নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সৌদি আরবের জাতীয় পর্যটন ব্র্যান্ড ‘সৌদি, স্বাগতম আরবিয়া’-এর নতুন পর্যটন উদ্যোগ ‘রমজান লাইটস’ চালু হয়েছে। এটি তাদের বৈশ্বিক পর্যটন প্রচারাভিযান ‘এই ভূমি ডাকছে’-এর নতুন ধাপ।
রমজানের এই পবিত্র দিনগুলোতে পারিবারিক বন্ধন, আত্মিক চিন্তন ও উৎসবের সময়টিকে তুলে ধরতে সৌদি আরবের এই আয়োজন। রমজানের ঐতিহ্য ও সৌন্দর্য উপভোগ করতে বিশ্বভ্রমণকারীদের আমন্ত্রণ জানিয়েছে দেশটি। রমজান লাইটস-এর অংশ হিসেবে রিয়াদ, জেদ্দা, আলউলা ও সৌদি আরবে লোহিত সাগর অঞ্চলে পর্যটকদের জন্য রয়েছে নানা আয়োজন।
পর্যটকেরা জেদ্দার ঐতিহাসিক এলাকা আল-বালাদ, রিয়াদের ঐতিহ্যবাহী দুরিয়া এবং স্থানীয় বাজারগুলো ঘুরে দেখতে পারেন। সৌদি আরবের বিভিন্ন মসজিদ, ঐতিহ্যবাহী বিপণিবিতান এবং বিশেষ রমজান ইভেন্টে অংশগ্রহণের সুযোগও থাকছে।
রমজান মাসে সৌদি আরবে ব্যস্ত বাজার, আলোকসজ্জিত রাস্তা, খোলা মেলা ও দীর্ঘ সময় ধরে চালু থাকা বিপণিবিতান পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে ওঠে।
রমজান লাইটসের এই আয়োজনে জেদ্দায় থাকবে ঐতিহ্যবাহী ইফতার ও সেহরির খাবার, ব্যস্ত বাজার এবং উৎসবমুখর রমজান তাঁবু। আলউলাতে নিরিবিলি পরিবেশে রমজানের আধ্যাত্মিক অনুভূতি উপভোগের সুযোগ পাবেন। রিয়াদে ঐতিহ্যবাহী সুক আল-জাল বাজারে কেনাকাটা ও গাবগা (বিশেষ রাতের রমজান ইভেন্ট) উপভোগের সুযোগ পাবেন। অন্যদিকে লোহিত সাগরের সমুদ্রের জলরাশিতে কাইটসার্ফিং, বিচে ঘোড়ার পিঠে চড়া ও পানির খেলাধুলার সুযোগ রয়েছে।
‘সৌদি, স্বাগতম আরবিয়া’ সৌদি আরবের পর্যটন শিল্পকে এগিয়ে নিতে কাজ করছে। বিশ্বব্যাপী পর্যটকদের জন্য সৌদির অনন্য বৈচিত্র্য ও আতিথেয়তা তুলে ধরাই এর মূল লক্ষ্য। সৌদি আরবের ঐতিহ্য, আধুনিকতা ও আতিথেয়তার মিশেলে এটি বিশ্বের অন্যতম দ্রুত বিকাশমান পর্যটন গন্তব্য হয়ে উঠছে।
সৌদি আরবের জাতীয় পর্যটন ব্র্যান্ড ‘সৌদি, স্বাগতম আরবিয়া’-এর নতুন পর্যটন উদ্যোগ ‘রমজান লাইটস’ চালু হয়েছে। এটি তাদের বৈশ্বিক পর্যটন প্রচারাভিযান ‘এই ভূমি ডাকছে’-এর নতুন ধাপ।
রমজানের এই পবিত্র দিনগুলোতে পারিবারিক বন্ধন, আত্মিক চিন্তন ও উৎসবের সময়টিকে তুলে ধরতে সৌদি আরবের এই আয়োজন। রমজানের ঐতিহ্য ও সৌন্দর্য উপভোগ করতে বিশ্বভ্রমণকারীদের আমন্ত্রণ জানিয়েছে দেশটি। রমজান লাইটস-এর অংশ হিসেবে রিয়াদ, জেদ্দা, আলউলা ও সৌদি আরবে লোহিত সাগর অঞ্চলে পর্যটকদের জন্য রয়েছে নানা আয়োজন।
পর্যটকেরা জেদ্দার ঐতিহাসিক এলাকা আল-বালাদ, রিয়াদের ঐতিহ্যবাহী দুরিয়া এবং স্থানীয় বাজারগুলো ঘুরে দেখতে পারেন। সৌদি আরবের বিভিন্ন মসজিদ, ঐতিহ্যবাহী বিপণিবিতান এবং বিশেষ রমজান ইভেন্টে অংশগ্রহণের সুযোগও থাকছে।
রমজান মাসে সৌদি আরবে ব্যস্ত বাজার, আলোকসজ্জিত রাস্তা, খোলা মেলা ও দীর্ঘ সময় ধরে চালু থাকা বিপণিবিতান পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে ওঠে।
রমজান লাইটসের এই আয়োজনে জেদ্দায় থাকবে ঐতিহ্যবাহী ইফতার ও সেহরির খাবার, ব্যস্ত বাজার এবং উৎসবমুখর রমজান তাঁবু। আলউলাতে নিরিবিলি পরিবেশে রমজানের আধ্যাত্মিক অনুভূতি উপভোগের সুযোগ পাবেন। রিয়াদে ঐতিহ্যবাহী সুক আল-জাল বাজারে কেনাকাটা ও গাবগা (বিশেষ রাতের রমজান ইভেন্ট) উপভোগের সুযোগ পাবেন। অন্যদিকে লোহিত সাগরের সমুদ্রের জলরাশিতে কাইটসার্ফিং, বিচে ঘোড়ার পিঠে চড়া ও পানির খেলাধুলার সুযোগ রয়েছে।
‘সৌদি, স্বাগতম আরবিয়া’ সৌদি আরবের পর্যটন শিল্পকে এগিয়ে নিতে কাজ করছে। বিশ্বব্যাপী পর্যটকদের জন্য সৌদির অনন্য বৈচিত্র্য ও আতিথেয়তা তুলে ধরাই এর মূল লক্ষ্য। সৌদি আরবের ঐতিহ্য, আধুনিকতা ও আতিথেয়তার মিশেলে এটি বিশ্বের অন্যতম দ্রুত বিকাশমান পর্যটন গন্তব্য হয়ে উঠছে।
আপনার সন্তান কি কথা শুনতে চায় না? অল্পতেই রেগে গিয়ে চিৎকার বা ভাঙচুর করে? এমনটা হলে, তার স্ক্রিন টাইম বা মোবাইল-টেলিভিশন দেখার সময় নিয়ে আপনাকে হয়তো নতুন করে ভাবতে হবে। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের জার্নাল ‘সাইকোলজিক্যাল বুলেটিন’-এ প্রকাশিত একটি নতুন গবেষণা এমনই ইঙ্গিত দিচ্ছে।
৩১ মিনিট আগেআজকের অনেক দেশ আগামী ৫০ বছরের মধ্যে টিকে না-ও থাকতে পারে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ও লোউই ইনস্টিটিউটের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি অনেক নিচু উচ্চতার দেশ; বিশেষ করে ছোট দ্বীপরাষ্ট্র ও উপকূলবর্তী রাষ্ট্রগুলোর জন্য অস্তিত্বগত হুমকি তৈরি করছে।
৯ ঘণ্টা আগেবিয়ে মানেই সুখের গন্তব্য নয়; বরং ভুল মানুষকে বেছে নেওয়ার কারণে এই সম্পর্কে অসুখী হতে পারেন। আজকের দিনেও আমরা অনেকে বিয়েকে শুধু সামাজিক প্রথা হিসেবে দেখি, মানসিক প্রস্তুতি ও বাস্তবতার হিসাব-নিকাশ না করেই জীবনসঙ্গী বেছে নিই। অথচ বিয়ের সিদ্ধান্তে থাকা উচিত বিবেচনাবোধ।
১ দিন আগেঝুম বৃষ্টিতে জানালার পাশে এক কাপ চা হাতে বসে থাকার এক আয়েশি যাপন আছে বাঙালির। অথবা পাড়ার চায়ের দোকানে বৃষ্টিভেজা দিনে আড্ডা দিতে দিতে চা পান, তাতেও আমাদের জুড়ি মেলা ভার। ফলে নির্দ্বিধায় বলা চলে, চা আমাদের যাপিত জীবনের অবিচ্ছেদ্য অংশ। এটি শুধু একটি পানীয়মাত্র নয়, বরং শহর কিংবা গ্রামগঞ্জের মানুষের...
১ দিন আগে