ফিচার ডেস্ক
এ বছরের প্রথম দুই মাসে প্রায় ১৪ লাখ পর্যটক ঘুরে গেছেন ভিয়েতনামের ফু কোয়ক দ্বীপ। গত বছর মালদ্বীপের পরেই ফু কোয়ক দ্বীপ আমেরিকান ম্যাগাজিন ‘ট্রাভেল+লেইজারে’র পাঠকদের ভোটে বিশ্বের দ্বিতীয় সুন্দর দ্বীপ নির্বাচিত হয়েছিল। অন্যদিকে ট্রাভেল ম্যাগাজিন ‘ডেস্টিন এশিয়ান’ তাদের বার্ষিক রিডারস চয়েস অ্যাওয়ার্ডসের অংশ হিসেবে এশিয়ার ১০টি সুন্দর দ্বীপের তালিকা ঘোষণা করে। সেখানেও ফু কোয়ক ভিয়েতনামের একমাত্র প্রতিনিধি হিসেবে জায়গা করে নিয়েছিল।
বেস্ট আইল্যান্ড ক্যাটাগরিতে ইন্দোনেশিয়ার বালি, মালদ্বীপ এবং ফিলিপাইনের বোরাকাইয়ের পরেই ফু কোয়ক দ্বীপের অবস্থান। এ বছরের প্রথম দুই মাসে দ্বীপটিতে যাওয়া পর্যটকদের মধ্যে ৩ লাখ ২১ হাজার জন ছিলেন বিদেশি। এই সংখ্যা গত বছরের চেয়ে ৫২ দশমিক ৭ শতাংশ বেশি। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ফু কোয়ক দ্বীপে বিদেশি পর্যটকদের উপস্থিতি গত বছরের বিদেশি দর্শনার্থীদের চেয়ে প্রায় ৩০ শতাংশ বেশি। ভিয়েতনামের সবচেয়ে বড় এই দ্বীপ এ বছর ৭ মিলিয়ন পর্যটককে সেবা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে। তাদের এই লক্ষ্য অনুযায়ী, এর মধ্যে বিদেশি পর্যটকের সংখ্যা থাকবে প্রায় ১০ লাখ।
ট্রাভেল প্ল্যাটফর্ম আগোডার এক প্রতিবেদন অনুযায়ী, দ্বীপটি ২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটকদের জন্য জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে। চীনা অভিনেতা ও মার্শাল আর্টিস্ট ভিনসেন্ট ঝাও ফু কোয়ক ভ্রমণ করার পর দ্বীপটির বৈশ্বিক পরিচিতি বেড়েছে।
সূত্র: ভি এন এক্সপ্রেস
এ বছরের প্রথম দুই মাসে প্রায় ১৪ লাখ পর্যটক ঘুরে গেছেন ভিয়েতনামের ফু কোয়ক দ্বীপ। গত বছর মালদ্বীপের পরেই ফু কোয়ক দ্বীপ আমেরিকান ম্যাগাজিন ‘ট্রাভেল+লেইজারে’র পাঠকদের ভোটে বিশ্বের দ্বিতীয় সুন্দর দ্বীপ নির্বাচিত হয়েছিল। অন্যদিকে ট্রাভেল ম্যাগাজিন ‘ডেস্টিন এশিয়ান’ তাদের বার্ষিক রিডারস চয়েস অ্যাওয়ার্ডসের অংশ হিসেবে এশিয়ার ১০টি সুন্দর দ্বীপের তালিকা ঘোষণা করে। সেখানেও ফু কোয়ক ভিয়েতনামের একমাত্র প্রতিনিধি হিসেবে জায়গা করে নিয়েছিল।
বেস্ট আইল্যান্ড ক্যাটাগরিতে ইন্দোনেশিয়ার বালি, মালদ্বীপ এবং ফিলিপাইনের বোরাকাইয়ের পরেই ফু কোয়ক দ্বীপের অবস্থান। এ বছরের প্রথম দুই মাসে দ্বীপটিতে যাওয়া পর্যটকদের মধ্যে ৩ লাখ ২১ হাজার জন ছিলেন বিদেশি। এই সংখ্যা গত বছরের চেয়ে ৫২ দশমিক ৭ শতাংশ বেশি। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ফু কোয়ক দ্বীপে বিদেশি পর্যটকদের উপস্থিতি গত বছরের বিদেশি দর্শনার্থীদের চেয়ে প্রায় ৩০ শতাংশ বেশি। ভিয়েতনামের সবচেয়ে বড় এই দ্বীপ এ বছর ৭ মিলিয়ন পর্যটককে সেবা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে। তাদের এই লক্ষ্য অনুযায়ী, এর মধ্যে বিদেশি পর্যটকের সংখ্যা থাকবে প্রায় ১০ লাখ।
ট্রাভেল প্ল্যাটফর্ম আগোডার এক প্রতিবেদন অনুযায়ী, দ্বীপটি ২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটকদের জন্য জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে। চীনা অভিনেতা ও মার্শাল আর্টিস্ট ভিনসেন্ট ঝাও ফু কোয়ক ভ্রমণ করার পর দ্বীপটির বৈশ্বিক পরিচিতি বেড়েছে।
সূত্র: ভি এন এক্সপ্রেস
সকাল সকাল স্মার্টফোনে অ্যালার্ম বাজতেই তড়িঘড়ি করে গোসল করতে দৌড়। এরপর আলমারি খুলে হাতের কাছে যা পাওয়া যায়, তাই পরে ব্যাগটা কাঁধে নিয়েই চম্পট। পাঁচ মিনিট দেরি হলেই বাস পাওয়া যাবে না। মেট্রো তো না-ই। যে মেয়েটার রোজ ক্লাস বা অফিস ধরতে এমনভাবে সকালটা যায়, বিশেষ দিনগুলোয় তার হালটা বোঝেন...
১ দিন আগেগরম মানেই প্রচণ্ড তাপ আর ঘাম। কিন্তু রোদে বের হলে ত্বক কেমন যেন শুষ্ক হয়ে যাচ্ছে। আঙুলের ডগা, গোড়ালি এমনকি ঠোঁটও ফাটে এখনকার গ্রীষ্মকালে। ভাবা যায়? এর কারণ হলো, গরম পড়লেও বাতাসে আর্দ্রতা কম, ফলে ত্বকে টান টান অনুভব হয়, অতিরিক্ত শুষ্কতাও দেখা দেয়। গরমে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে বাড়তি যত্ন নেওয়া চাই।
১ দিন আগেএখন কাঁচা আমের সময়। নববর্ষের প্রথম দিন বানাতে পারেন কাঁচা আমের কয়েক রকমের পদ। রেসিপি ও ছবি দিয়েছেন আফরোজা খানম মুক্তা।
১ দিন আগেআমার গলা, ঘাড়ে ও পিঠে কিছু কালো ছোপ রয়েছে। দাগমুক্ত ত্বকের জন্য কী করতে পারি? নুসরাত জাহান, জয়পুরহাট
১ দিন আগে