Ajker Patrika

বিমান-ঢাকা ট্রাভেল মার্ট ২০২৪: ছাড়ের পাশাপাশি নিরাপত্তাও চান পর্যটকেরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

রাতের বেলা কক্সবাজারের লাবণি পয়েন্ট থেকে সুগন্ধা পর্যন্ত পুরো সৈকত হেঁটে বেড়ানোর শখ শফিকুল ইসলামের। বহুবার কক্সবাজার গেলেও সেই শখ এখনো পূরণ করতে পারেননি তিনি। 

আবাসন কোম্পানির এই কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘রাত ১২টা-১টার পর ওই এলাকাগুলো এত অনিরাপদ হয়ে পড়ে যে একা কখনো হেঁটে বেড়ানোর সাহস করিনি। টুরিস্ট স্পটগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে বেশি দরকার।’ 

পর্যটকেরা সব সময়ই চান সুলভ মূল্যে ঘুরে বেড়াতে, পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতেরও প্রত্যাশা তাঁদের। 

আজ শুক্রবার রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে পর্যটন মেলা ‘বিমান-ঢাকা ট্রাভেল মার্ট ২০২৪’-এ আসা পর্যটকেরা এ সব প্রত্যাশার কথাই জানালেন। 

দুই মেয়েকে নিয়ে মেলায় এসেছিলেন ব্যাংক কর্মকর্তা মিনু আক্তার। তাঁরও চিন্তা নিরাপত্তা নিয়ে। ‘ভুটানে আমরা সারা রাত ঘুরে বেরিয়েছি। কোনো সমস্যা হয়নি। অথচ দেশে এটা ভাবতেই পারি না। হোটেলগুলোতেও নানাভাবে হয়রানি হেনস্তা হতে হয়’—বলছিলেন তিনি। 

পর্যটকদের নিরাপত্তাবিষয়ক পরামর্শ ও সহায়তা দিতে মেলায় রয়েছে টুরিস্ট পুলিশের স্টল। স্টলের দায়িত্বে থাকা মোহাম্মদ হানিফ বলেন, ‘দেশের সবগুলো পর্যটন স্থানে টুরিস্ট পুলিশ সক্রিয় হয়েছে। আমাদের হটলাইন নম্বরগুলো ২৪ ঘণ্টা সচল থাকে। পর্যটকেরা ফোন করলেই সহযোগিতা পাবেন।’ 

এয়ারলাইনস, হোটেল, রিসোর্ট, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্ট, মেডিকেল টুরিজম এজেন্সিসহ ভ্রমণ ও পর্যটন সংশ্লিষ্ট ৮০ টির বেশি দেশি-বিদেশি সংস্থা ও প্রতিষ্ঠান অংশ নিচ্ছে এবারের পর্যটন মেলায়। 

মেলা উপলক্ষে তাদের পণ্য ও সেবার ওপর চলছে বিশেষ ছাড় ও অফার। পর্যটকেরাও কম খরচে দেশে-বিদেশে ঘুরে বেড়াতে এক স্টল থেকে আরেক স্টলে খোঁজ খবর নিচ্ছেন। কারও সামর্থ্য দেশের সীমানার মধ্যে ভ্রমণ, কারও শখ বিভুঁই দর্শন, কারও চাওয়া পরিবারের সবাইকে নিয়ে চুটিয়ে ঘুরে বেড়ানো, কেউ আবার একাকী দেখতে চান গোটা পৃথিবী—সব শ্রেণির পর্যটকেরাই আসছেন মেলায়। নিজেদের সাধ ও সাধ্যের মধ্যে হিসেব মিলিয়ে হোটেল-এয়ার টিকিট বুকিং দিয়ে বাড়ি ফিরছেন কেউ কেউ। অনেকে আবার টাকা জমিয়ে আগামী ছুটিতে কোথায় ঘুরতে যাওয়া যায়, তার হিসেব কষছেন। 

মেলা উপলক্ষে আন্তর্জাতিক রুটে ১৫ শতাংশ আর অভ্যন্তরীণ রুটে ১২ শতাংশ ছাড় দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইনস। ইউএস বাংলা এয়ারলাইনসের এক্সিকিউটিভ অফিসার তাসনুভা রহমান বলেন, এয়ার টিকিটের অফার ১৫ মে পর্যন্ত চলবে। মালদ্বীপ ভ্রমণে পর্যটকদের আগ্রহ বাড়ছে বলে জানান তিনি। ৫৩ হাজার ৪৯০ টাকায় মিলছে মালদ্বীপে তিন দিন দুই রাতের ভ্রমণ সুবিধা। 

মেলাপ্রাঙ্গণ ঘুরে দেখা যায়, হেলথ টুরিজমেও মানুষের আগ্রহ বাড়ছে। অনেকেই ট্রাভেল এজেন্টদের কাছে খোঁজ খবর নিচ্ছেন সিঙ্গাপুর, ব্যাংকক, ভারতের মতো দেশগুলোতে ঘুরতে গেলে হাসপাতালে অ্যাপোয়েনমেন্টের ব্যবস্থা করে দেওয়া হবে কিনা, কত টাকায় মিলবে পুরো প্যাকেজ। ব্যাংকক হসপিটাল অফিস বাংলাদেশ লাইফ অ্যান্ড হেলথ লিমিটেডের’ স্টলে আসা ফারজানা ইয়াসমিন বলেন, ব্যাংককে ট্রিটমেন্ট ভালো হয়। পুরো দেশটাই টুরিস্ট স্পট বলা যায়। চিকিৎসা করানো আর ঘুরে বেড়ানো দুটো এক সঙ্গেই হয়ে যায়। 

মেলা উপলক্ষে হোটেল-রিসোর্ট দিচ্ছে বিশেষ ছাড়। কক্সবাজারের সি পার্ল বিচ রিসোর্ট মেলা উপলক্ষে এক রাত থাকার খরচে তিন রাত থাকার সুবিধা দিচ্ছে। মেলায় বুকিং দিয়ে ৩১ মে পর্যন্ত এই সুবিধা নেওয়া যাবে। ওশান প্যারাডাইস দিচ্ছে ৬০ শতাংশ ছাড়। তাদের সর্বনিম্ন ডিলাক্স রুমের ভাড়া ৪ হাজার টাকা, আর সর্বোচ্চ ১০ হাজার। মেলায় বুকিং করে ৫ এপ্রিলের মধ্যে ঘুরে আসা যাবে। 

মেলায় ‘পর্যটন ডিসকাউন্ট কার্ড’ দিচ্ছে বাংলাদেশ পর্যটন করপোরেশন। ১০০ টাকা মূল্যের একবার ব্যবহারযোগ্য এই কার্ডে সংস্থাটির হোটেল-মোটেল ও রিসোর্টে ২০ শতাংশ ছাড় পাওয়া যাবে। 

২০০২ সাল থেকে ‘ঢাকা ট্রাভেল মার্ট’-এর আয়োজন করছে ভ্রমণ ও পর্যটনবিষয়ক প্রকাশনা ‘বাংলাদেশ মনিটর’। এবার মেলাটির ১৯ তম আয়োজন। এবারের আয়োজনের পৃষ্ঠপোষক জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা বাংলাদেশ এয়ারলাইনস। এ ছাড়া বাংলাদেশ টুরিজম বোর্ড এবং সফটওয়্যার ও প্রযুক্তিপ্রতিষ্ঠান সেইবার মেলায় সহযোগী হিসেবে অংশ নিচ্ছে। ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মেলা। সকাল ১০টায় শুরু হয়ে চলবে রাত ৮টা পর্যন্ত। প্রবেশ ফি জনপ্রতি ৫০ টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত