অনলাইন ডেস্ক
উড়োজাহাজের কল্যাণে অনেক লম্বা দূরত্বও কম সময়ে পাড়ি দিতে পারি আমরা। তবে স্বাভাবিকভাবেই এতে খরচটাও বেশি পড়ে। তবে কোনো কোনো এয়ারলাইন এই খরচটাও তুলনামূলক বিচারে কম রাখছে। আর এ ক্ষেত্রে সবাইকে টেক্কা দিয়েছে এয়ারএশিয়া। যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান স্কাইট্র্যাক্সের তালিকায় বিশ্বের সবচেয়ে সাশ্রয়ী বিমান সংস্থা এয়ারএশিয়া।
গত সোমবার এই ফলাফল ঘোষণা করা হয়। স্কাইট্র্যাক্সের এই তালিকায় ২০২৪ সালে বিশ্বের সেরা এয়ারলাইন হয়েছে কাতার এয়ারওয়েজ। শুধু সেরা বিমান সংস্থা নয়, সেরা কেবিন স্টাফ, আঞ্চলিক সেবা, সাশ্রয়ী বিমান সংস্থাসহ আরও নানা বিভাগে সেরাদের নাম প্রকাশ করেছে বিমানবন্দর ও বিমান সংস্থার মান নিয়ে কাজ করা প্রতিষ্ঠানটি।
অবশ্য খম খরচের এয়ারলাইনের তালিকায় প্রথম স্থানটি অর্জন এয়ারএশিয়ার জন্য নতুন কিছু নয়। বলা চলে এই বিভাগের প্রথম স্থানটি অনেকটা নিজের করে নিয়েছে তারা। ২০১০ সাল থেকেই এটি তাদের দখলে।
এদিকে কম খরচের বা সাশ্রয়ী এয়ারলাইনের তালিকায় দ্বিতীয় স্থানটি সিঙ্গাপুরের স্কুটের। আর স্পেনের ভলোতেয়ার অবস্থান সাশ্রয়ী এয়ারলাইনের তালিকায় তিনে। স্কাইট্র্যাক্সের বিবেচনায় ভারত ও দক্ষিণ এশিয়ার সবচেয়ে সাশ্রয়ী এয়ারলাইন হলো ইনডিগো।
লন্ডনের বিখ্যাত হিথ্রো বিমানবন্দরের কাছে এক রাজকীয় ম্যানসনে হয় স্কাইট্র্যাক্সের সেরা এয়ারলাইনের তালিকা প্রকাশের অনুষ্ঠানটি। বিভিন্ন এয়ারলাইনের কর্মকর্তা ও কেবিন ক্রুরা এতে অংশ নেন।
সূত্র: ওয়ার্ল্ড এয়ারলাইন এওয়ার্ডস ডট কম
উড়োজাহাজের কল্যাণে অনেক লম্বা দূরত্বও কম সময়ে পাড়ি দিতে পারি আমরা। তবে স্বাভাবিকভাবেই এতে খরচটাও বেশি পড়ে। তবে কোনো কোনো এয়ারলাইন এই খরচটাও তুলনামূলক বিচারে কম রাখছে। আর এ ক্ষেত্রে সবাইকে টেক্কা দিয়েছে এয়ারএশিয়া। যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান স্কাইট্র্যাক্সের তালিকায় বিশ্বের সবচেয়ে সাশ্রয়ী বিমান সংস্থা এয়ারএশিয়া।
গত সোমবার এই ফলাফল ঘোষণা করা হয়। স্কাইট্র্যাক্সের এই তালিকায় ২০২৪ সালে বিশ্বের সেরা এয়ারলাইন হয়েছে কাতার এয়ারওয়েজ। শুধু সেরা বিমান সংস্থা নয়, সেরা কেবিন স্টাফ, আঞ্চলিক সেবা, সাশ্রয়ী বিমান সংস্থাসহ আরও নানা বিভাগে সেরাদের নাম প্রকাশ করেছে বিমানবন্দর ও বিমান সংস্থার মান নিয়ে কাজ করা প্রতিষ্ঠানটি।
অবশ্য খম খরচের এয়ারলাইনের তালিকায় প্রথম স্থানটি অর্জন এয়ারএশিয়ার জন্য নতুন কিছু নয়। বলা চলে এই বিভাগের প্রথম স্থানটি অনেকটা নিজের করে নিয়েছে তারা। ২০১০ সাল থেকেই এটি তাদের দখলে।
এদিকে কম খরচের বা সাশ্রয়ী এয়ারলাইনের তালিকায় দ্বিতীয় স্থানটি সিঙ্গাপুরের স্কুটের। আর স্পেনের ভলোতেয়ার অবস্থান সাশ্রয়ী এয়ারলাইনের তালিকায় তিনে। স্কাইট্র্যাক্সের বিবেচনায় ভারত ও দক্ষিণ এশিয়ার সবচেয়ে সাশ্রয়ী এয়ারলাইন হলো ইনডিগো।
লন্ডনের বিখ্যাত হিথ্রো বিমানবন্দরের কাছে এক রাজকীয় ম্যানসনে হয় স্কাইট্র্যাক্সের সেরা এয়ারলাইনের তালিকা প্রকাশের অনুষ্ঠানটি। বিভিন্ন এয়ারলাইনের কর্মকর্তা ও কেবিন ক্রুরা এতে অংশ নেন।
সূত্র: ওয়ার্ল্ড এয়ারলাইন এওয়ার্ডস ডট কম
কত নামে ডাকবেন তাকে। গুগলে সন্ধান করলে চমকে উঠতে হবে। এর নাম দেখাবে হেয়ার আইল্যান্ড। মনে হবে, আটলান্টিক মহাসাগর কিংবা ক্যারিবীয় কোনো নির্জন দ্বীপের নাম দেখছেন। কিন্তু আপনার ভুল ভাঙবে স্থানীয়দের ডাকা নামটি শুনলে। বুঝবেন, আপনি আছেন কলাগাছিয়ার চরে।
২ দিন আগেযতই উন্মুক্ত হচ্ছে, ততই যেন পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দিচ্ছে সৌদি আরব। দেশটাই একটা চমকজাগানিয়া। মরুভূমি, প্রাচীন বৃক্ষের বন, প্রাচীন জনপদ ও সংস্কৃতি—সবই আছে সৌদি আরবে। আছে নিওম নামের অত্যাধুনিক প্রযুক্তির বিলাসবহুল মেগাসিটি।
২ দিন আগেচীনে চলছে বসন্ত উৎসব কিংবা চান্দ্র নববর্ষের আনন্দমুখর আয়োজন। সারা দেশে এই উৎসব ঐতিহ্যবাহী প্রথা, বাহারি খাবার, সজ্জা, সাংস্কৃতিক পরিবেশনা এবং নানান রীতি-রেওয়াজের মধ্য দিয়ে উদ্যাপিত হচ্ছে।
২ দিন আগেচীনা নববর্ষের ইতিহাস ৩ হাজার বছরেরও বেশি পুরোনো বলে ধারণা করা হয়। এটি শুরু হয়েছিল চীনের প্রাচীন কৃষি ভিত্তিক সমাজে। দেবতা এবং পূর্বপুরুষদের সম্মান, ভালো ফসলের প্রার্থনা এবং মন্দ আত্মা তাড়ানোর সামাজিক প্রথা থেকে এ উৎসবের সূচনা হয়েছিল। প্রায় ১৫ দিন ধরে চলা এ উৎসবের মূলে থাকে পরিবার।
২ দিন আগে