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই আসনের ফলাফলের গেজেট প্রকাশ না করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে।
ঢাকা–৪ আসনের পরাজিত নৌকার প্রার্থী সানজিদা খানমের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও মো. বশির উল্লাহ’র বেঞ্চ এ আদেশ দেন। সেই সঙ্গে অনিয়মের অভিযোগ ওঠা ১৮ কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত।
সানজিদা খানমের আইনজীবী মোতাহার হোসেন সাজু আজকের পত্রিকাকে বলেন, ঢাকা–৪ আসনের ৭৭টি কেন্দ্রের মধ্যে ১৮টি কেন্দ্রে ব্যাপক অনিয়ম হয়েছে। ভোট গণনা শেষে ফলাফলের কাগজে প্রার্থী বা তাঁর পোলিং এজেন্টদের স্বাক্ষর নেওয়ার বিধান থাকলেও ১৮ কেন্দ্রে তা হয়নি। অনিয়মের অভিযোগ এবং ১৮ কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ করতে নির্বাচন কমিশনে আবেদন করা হয়েছিল। সেখানে সাড়া না পেয়ে রিট করা হয়। হাইকোর্ট নির্বাচন কমিশনে করা আবেদন ১০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে বলেছেন। আর সে পর্যন্ত ফলাফলের গেজেট প্রকাশ না করতে নির্দেশ দিয়েছেন।
হাইকোর্টের আদেশের বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, ‘আমরা এখনো আদেশের কপি পাইনি। হাইকোর্টের আদেশ হাতে পাওয়ার পর কমিশনে উপস্থাপন করব। কমিশন যেভাবে বলবে সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।’
মঙ্গলবার শুনানির সময় রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম মাসূদ রুমি উপস্থিত ছিলেন। এর আগে ঢাকা-৪ আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেনকে বিজয়ী ঘোষণা করা হয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৪ আসনে ১৮ কেন্দ্রে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনে দেওয়া আবেদন আগামী ১০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আর আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই আসনের ফলাফলের গেজেট প্রকাশ না করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে।
ঢাকা–৪ আসনের পরাজিত নৌকার প্রার্থী সানজিদা খানমের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও মো. বশির উল্লাহ’র বেঞ্চ এ আদেশ দেন। সেই সঙ্গে অনিয়মের অভিযোগ ওঠা ১৮ কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত।
সানজিদা খানমের আইনজীবী মোতাহার হোসেন সাজু আজকের পত্রিকাকে বলেন, ঢাকা–৪ আসনের ৭৭টি কেন্দ্রের মধ্যে ১৮টি কেন্দ্রে ব্যাপক অনিয়ম হয়েছে। ভোট গণনা শেষে ফলাফলের কাগজে প্রার্থী বা তাঁর পোলিং এজেন্টদের স্বাক্ষর নেওয়ার বিধান থাকলেও ১৮ কেন্দ্রে তা হয়নি। অনিয়মের অভিযোগ এবং ১৮ কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ করতে নির্বাচন কমিশনে আবেদন করা হয়েছিল। সেখানে সাড়া না পেয়ে রিট করা হয়। হাইকোর্ট নির্বাচন কমিশনে করা আবেদন ১০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে বলেছেন। আর সে পর্যন্ত ফলাফলের গেজেট প্রকাশ না করতে নির্দেশ দিয়েছেন।
হাইকোর্টের আদেশের বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, ‘আমরা এখনো আদেশের কপি পাইনি। হাইকোর্টের আদেশ হাতে পাওয়ার পর কমিশনে উপস্থাপন করব। কমিশন যেভাবে বলবে সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।’
মঙ্গলবার শুনানির সময় রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম মাসূদ রুমি উপস্থিত ছিলেন। এর আগে ঢাকা-৪ আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেনকে বিজয়ী ঘোষণা করা হয়।
জুলাই আন্দোলনে নিহত অজ্ঞাত ১১৪ জনের মরদেহ মোহাম্মদপুর রায়েরবাজার কবরস্থান থেকে তোলা হবে। তাদের ডিএনএ পরীক্ষা করে পরিচয় শনাক্ত করা হবে। এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী...
৬ ঘণ্টা আগেঅন্তর্বর্তীকালীন সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। আগামী মঙ্গলবার বিকেলে এই খসড়া ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি জানানো হয়েছে...
৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরত এসেছেন আরও ৩৯ বাংলাদেশি। একটি চার্টার্ড ফ্লাইটে ঢাকায় ফেরত আসেন তাঁরা। আজ শনিবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় দলটি। রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের একটি সূত্র আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছে।
৯ ঘণ্টা আগেজুলাই ঘোষণাপত্রকে ‘বাস্তবতা’ বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি জানিয়েছেন, আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টায় ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা জানান মাহফুজ আলম।
১০ ঘণ্টা আগে