ভ্রমণ ডেস্ক, ঢাকা
মরুর বুকে ট্রেন চলার দৃশ্য ওপর থেকে দেখলে মনে হয়, হেলে-দুলে চলছে এক অজগর। মরুর বুকে ট্রেন নতুন কোনো বিষয় কিংবা বিস্ময় নয়। সেখানে মালবাহী ও যাত্রীবাহী ট্রেন চলাচল করে অনেক আগে থেকে। আলাদা তখনই হয়, যখন ট্রেনটা হবে দেখার মতো।
দেখার মতো বলতে বোঝানো হচ্ছে, এর ভেতর ও বাইরের চাকচিক্য আর বিলাসবহুল আয়োজনের কথা। সৌদি আরব বরাবরই চাকচিক্য ও বিলাসবহুল আয়োজন করে নজর কাড়ে পৃথিবীর কাছে। সেটা হোক বুর্জ খলিফা, পাম দ্বীপ কিংবা আল বাস্তাকিয়া কোয়ার্টার।
সবকিছুর পর এবার সৌদি আরব আনছে মরুভূমির বুকে এক স্বপ্নময় ট্রেন—ড্রিম অব দ্য ডেজার্ট। এটি দেশটির নিজস্ব বিলাসবহুল ট্রেন হতে চলেছে।
২০১৯ সাল থেকে সৌদি আরব পর্যটকদের জন্য তার দরজা উন্মুক্ত করে দিয়েছে। এ জন্য বিশাল অঙ্কের অর্থ ব্যয় করে চলেছে দেশটি। পর্যটনকে কেন্দ্র করে তাদের পদক্ষেপগুলোর সঙ্গে এবার ট্রেনের গতি যুক্ত হলো। বিশ্বজুড়ে দ্রুতগতির ট্রেন ও ট্রেন ক্রুজের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে বিলাসবহুল ট্রেনের বাজারে প্রবেশের সিদ্ধান্ত নেয় সৌদি আরব।
ড্রিম অব দ্য ডেজার্ট নামের এই ট্রেনটি সৌদি আরবের রিয়াদ থেকে কুরায়য়াত পর্যন্ত ১ হাজার ৩০০ কিলোমিটার পথ পাড়ি দেবে।
রিয়াদের আল-শামাল রেলস্টেশন থেকে যাত্রা শুরু করে হাইলের মধ্য দিয়ে আল-কুরায়য়াত রেলস্টেশনে এর যাত্রা শেষ হবে। এটি হবে বিলাসী ট্রেন ক্রুজ। ট্রেনটির নকশা সৌদি শৈলী ও ঐতিহ্যে অনুপ্রাণিত। এখানে থাকছে ৪০টি বিলাসবহুল কেবিন। সম্পূর্ণ কাস্টমাইজড এই ট্রেনগুলো ইতিমধ্যে তৈরির কাজ শুরু হয়েছে। এ বছরের শেষের দিকে এটি রিজার্ভেশনের জন্য খুলে দেওয়া হবে। আর্সেনালের সিইও পাওলো বার্লেট্টা জানান, সর্বোচ্চ ৮২ জন যাত্রীর ধারণক্ষমতাসহ এক বা দুই রাতের ভ্রমণ বুক করা যাবে এই ট্রেনে।
সৌদি আরবের হারামাইন হাই স্পিড ট্রেন চালু হওয়ার প্রায় ছয় বছর পর মক্কা ও মদিনার পবিত্র শহরগুলো জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে সংযুক্ত হয় ২০১৮ সালে। মরুভূমির বুকে পর্যটকদের যাত্রায় ড্রিম অব দ্য ডেজার্ট নতুন মাত্রা যোগ করবে।
মরুর বুকে ট্রেন চলার দৃশ্য ওপর থেকে দেখলে মনে হয়, হেলে-দুলে চলছে এক অজগর। মরুর বুকে ট্রেন নতুন কোনো বিষয় কিংবা বিস্ময় নয়। সেখানে মালবাহী ও যাত্রীবাহী ট্রেন চলাচল করে অনেক আগে থেকে। আলাদা তখনই হয়, যখন ট্রেনটা হবে দেখার মতো।
দেখার মতো বলতে বোঝানো হচ্ছে, এর ভেতর ও বাইরের চাকচিক্য আর বিলাসবহুল আয়োজনের কথা। সৌদি আরব বরাবরই চাকচিক্য ও বিলাসবহুল আয়োজন করে নজর কাড়ে পৃথিবীর কাছে। সেটা হোক বুর্জ খলিফা, পাম দ্বীপ কিংবা আল বাস্তাকিয়া কোয়ার্টার।
সবকিছুর পর এবার সৌদি আরব আনছে মরুভূমির বুকে এক স্বপ্নময় ট্রেন—ড্রিম অব দ্য ডেজার্ট। এটি দেশটির নিজস্ব বিলাসবহুল ট্রেন হতে চলেছে।
২০১৯ সাল থেকে সৌদি আরব পর্যটকদের জন্য তার দরজা উন্মুক্ত করে দিয়েছে। এ জন্য বিশাল অঙ্কের অর্থ ব্যয় করে চলেছে দেশটি। পর্যটনকে কেন্দ্র করে তাদের পদক্ষেপগুলোর সঙ্গে এবার ট্রেনের গতি যুক্ত হলো। বিশ্বজুড়ে দ্রুতগতির ট্রেন ও ট্রেন ক্রুজের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে বিলাসবহুল ট্রেনের বাজারে প্রবেশের সিদ্ধান্ত নেয় সৌদি আরব।
ড্রিম অব দ্য ডেজার্ট নামের এই ট্রেনটি সৌদি আরবের রিয়াদ থেকে কুরায়য়াত পর্যন্ত ১ হাজার ৩০০ কিলোমিটার পথ পাড়ি দেবে।
রিয়াদের আল-শামাল রেলস্টেশন থেকে যাত্রা শুরু করে হাইলের মধ্য দিয়ে আল-কুরায়য়াত রেলস্টেশনে এর যাত্রা শেষ হবে। এটি হবে বিলাসী ট্রেন ক্রুজ। ট্রেনটির নকশা সৌদি শৈলী ও ঐতিহ্যে অনুপ্রাণিত। এখানে থাকছে ৪০টি বিলাসবহুল কেবিন। সম্পূর্ণ কাস্টমাইজড এই ট্রেনগুলো ইতিমধ্যে তৈরির কাজ শুরু হয়েছে। এ বছরের শেষের দিকে এটি রিজার্ভেশনের জন্য খুলে দেওয়া হবে। আর্সেনালের সিইও পাওলো বার্লেট্টা জানান, সর্বোচ্চ ৮২ জন যাত্রীর ধারণক্ষমতাসহ এক বা দুই রাতের ভ্রমণ বুক করা যাবে এই ট্রেনে।
সৌদি আরবের হারামাইন হাই স্পিড ট্রেন চালু হওয়ার প্রায় ছয় বছর পর মক্কা ও মদিনার পবিত্র শহরগুলো জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে সংযুক্ত হয় ২০১৮ সালে। মরুভূমির বুকে পর্যটকদের যাত্রায় ড্রিম অব দ্য ডেজার্ট নতুন মাত্রা যোগ করবে।
কত নামে ডাকবেন তাকে। গুগলে সন্ধান করলে চমকে উঠতে হবে। এর নাম দেখাবে হেয়ার আইল্যান্ড। মনে হবে, আটলান্টিক মহাসাগর কিংবা ক্যারিবীয় কোনো নির্জন দ্বীপের নাম দেখছেন। কিন্তু আপনার ভুল ভাঙবে স্থানীয়দের ডাকা নামটি শুনলে। বুঝবেন, আপনি আছেন কলাগাছিয়ার চরে।
২ দিন আগেযতই উন্মুক্ত হচ্ছে, ততই যেন পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দিচ্ছে সৌদি আরব। দেশটাই একটা চমকজাগানিয়া। মরুভূমি, প্রাচীন বৃক্ষের বন, প্রাচীন জনপদ ও সংস্কৃতি—সবই আছে সৌদি আরবে। আছে নিওম নামের অত্যাধুনিক প্রযুক্তির বিলাসবহুল মেগাসিটি।
২ দিন আগেচীনে চলছে বসন্ত উৎসব কিংবা চান্দ্র নববর্ষের আনন্দমুখর আয়োজন। সারা দেশে এই উৎসব ঐতিহ্যবাহী প্রথা, বাহারি খাবার, সজ্জা, সাংস্কৃতিক পরিবেশনা এবং নানান রীতি-রেওয়াজের মধ্য দিয়ে উদ্যাপিত হচ্ছে।
২ দিন আগেচীনা নববর্ষের ইতিহাস ৩ হাজার বছরেরও বেশি পুরোনো বলে ধারণা করা হয়। এটি শুরু হয়েছিল চীনের প্রাচীন কৃষি ভিত্তিক সমাজে। দেবতা এবং পূর্বপুরুষদের সম্মান, ভালো ফসলের প্রার্থনা এবং মন্দ আত্মা তাড়ানোর সামাজিক প্রথা থেকে এ উৎসবের সূচনা হয়েছিল। প্রায় ১৫ দিন ধরে চলা এ উৎসবের মূলে থাকে পরিবার।
২ দিন আগে