ফিচার ডেস্ক
বর্তমানে সলো ট্রাভেলিং বা একক ভ্রমণ সব দেশের মানুষের আগ্রহের জায়গা হয়ে উঠেছে। অনেকে এখন একা ঘুরতে স্বচ্ছন্দ বোধ করেন। জেন-জিদের মধ্যে এই প্রবণতা আরও বেশি।
গত বছরের ডিসেম্বরে পর্যটকদের নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল ভিসা প্রসেসিং প্ল্যাটফর্ম অ্যাটলেইস। প্রতিবেদনে তারা উল্লেখ করে, ২০২৪ সালে একক ভিসা আবেদনকারীদের মধ্যে ৩০ শতাংশই ছিলেন নারী। ২০২৫ সালে তা ৩৭ শতাংশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। আটটি সূচকের ওপর ভিত্তি করে ১০টি দেশকে নারীদের একক ভ্রমণের জন্য নিরাপদ বলে উল্লেখ করা হয়।
দেশগুলো হলো যথাক্রমে:
১. স্পেন
২. সিঙ্গাপুর
৩. আয়ারল্যান্ড
৪. অস্ট্রিয়া
৫. সুইজারল্যান্ড
৬. নরওয়ে
৭. পর্তুগাল
৮. ক্রোয়েশিয়া
৯. কানাডা
১০. পোল্যান্ড
নারীদের জন্য সবচেয়ে নিরাপদ দেশগুলোর মধ্যে প্রথমে আছে স্পেন। সূচকের সব ক্ষেত্রে দেশটি উতরে গেছে। বিশ্বের সবচেয়ে নিরাপদ এশীয় দেশ সিঙ্গাপুর। এখানে ৯২ শতাংশ নারী রাতের বেলা একা হাঁটার সময় নিরাপদ বোধ করেন। দেশটি এই তালিকায় আছে দ্বিতীয় অবস্থানে। আয়ারল্যান্ডে যৌন সহিংসতা এবং আইনি বৈষম্য, লৈঙ্গিক বৈষম্য এবং নারীর প্রতি সহিংসতার মনোভাবের স্তর তুলনামূলকভাবে কম। তাই দেশটি আছে তৃতীয় অবস্থানে। এই তালিকায় চতুর্থ স্থানে আছে অস্ট্রিয়া। দেশটিতে সবচেয়ে কম যৌন সহিংসতা এবং লৈঙ্গিক বৈষম্যের ঘটনা ঘটে।
সুইজারল্যান্ড আছে পঞ্চম অবস্থানে। রাস্তার নিরাপত্তা এবং নারীদের প্রতি ইচ্ছাকৃত হত্যাকাণ্ডের পরিমাণ কম হয় দেশটিতে। তালিকায় স্থান পাওয়া একমাত্র স্ক্যান্ডিনেভিয়ান দেশ নরওয়ে। দেশটি আছে ষষ্ঠ অবস্থানে। নরওয়েতে নারীদের প্রতি ইচ্ছাকৃত হত্যাকাণ্ড কম এবং রাতের বেলা একা হাঁটার সময় নারীরা নিরাপদ বোধ করেন। পর্তুগাল নারীদের একক ভ্রমণের জন্য সপ্তম নিরাপদ দেশ হিসেবে জায়গা পেয়েছে। যৌন সহিংসতা এবং নারীদের প্রতি ইচ্ছাকৃত সহিংসতা কম হওয়ার ভিত্তিতে অষ্টম অবস্থানে আছে ক্রোয়েশিয়া। এর পরেই আছে কানাডা।
দেশটিতে নারীদের প্রতি ইচ্ছাকৃত হত্যাকাণ্ড তুলনামূলক কম এবং সঙ্গী সম্পর্কের সহিংসতাও কম। দেশটি লৈঙ্গিক বৈষম্য সূচকে ভালো এবং নারীদের প্রতি সহিংসতার মনোভাবও কম। নারীদের প্রতি ইচ্ছাকৃত হত্যাকাণ্ড, যৌন সহিংসতা এবং নারীদের প্রতি সহিংসতা কম হওয়ায় তালিকায় দশম নিরাপদ দেশ হিসেবে স্থান পেয়েছে পোল্যান্ড।
সূত্র: এমএসএন, ফোর্বস
আরও খবর পড়ুন:
বর্তমানে সলো ট্রাভেলিং বা একক ভ্রমণ সব দেশের মানুষের আগ্রহের জায়গা হয়ে উঠেছে। অনেকে এখন একা ঘুরতে স্বচ্ছন্দ বোধ করেন। জেন-জিদের মধ্যে এই প্রবণতা আরও বেশি।
গত বছরের ডিসেম্বরে পর্যটকদের নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল ভিসা প্রসেসিং প্ল্যাটফর্ম অ্যাটলেইস। প্রতিবেদনে তারা উল্লেখ করে, ২০২৪ সালে একক ভিসা আবেদনকারীদের মধ্যে ৩০ শতাংশই ছিলেন নারী। ২০২৫ সালে তা ৩৭ শতাংশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। আটটি সূচকের ওপর ভিত্তি করে ১০টি দেশকে নারীদের একক ভ্রমণের জন্য নিরাপদ বলে উল্লেখ করা হয়।
দেশগুলো হলো যথাক্রমে:
১. স্পেন
২. সিঙ্গাপুর
৩. আয়ারল্যান্ড
৪. অস্ট্রিয়া
৫. সুইজারল্যান্ড
৬. নরওয়ে
৭. পর্তুগাল
৮. ক্রোয়েশিয়া
৯. কানাডা
১০. পোল্যান্ড
নারীদের জন্য সবচেয়ে নিরাপদ দেশগুলোর মধ্যে প্রথমে আছে স্পেন। সূচকের সব ক্ষেত্রে দেশটি উতরে গেছে। বিশ্বের সবচেয়ে নিরাপদ এশীয় দেশ সিঙ্গাপুর। এখানে ৯২ শতাংশ নারী রাতের বেলা একা হাঁটার সময় নিরাপদ বোধ করেন। দেশটি এই তালিকায় আছে দ্বিতীয় অবস্থানে। আয়ারল্যান্ডে যৌন সহিংসতা এবং আইনি বৈষম্য, লৈঙ্গিক বৈষম্য এবং নারীর প্রতি সহিংসতার মনোভাবের স্তর তুলনামূলকভাবে কম। তাই দেশটি আছে তৃতীয় অবস্থানে। এই তালিকায় চতুর্থ স্থানে আছে অস্ট্রিয়া। দেশটিতে সবচেয়ে কম যৌন সহিংসতা এবং লৈঙ্গিক বৈষম্যের ঘটনা ঘটে।
সুইজারল্যান্ড আছে পঞ্চম অবস্থানে। রাস্তার নিরাপত্তা এবং নারীদের প্রতি ইচ্ছাকৃত হত্যাকাণ্ডের পরিমাণ কম হয় দেশটিতে। তালিকায় স্থান পাওয়া একমাত্র স্ক্যান্ডিনেভিয়ান দেশ নরওয়ে। দেশটি আছে ষষ্ঠ অবস্থানে। নরওয়েতে নারীদের প্রতি ইচ্ছাকৃত হত্যাকাণ্ড কম এবং রাতের বেলা একা হাঁটার সময় নারীরা নিরাপদ বোধ করেন। পর্তুগাল নারীদের একক ভ্রমণের জন্য সপ্তম নিরাপদ দেশ হিসেবে জায়গা পেয়েছে। যৌন সহিংসতা এবং নারীদের প্রতি ইচ্ছাকৃত সহিংসতা কম হওয়ার ভিত্তিতে অষ্টম অবস্থানে আছে ক্রোয়েশিয়া। এর পরেই আছে কানাডা।
দেশটিতে নারীদের প্রতি ইচ্ছাকৃত হত্যাকাণ্ড তুলনামূলক কম এবং সঙ্গী সম্পর্কের সহিংসতাও কম। দেশটি লৈঙ্গিক বৈষম্য সূচকে ভালো এবং নারীদের প্রতি সহিংসতার মনোভাবও কম। নারীদের প্রতি ইচ্ছাকৃত হত্যাকাণ্ড, যৌন সহিংসতা এবং নারীদের প্রতি সহিংসতা কম হওয়ায় তালিকায় দশম নিরাপদ দেশ হিসেবে স্থান পেয়েছে পোল্যান্ড।
সূত্র: এমএসএন, ফোর্বস
আরও খবর পড়ুন:
একেকটা মৌসুমে একেক ধরনের রোগবালাই দেখা দেয়। আর এসব রোগবালাই থেকে বাঁচতে সে মৌসুমে যেসব ফলমূল ও শাকসবজি উৎপন্ন হয়, সেসব খাবার খাওয়ারই পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কার্তিক মাসে চৌদ্দ শাক খাওয়ার প্রচলন রয়েছে।
৪ ঘণ্টা আগেসাইকেল শুধু পরিবহন নয়, এটি স্বাস্থ্যকর জীবনযাত্রার গুরুত্বপূর্ণ অংশ। বিশ্বে প্রায় ১ বিলিয়ন সাইকেল রয়েছে—এ সংখ্যা গাড়ির সংখ্যার দ্বিগুণ। করোনা মহামারির পর সাইকেল ব্যবহার আরও বেড়েছে। মানুষ এখন ব্যায়াম, অবসর ও পরিবেশবান্ধব পরিবহন হিসেবে সাইকেল ব্যবহার করছে। আমাদের দেশেও অসংখ্য সাইকেল চলাচল করে বটে...
৬ ঘণ্টা আগেআজ শনিবার, ২০ অক্টোবর ২০২৫। গ্রহ-নক্ষত্রের উত্থান-পতন তো চলতেই থাকবে, কিন্তু দিনের শেষে আপনি কী করছেন, সেটাই আসল। তাই সাহস দেখান, ধৈর্য ধরুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ—ফোনটা রেখে কাজে লেগে পড়ুন।
৭ ঘণ্টা আগেচলছে অক্টোবর মাস। এটি স্তন ক্যানসার সচেতনতা বৃদ্ধির মাস। প্রতিবছরের মতো এবারও বিশ্বব্যাপী এ মাসে স্তন ক্যানসারের প্রতিরোধ ও প্রতিকার এবং জীবনের মানোন্নয়ন নিয়ে স্বাস্থ্যসেবকেরা কাজ করে যাচ্ছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এবারের প্রতিপাদ্য হলো, ‘প্রতিটি গল্প অনন্য, প্রতিটি যাত্রা মূল্যবান’।
৭ ঘণ্টা আগে