ফিচার ডেস্ক
পর্যটকবান্ধব দেশ শ্রীলঙ্কা। সৈকত, বন্য প্রাণী, প্রাচীন মন্দির দেখতে দেশটিতে ব্যয় আছে বেশ। চলুন, দেখে নেওয়া যাক, শ্রীলঙ্কা ভ্রমণ ব্যয় কমানোর উপায়গুলো কী।
অফ সিজনে ভ্রমণ করা
শ্রীলঙ্কায় ডিসেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত পর্যটকদের ভিড় বেশি থাকে। তাই মে থেকে নভেম্বরের মাঝামাঝি সময়ে ভ্রমণ করলে হোটেল ভাড়াসহ সবকিছুতেই সাশ্রয় হয়।
এয়ারপোর্ট বাস ব্যবহার
কলম্বো এয়ারপোর্ট থেকে শহরে যাওয়ার বাসে খরচ হবে মাত্র ২ দশমিক ৪০ ডলারের মতো।
এই বাসগুলো ট্যাক্সির তুলনায় অনেক সস্তা।
হোমস্টে ও হোস্টেলে থাকা
পরিষ্কার-পরিচ্ছন্ন ও নিরাপদ হোমস্টেগুলোতে প্রতি রাত মাত্র ১১ থেকে ২২ ডলারে থাকা যাবে।
লোকাল বাসে ভ্রমণ
স্থানীয় বাসগুলোতে ভ্রমণ করলে ব্যয় কম। বাসের সংখ্যা কম হলেও প্রায়ই বাস পাওয়া যায়।
ট্রেনের টিকিট আগে কেনা
ক্যান্ডি, এল্লা বা নুয়ারা এলিয়াযর দীর্ঘ পথে যেতে হলে ট্রেনে আগে থেকে রিজার্ভেশন করলে খরচ কম হয়।
থাকার জায়গায় লং টার্ম বুকিং না করা
শ্রীলঙ্কায় গেলে আগে থেকে লং টার্ম বুকিং না করে সেখানে পৌঁছে সরাসরি হোমস্টে কিংবা হোস্টেল মালিকের সঙ্গে কথা বলে নিন। ভাড়া কম পড়বে।
স্থানীয় হোটেলগুলোতে খাওয়াদাওয়া করা
ছোট রেস্তোরাঁ অথবা হোটেলগুলোতে ২ থেকে ৪ ডলারে ভরপেট খাওয়া যায়। স্ন্যাক্স ১ ডলারের কম।
সূত্র: লোনলি প্লানেট
পর্যটকবান্ধব দেশ শ্রীলঙ্কা। সৈকত, বন্য প্রাণী, প্রাচীন মন্দির দেখতে দেশটিতে ব্যয় আছে বেশ। চলুন, দেখে নেওয়া যাক, শ্রীলঙ্কা ভ্রমণ ব্যয় কমানোর উপায়গুলো কী।
অফ সিজনে ভ্রমণ করা
শ্রীলঙ্কায় ডিসেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত পর্যটকদের ভিড় বেশি থাকে। তাই মে থেকে নভেম্বরের মাঝামাঝি সময়ে ভ্রমণ করলে হোটেল ভাড়াসহ সবকিছুতেই সাশ্রয় হয়।
এয়ারপোর্ট বাস ব্যবহার
কলম্বো এয়ারপোর্ট থেকে শহরে যাওয়ার বাসে খরচ হবে মাত্র ২ দশমিক ৪০ ডলারের মতো।
এই বাসগুলো ট্যাক্সির তুলনায় অনেক সস্তা।
হোমস্টে ও হোস্টেলে থাকা
পরিষ্কার-পরিচ্ছন্ন ও নিরাপদ হোমস্টেগুলোতে প্রতি রাত মাত্র ১১ থেকে ২২ ডলারে থাকা যাবে।
লোকাল বাসে ভ্রমণ
স্থানীয় বাসগুলোতে ভ্রমণ করলে ব্যয় কম। বাসের সংখ্যা কম হলেও প্রায়ই বাস পাওয়া যায়।
ট্রেনের টিকিট আগে কেনা
ক্যান্ডি, এল্লা বা নুয়ারা এলিয়াযর দীর্ঘ পথে যেতে হলে ট্রেনে আগে থেকে রিজার্ভেশন করলে খরচ কম হয়।
থাকার জায়গায় লং টার্ম বুকিং না করা
শ্রীলঙ্কায় গেলে আগে থেকে লং টার্ম বুকিং না করে সেখানে পৌঁছে সরাসরি হোমস্টে কিংবা হোস্টেল মালিকের সঙ্গে কথা বলে নিন। ভাড়া কম পড়বে।
স্থানীয় হোটেলগুলোতে খাওয়াদাওয়া করা
ছোট রেস্তোরাঁ অথবা হোটেলগুলোতে ২ থেকে ৪ ডলারে ভরপেট খাওয়া যায়। স্ন্যাক্স ১ ডলারের কম।
সূত্র: লোনলি প্লানেট
ডেজার্ট হিসেবে মিষ্টি কমবেশি সবার প্রিয়। বিশেষ দিনে প্রিয়জনের জন্য ঘরেই বানাতে পারেন সুস্বাদু রসে ভরা কাঁচাগোল্লা। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১৭ ঘণ্টা আগেকম শক্তি, পেট ফাঁপা কিংবা ত্বকের সমস্যার মতো উপসর্গগুলোকে অনেকে ব্যস্ত জীবন বা ভুল খাদ্যাভ্যাসের ফল বলে মনে করেন। এর জন্য তাঁরা ব্যস্ত জীবন বা বাজে খাদ্যাভ্যাসকে দায়ী করেন। ফলে এই বিষয়গুলো উপেক্ষা করা হয়। কিন্তু এর পেছনে লুকিয়ে থাকতে পারে খাদ্য অ্যালার্জি বা অসহিষ্ণুতা।
১৯ ঘণ্টা আগেখুশকি নিয়ে সমস্যায় ভোগেন না, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। কারও মাথায় সাদা গুঁড়ার মতো খুশকি উড়ে বেড়ায়, কারও আবার চুল সব সময় ভারী ও আঠালো লাগে। অনেক সময় মানুষ ধরে নেয়, এটি শুধু চুলে তেল জমে থাকার কারণে হচ্ছে। কিন্তু বাস্তবে, তেলতেলে এবং আঠালো খুশকি একধরনের সমস্যা। এর যত্ন আলাদা ও নিয়মিত নিতে হয়।
২১ ঘণ্টা আগেআজ শনিবার, ১৮ অক্টোবর ২০২৫। গ্রহ-নক্ষত্রের উত্থান-পতন তো চলতেই থাকবে, কিন্তু দিনের শেষে আপনি কী করছেন, সেটাই আসল। তাই সাহস দেখান, ধৈর্য ধরুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ—ফোনটা রেখে কাজে লেগে পড়ুন! ভালো কিছু ঘটলে সেটা আপনার ক্রেডিট, আর খারাপ হলে ‘রাশিফল ভালো ছিল না’ বলে চালিয়ে দিন। আসলে দোষটা আর কারও নয়,
২১ ঘণ্টা আগে