ফিচার ডেস্ক
বিশ্বের সেরা ৫০টি রেস্টুরেন্টের তালিকায় জায়গা করে নিয়েছে এশিয়ার ১৫টি রেস্টুরেন্ট। বিস্ময়কর বিষয় হলো, এর মধ্যে ব্যাংকক আছে সবচেয়ে শক্তিশালী অবস্থানে। দেশটির ছয়টি রেস্টুরেন্ট স্থান পেয়েছে
এই তালিকায়। সম্প্রতি ইতালির তুরিন শহরে এ বছরের সেরা ৫০টি রেস্টুরেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়ে গেল।
তালিকায় এশিয়া থেকে জায়গা পেয়েছে থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, জাপান, দক্ষিণ কোরিয়া ও চীনের মোট ১৫টি রেস্টুরেন্ট। এশিয়ার মধ্যে শীর্ষে রয়েছে থাইল্যান্ড। দেশটি থেকে তালিকায় জায়গা করে নেওয়া ছয়টি রেস্টুরেন্টের সবই ব্যাংককে অবস্থিত। এর মধ্যে তালিকার ষষ্ঠ স্থানে আছে রেস্টুরেন্ট গ্যাগান নামে একটি ভারতীয় রেস্তোরাঁ। ১৩তম স্থানে আছে পোটং। এটি ব্যাংককের চায়না টাউনে। শেফ পিচায়া
পাম সুনথোর্নইয়ানাকিজের এই রেস্টুরেন্ট থাই ও চায়নিজ খাবারের ফিউশন পরিবেশন করে। পাঁচতলা একটি ভবনে অবস্থিত রেস্টুরেন্টটি একসময় তার পরিবারের চায়নিজ হারবাল মেডিসিন ফার্মেসি ছিল। ইতিমধ্যে এটি একটি মিশেলিন স্টার অর্জন করেছে।
পেরুর লিমায় অবস্থিত মাইডো এই বছর প্রথম স্থান অর্জন করেছে। যুক্তরাজ্যের প্রতিষ্ঠান উইলিয়াম রিড লিমিটেড ‘দ্য ওয়ার্ল্ডস ফিফটি বেস্ট রেস্টুরেন্টস’ শুরু করে ২০০২ সালে। এটি বিশ্বের ২৮টি অঞ্চল থেকে ১ হাজার ১০০ জনের বেশি বিশেষজ্ঞের ভোটের মাধ্যমে রেস্তোরাঁগুলো নির্বাচন করা হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান একবারই পাওয়া যায়। এরপর সেই রেস্টুরেন্টকে ‘বেস্ট অব দ্য বেস্ট’ ফেমে অন্তর্ভুক্ত করা হয়।
সূত্র: ভিএন এক্সপ্রেস
বিশ্বের সেরা ৫০টি রেস্টুরেন্টের তালিকায় জায়গা করে নিয়েছে এশিয়ার ১৫টি রেস্টুরেন্ট। বিস্ময়কর বিষয় হলো, এর মধ্যে ব্যাংকক আছে সবচেয়ে শক্তিশালী অবস্থানে। দেশটির ছয়টি রেস্টুরেন্ট স্থান পেয়েছে
এই তালিকায়। সম্প্রতি ইতালির তুরিন শহরে এ বছরের সেরা ৫০টি রেস্টুরেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়ে গেল।
তালিকায় এশিয়া থেকে জায়গা পেয়েছে থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, জাপান, দক্ষিণ কোরিয়া ও চীনের মোট ১৫টি রেস্টুরেন্ট। এশিয়ার মধ্যে শীর্ষে রয়েছে থাইল্যান্ড। দেশটি থেকে তালিকায় জায়গা করে নেওয়া ছয়টি রেস্টুরেন্টের সবই ব্যাংককে অবস্থিত। এর মধ্যে তালিকার ষষ্ঠ স্থানে আছে রেস্টুরেন্ট গ্যাগান নামে একটি ভারতীয় রেস্তোরাঁ। ১৩তম স্থানে আছে পোটং। এটি ব্যাংককের চায়না টাউনে। শেফ পিচায়া
পাম সুনথোর্নইয়ানাকিজের এই রেস্টুরেন্ট থাই ও চায়নিজ খাবারের ফিউশন পরিবেশন করে। পাঁচতলা একটি ভবনে অবস্থিত রেস্টুরেন্টটি একসময় তার পরিবারের চায়নিজ হারবাল মেডিসিন ফার্মেসি ছিল। ইতিমধ্যে এটি একটি মিশেলিন স্টার অর্জন করেছে।
পেরুর লিমায় অবস্থিত মাইডো এই বছর প্রথম স্থান অর্জন করেছে। যুক্তরাজ্যের প্রতিষ্ঠান উইলিয়াম রিড লিমিটেড ‘দ্য ওয়ার্ল্ডস ফিফটি বেস্ট রেস্টুরেন্টস’ শুরু করে ২০০২ সালে। এটি বিশ্বের ২৮টি অঞ্চল থেকে ১ হাজার ১০০ জনের বেশি বিশেষজ্ঞের ভোটের মাধ্যমে রেস্তোরাঁগুলো নির্বাচন করা হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান একবারই পাওয়া যায়। এরপর সেই রেস্টুরেন্টকে ‘বেস্ট অব দ্য বেস্ট’ ফেমে অন্তর্ভুক্ত করা হয়।
সূত্র: ভিএন এক্সপ্রেস
একেকটা মৌসুমে একেক ধরনের রোগবালাই দেখা দেয়। আর এসব রোগবালাই থেকে বাঁচতে সে মৌসুমে যেসব ফলমূল ও শাকসবজি উৎপন্ন হয়, সেসব খাবার খাওয়ারই পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কার্তিক মাসে চৌদ্দ শাক খাওয়ার প্রচলন রয়েছে।
৫ ঘণ্টা আগেসাইকেল শুধু পরিবহন নয়, এটি স্বাস্থ্যকর জীবনযাত্রার গুরুত্বপূর্ণ অংশ। বিশ্বে প্রায় ১ বিলিয়ন সাইকেল রয়েছে—এ সংখ্যা গাড়ির সংখ্যার দ্বিগুণ। করোনা মহামারির পর সাইকেল ব্যবহার আরও বেড়েছে। মানুষ এখন ব্যায়াম, অবসর ও পরিবেশবান্ধব পরিবহন হিসেবে সাইকেল ব্যবহার করছে। আমাদের দেশেও অসংখ্য সাইকেল চলাচল করে বটে...
৭ ঘণ্টা আগেআজ শনিবার, ২০ অক্টোবর ২০২৫। গ্রহ-নক্ষত্রের উত্থান-পতন তো চলতেই থাকবে, কিন্তু দিনের শেষে আপনি কী করছেন, সেটাই আসল। তাই সাহস দেখান, ধৈর্য ধরুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ—ফোনটা রেখে কাজে লেগে পড়ুন।
৭ ঘণ্টা আগেচলছে অক্টোবর মাস। এটি স্তন ক্যানসার সচেতনতা বৃদ্ধির মাস। প্রতিবছরের মতো এবারও বিশ্বব্যাপী এ মাসে স্তন ক্যানসারের প্রতিরোধ ও প্রতিকার এবং জীবনের মানোন্নয়ন নিয়ে স্বাস্থ্যসেবকেরা কাজ করে যাচ্ছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এবারের প্রতিপাদ্য হলো, ‘প্রতিটি গল্প অনন্য, প্রতিটি যাত্রা মূল্যবান’।
৮ ঘণ্টা আগে