ডেস্ক রিপোর্ট
পাতাল রেলে ভ্রমণ বেশ আরামদায়ক। তবে কখনো কখনো পাতাল রেলও দেখার জায়গা হয় উঠতে পারে। তেমনই কিছু পাতাল রেল নিয়ে আজকের আয়োজন।
স্পেনের নেপলসের রেলস্টেশন টলেডোকে বলা হয় আর্ট স্টেশন। ২০১২ সালে এই স্টেশনটি উন্মুক্ত করা হয়। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৩০ ফুট গভীরে অবস্থিত এই স্টেশন। ভূগর্ভ থেকে এস্কেলেটরটি ভূপৃষ্ঠের যেখানে শেষ হয়েছে, তার ঠিক ওপরের ছাদে বেগুনি-নীলরঙা মোজাইকে তৈরি চক্রাকার একটি অপূর্ব নকশা আছে। পুরো বিষয়টি এক পরিকল্পিত শিল্পকর্ম। এ অদ্ভুত শিল্পকর্মটি দেখতে যেতে পারেন স্পেন।
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের রাজধানী কিয়েভে আছে আরেকটি সুন্দর মেট্রো স্টেশন। নাম জোলোটি ভোরোটা। স্টেশনটি ভূগর্ভের ৯৬ দশমিক ৫ মিটার গভীরে অবস্থিত। স্টেশনটি সাজানো হয়েছে প্রচুর ঝাড়বাতি দিয়ে। একটি পাহাড়ের ধারে অবস্থিত এ স্টেশনে ঢোকার দরজা।
উজবেকিস্তান লাইনের তাসখন্দ মেট্রোর একটি স্টেশন আলিশার নাভয়ি। এটি পৃথিবীর অন্যতম সুন্দর মেট্রো স্টেশন। ভূগর্ভস্থ এ মেট্রো স্টেশনের একটি বর্ধিত অংশ আছে ভূপৃষ্ঠে। রাধুসেট মেট্রো স্টেশন সুইডেনের স্টকহোমে অবস্থিত। এই পাতাল রেলটি সাই-ফাই মুভি সেটের মতো। একে উজ্জ্বল রঙের জ্যাগড পাথর ও টাইলস দিয়ে ব্যতিক্রমী রূপ দেওয়া হয়েছে।
পাতাল রেলে ভ্রমণ বেশ আরামদায়ক। তবে কখনো কখনো পাতাল রেলও দেখার জায়গা হয় উঠতে পারে। তেমনই কিছু পাতাল রেল নিয়ে আজকের আয়োজন।
স্পেনের নেপলসের রেলস্টেশন টলেডোকে বলা হয় আর্ট স্টেশন। ২০১২ সালে এই স্টেশনটি উন্মুক্ত করা হয়। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৩০ ফুট গভীরে অবস্থিত এই স্টেশন। ভূগর্ভ থেকে এস্কেলেটরটি ভূপৃষ্ঠের যেখানে শেষ হয়েছে, তার ঠিক ওপরের ছাদে বেগুনি-নীলরঙা মোজাইকে তৈরি চক্রাকার একটি অপূর্ব নকশা আছে। পুরো বিষয়টি এক পরিকল্পিত শিল্পকর্ম। এ অদ্ভুত শিল্পকর্মটি দেখতে যেতে পারেন স্পেন।
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের রাজধানী কিয়েভে আছে আরেকটি সুন্দর মেট্রো স্টেশন। নাম জোলোটি ভোরোটা। স্টেশনটি ভূগর্ভের ৯৬ দশমিক ৫ মিটার গভীরে অবস্থিত। স্টেশনটি সাজানো হয়েছে প্রচুর ঝাড়বাতি দিয়ে। একটি পাহাড়ের ধারে অবস্থিত এ স্টেশনে ঢোকার দরজা।
উজবেকিস্তান লাইনের তাসখন্দ মেট্রোর একটি স্টেশন আলিশার নাভয়ি। এটি পৃথিবীর অন্যতম সুন্দর মেট্রো স্টেশন। ভূগর্ভস্থ এ মেট্রো স্টেশনের একটি বর্ধিত অংশ আছে ভূপৃষ্ঠে। রাধুসেট মেট্রো স্টেশন সুইডেনের স্টকহোমে অবস্থিত। এই পাতাল রেলটি সাই-ফাই মুভি সেটের মতো। একে উজ্জ্বল রঙের জ্যাগড পাথর ও টাইলস দিয়ে ব্যতিক্রমী রূপ দেওয়া হয়েছে।
নানা কারণে লিভারের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। লিভারের বিষ হলো অ্যালকোহল—এটি খুব প্রতিষ্ঠিত তথ্য, তবে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, ভাইরাস সংক্রমণ, ওষুধ এবং পরিবেশগত বিষাক্ত পদার্থও লিভারের ক্ষতির কারণ হতে পারে। এই কারণগুলো নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, হেপাটাইটিস, ফাইব্রোসিস বা এমনক
২১ ঘণ্টা আগেভেটকি মাছের ফিলে দিয়ে দারুণ রোল তৈরি করা যায়। যেকোনো সুপারশপে পাওয়া যায় মাছের ফিলে। সেখান থেকে ভেটকি মাছের ফিলে কিনে বানিয়ে ফেলতে পারেন মজাদার ভেটকি রোল।
১ দিন আগেবিশ্বের বিভিন্ন দেশে যেতে উড়োজাহাজে চড়তে হবে, এমন কথা প্রচলিত আছে। কিন্তু এর ব্যতিক্রমও ঘটতে দেখা যায় মাঝে মাঝে। তেমন ঘটনাই প্রমাণ করলেন ডেনমার্কের নাগরিক থর পেডারসেন। উড়োজাহাজে না চড়েই পৃথিবীর প্রতিটি দেশ দেখার বাসনা ছিল তাঁর। সে বাসনা পূরণ করতেই ২০১৩ সালে বিশ্বভ্রমণে বেরিয়ে পড়েন থর।
২ দিন আগেহিমালয়ের ৬ হাজার ৪১৯ মিটার উঁচু চুলু ওয়েস্ট এবং ৬ হাজার ১৪৪ মিটার উঁচু থরং পর্বত। এ দুটি পর্বত অভিযানে যাচ্ছেন প্রকৌশলী, লেখক ও পর্বতারোহী কাওছার রূপক। এই অভিযানের তত্ত্বাবধানে রয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ ও বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব। পৃষ্ঠপোষকতায় রয়েছে ইউনিটি...
২ দিন আগে