দক্ষিণ এশিয়ার সেরা এয়ারলাইন্সের তালিকায় জায়গা করে নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস। বিশ্বে বেসরকারি বিমান পরিবহন খাতের ‘অস্কার’ পুরস্কার হিসেবে খ্যাত যুক্তরাজ্যের প্রতিষ্ঠান স্কাইট্র্যাক্সের তৈরি ২০২৪ সালের র্যাংকিংয়ে পঞ্চম স্থান দখল করেছে ইউএস-বাংলা। এই তালিকায় বাংলাদেশের আর কোনো বিমান পরিবহন সংস্থা জায়গা পায়নি।
গত সোমবার এই ফলাফল ঘোষণা করা হয়। তাদের এই তালিকায় ২০২৪ সালে বিশ্বের সেরা এয়ারলাইন হয়েছে কাতার এয়ারওয়েজ। শুধু সেরা বিমান সংস্থা নয়, সেরা কেবিন স্টাফ, আঞ্চলিক সেবা, কম খরুচে বিমান সংস্থাসহ আরও নানা বিভাগে সেরাদের নাম প্রকাশ করেছে বিমানবন্দর ও বিমান সংস্থার মান নিয়ে কাজ করা প্রতিষ্ঠানটি।
উল্লেখ্য, বাংলাদেশের নামী বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনসের বহরে বর্তমানে দুটি এয়ারবাস ৩৩০-৩০০সহ মোট ২৪টি এয়ারক্রাফট রয়েছে।
অভ্যন্তরীণ সব রুট ছাড়াও ইউএস-বাংলা এয়ারলাইনস দুবাই, শারজাহ, আবুধাবি, মাসকাট, দোহা, মালে, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক, গুয়াংজু, চেন্নাই ও কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা করছে। আগামী আগস্ট মাস থেকে ঢাকা-জেদ্দা রুটে ফ্লাইট শুরুর পরিকল্পনা নিয়েছে বিমান সংস্থাটি।
এদিকে বাণিজ্যিক উড়োজাহাজ চলাচলের এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি ১৯৯৯ সাল থেকে দেওয়া হচ্ছে। এদিকে টানা অষ্টমবারের মতো আঞ্চলিক সেবার দিক থেকে বিশ্বে সেরা হয়েছে ব্যাংকক এয়ারওয়েজ।
আঞ্চলিক সেবায় দক্ষিণ এশিয়া অঞ্চলের সেরা বিমান সংস্থা হয়েছে মালদ্বীপের এয়ারলাইনস মালদিভিয়ান।
এদিকে সেরা কর্মী বা বেস্ট এয়ারলাইনস স্টাফের তালিকায় দক্ষিণ এশিয়ায় দশম সেরা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এই তালিকায় দক্ষিণ এশিয়ার সেরা ভারতের ভিসতারা।
সূত্র: ওয়ার্ল্ড এয়ারলাইন এওয়ার্ডস ডট কম
দক্ষিণ এশিয়ার সেরা এয়ারলাইন্সের তালিকায় জায়গা করে নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস। বিশ্বে বেসরকারি বিমান পরিবহন খাতের ‘অস্কার’ পুরস্কার হিসেবে খ্যাত যুক্তরাজ্যের প্রতিষ্ঠান স্কাইট্র্যাক্সের তৈরি ২০২৪ সালের র্যাংকিংয়ে পঞ্চম স্থান দখল করেছে ইউএস-বাংলা। এই তালিকায় বাংলাদেশের আর কোনো বিমান পরিবহন সংস্থা জায়গা পায়নি।
গত সোমবার এই ফলাফল ঘোষণা করা হয়। তাদের এই তালিকায় ২০২৪ সালে বিশ্বের সেরা এয়ারলাইন হয়েছে কাতার এয়ারওয়েজ। শুধু সেরা বিমান সংস্থা নয়, সেরা কেবিন স্টাফ, আঞ্চলিক সেবা, কম খরুচে বিমান সংস্থাসহ আরও নানা বিভাগে সেরাদের নাম প্রকাশ করেছে বিমানবন্দর ও বিমান সংস্থার মান নিয়ে কাজ করা প্রতিষ্ঠানটি।
উল্লেখ্য, বাংলাদেশের নামী বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনসের বহরে বর্তমানে দুটি এয়ারবাস ৩৩০-৩০০সহ মোট ২৪টি এয়ারক্রাফট রয়েছে।
অভ্যন্তরীণ সব রুট ছাড়াও ইউএস-বাংলা এয়ারলাইনস দুবাই, শারজাহ, আবুধাবি, মাসকাট, দোহা, মালে, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক, গুয়াংজু, চেন্নাই ও কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা করছে। আগামী আগস্ট মাস থেকে ঢাকা-জেদ্দা রুটে ফ্লাইট শুরুর পরিকল্পনা নিয়েছে বিমান সংস্থাটি।
এদিকে বাণিজ্যিক উড়োজাহাজ চলাচলের এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি ১৯৯৯ সাল থেকে দেওয়া হচ্ছে। এদিকে টানা অষ্টমবারের মতো আঞ্চলিক সেবার দিক থেকে বিশ্বে সেরা হয়েছে ব্যাংকক এয়ারওয়েজ।
আঞ্চলিক সেবায় দক্ষিণ এশিয়া অঞ্চলের সেরা বিমান সংস্থা হয়েছে মালদ্বীপের এয়ারলাইনস মালদিভিয়ান।
এদিকে সেরা কর্মী বা বেস্ট এয়ারলাইনস স্টাফের তালিকায় দক্ষিণ এশিয়ায় দশম সেরা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এই তালিকায় দক্ষিণ এশিয়ার সেরা ভারতের ভিসতারা।
সূত্র: ওয়ার্ল্ড এয়ারলাইন এওয়ার্ডস ডট কম
ঘড়ি কেবল সময় দেখার যন্ত্র নয়। বহু আগেই ফ্যাশনের অনুষঙ্গ হয়ে উঠেছে। তবে সাম্প্রতিক সময়ে ঘড়ির ভিন্ন রূপে ফিরে আসা নিয়ে ‘ওয়াচেস অ্যান্ড ওয়ান্ডার্স’ নামের বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে জেনেভায়। যেখানে নামীদামি সব ব্র্যান্ড নিজেদের ঘড়ির পসরা সাজিয়ে বসেছে।
১৯ ঘণ্টা আগেতরমুজ গ্রীষ্মকালের অন্যতম জনপ্রিয় ফল। তাজা, রসাল এবং মিষ্টি না হলে এই ফলে সত্যিকার স্বাদ পাওয়া যায় না। তরমুজ কেবল সুস্বাদুই নয়, স্বাস্থ্যের জন্যও ভালো। গরমকালে তরমুজ হাইড্রেটেড থাকতে সাহায্য করে, কারণ এর বেশির ভাগই পানি। এতে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে।
১ দিন আগেরাশা থাডানির দিকে তাকালে তরুণী রাভিনার কথা মনে পড়বে অনেকের। রাশা থাডানির জেল্লাদার ত্বক দারুণ ঈর্ষণীয়। হ্যাঁ, স্বীকার করতে হবে এমন ত্বক পেতে বেশ পরিশ্রম করতে হয় তাঁকে। সুন্দর ও তরতাজা থাকার জন্য এই গ্রীষ্মে না হয় রাশার রূপ রুটিনই অনুসরণ করলেন।
২ দিন আগেহেঁশেলের জানালা দিয়ে বৃষ্টি দেখছেন বুঝি? উফ, ঠান্ডা ঠান্ডা কী সুন্দর বৃষ্টিভেজা বাতাস বইছে। চট করে দুপুর বা রাতের খাবারের মেনুটা বদলে ফেলবেন নাকি? খিচুড়ির সঙ্গে একটা ভিন্ন পদের মুরগির মাংস হলে জমে যায় কিন্তু! আপনাদের জন্য চিকেন স্টিমার কারির রেসিপি ও ছবি পাঠিয়েছেন ফুড কলামিস্ট ছন্দা ব্যানার্জি...
২ দিন আগে