Ajker Patrika

১১ ঘণ্টা বিলম্বে ছাড়ল ঢাকা-নারিতা ফ্লাইট, যাত্রীদের ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ১৬: ১৬
১১ ঘণ্টা বিলম্বে ছাড়ল ঢাকা-নারিতা ফ্লাইট, যাত্রীদের ভোগান্তি

যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ১১ ঘণ্টা বিলম্বে ছেড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা ফ্লাইট। এতে ৭৬ যাত্রী ভোগান্তির মুখে পড়েন।

গতকাল সোমবার রাত পৌনে ১২টায় এই ফ্লাইট ছাড়ার কথা থাকলেও ত্রুটি সারিয়ে আজ মঙ্গলবার বেলা ১১টার সময় এটি উড়াল দেয় বলে বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানান।

আজকের পত্রিকাকে তিনি বলেন, যাত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি সময় মতো যেতে পারেনি। বিমানের নিয়ম অনুসারে যাত্রীদের বিভিন্ন হোটেলে পাঠিয়ে দেওয়া হয়।

যাত্রীর নিরাপত্তার কথা প্রাধান্য দিয়ে ফ্লাইট বিলম্ব করা হয়েছে জানিয়ে তাহেরা খন্দকার আরও বলেন, ‘সকাল ১১টা সকল যাত্রী নিয়ে ফ্লাইটটা ছেড়ে গিয়েছে। এখন তা নারিতার কাছাকাছি রয়েছে।’

প্রায় ১৭ বছর পর গত ১ সেপ্টেম্বর ঢাকা-নারিতা রুটের ফ্লাইট আবার চালু হয়। সপ্তাহে তিন দিন (শুক্রবার, সোমবার ও বুধবার) রাত ১১টা ৪৫ মিনিটে বিমানের ফ্লাইট ঢাকা থেকে নারিতার উদ্দেশ্যে ছেড়ে যায়।

এদিকে নারিতা থেকে ঢাকার উদ্দেশ্যে ফিরতি ফ্লাইট ছাড়ে প্রতি শনি, মঙ্গল ও বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১১টায়।

ঢাকা-নারিতা রুটের ফ্লাইট লাভজনক না হওয়ায় ২০০৬ সালে বন্ধ করে দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত