ফিচার ডেস্ক
পর্যটকবান্ধব দেশ শ্রীলঙ্কা। সৈকত, বন্য প্রাণী, প্রাচীন মন্দির দেখতে দেশটিতে ব্যয় আছে বেশ। চলুন, দেখে নেওয়া যাক, শ্রীলঙ্কা ভ্রমণ ব্যয় কমানোর উপায়গুলো কী।
অফ সিজনে ভ্রমণ করা
শ্রীলঙ্কায় ডিসেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত পর্যটকদের ভিড় বেশি থাকে। তাই মে থেকে নভেম্বরের মাঝামাঝি সময়ে ভ্রমণ করলে হোটেল ভাড়াসহ সবকিছুতেই সাশ্রয় হয়।
এয়ারপোর্ট বাস ব্যবহার
কলম্বো এয়ারপোর্ট থেকে শহরে যাওয়ার বাসে খরচ হবে মাত্র ২ দশমিক ৪০ ডলারের মতো।
এই বাসগুলো ট্যাক্সির তুলনায় অনেক সস্তা।
হোমস্টে ও হোস্টেলে থাকা
পরিষ্কার-পরিচ্ছন্ন ও নিরাপদ হোমস্টেগুলোতে প্রতি রাত মাত্র ১১ থেকে ২২ ডলারে থাকা যাবে।
লোকাল বাসে ভ্রমণ
স্থানীয় বাসগুলোতে ভ্রমণ করলে ব্যয় কম। বাসের সংখ্যা কম হলেও প্রায়ই বাস পাওয়া যায়।
ট্রেনের টিকিট আগে কেনা
ক্যান্ডি, এল্লা বা নুয়ারা এলিয়াযর দীর্ঘ পথে যেতে হলে ট্রেনে আগে থেকে রিজার্ভেশন করলে খরচ কম হয়।
থাকার জায়গায় লং টার্ম বুকিং না করা
শ্রীলঙ্কায় গেলে আগে থেকে লং টার্ম বুকিং না করে সেখানে পৌঁছে সরাসরি হোমস্টে কিংবা হোস্টেল মালিকের সঙ্গে কথা বলে নিন। ভাড়া কম পড়বে।
স্থানীয় হোটেলগুলোতে খাওয়াদাওয়া করা
ছোট রেস্তোরাঁ অথবা হোটেলগুলোতে ২ থেকে ৪ ডলারে ভরপেট খাওয়া যায়। স্ন্যাক্স ১ ডলারের কম।
সূত্র: লোনলি প্লানেট
পর্যটকবান্ধব দেশ শ্রীলঙ্কা। সৈকত, বন্য প্রাণী, প্রাচীন মন্দির দেখতে দেশটিতে ব্যয় আছে বেশ। চলুন, দেখে নেওয়া যাক, শ্রীলঙ্কা ভ্রমণ ব্যয় কমানোর উপায়গুলো কী।
অফ সিজনে ভ্রমণ করা
শ্রীলঙ্কায় ডিসেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত পর্যটকদের ভিড় বেশি থাকে। তাই মে থেকে নভেম্বরের মাঝামাঝি সময়ে ভ্রমণ করলে হোটেল ভাড়াসহ সবকিছুতেই সাশ্রয় হয়।
এয়ারপোর্ট বাস ব্যবহার
কলম্বো এয়ারপোর্ট থেকে শহরে যাওয়ার বাসে খরচ হবে মাত্র ২ দশমিক ৪০ ডলারের মতো।
এই বাসগুলো ট্যাক্সির তুলনায় অনেক সস্তা।
হোমস্টে ও হোস্টেলে থাকা
পরিষ্কার-পরিচ্ছন্ন ও নিরাপদ হোমস্টেগুলোতে প্রতি রাত মাত্র ১১ থেকে ২২ ডলারে থাকা যাবে।
লোকাল বাসে ভ্রমণ
স্থানীয় বাসগুলোতে ভ্রমণ করলে ব্যয় কম। বাসের সংখ্যা কম হলেও প্রায়ই বাস পাওয়া যায়।
ট্রেনের টিকিট আগে কেনা
ক্যান্ডি, এল্লা বা নুয়ারা এলিয়াযর দীর্ঘ পথে যেতে হলে ট্রেনে আগে থেকে রিজার্ভেশন করলে খরচ কম হয়।
থাকার জায়গায় লং টার্ম বুকিং না করা
শ্রীলঙ্কায় গেলে আগে থেকে লং টার্ম বুকিং না করে সেখানে পৌঁছে সরাসরি হোমস্টে কিংবা হোস্টেল মালিকের সঙ্গে কথা বলে নিন। ভাড়া কম পড়বে।
স্থানীয় হোটেলগুলোতে খাওয়াদাওয়া করা
ছোট রেস্তোরাঁ অথবা হোটেলগুলোতে ২ থেকে ৪ ডলারে ভরপেট খাওয়া যায়। স্ন্যাক্স ১ ডলারের কম।
সূত্র: লোনলি প্লানেট
২০২৪ সালের এপ্রিলে কে-পপ ব্যান্ড ‘ব্ল্যাকপিঙ্ক’-এর শিল্পী লিসা লাবুবু পুতুল নিয়ে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। সেই ইনস্টাগ্রাম স্টোরিই লাবুবুকে জনপ্রিয় করে তোলে। ২০১৯ সালে বাজারে এলেও এত বছরে খুব একটা জনপ্রিয়তা পায়নি বিদঘুটে দেখতে এই পুতুলগুলো।
২ ঘণ্টা আগেএখন আমড়ার সময়। বাজারে বেশ সস্তায় পাওয়া যাচ্ছে বিভিন্ন আকারের আমড়া। শখের রাঁধুনি যাঁরা এই প্রথমবারের মতো আমড়ার আচার তৈরির কথা ভাবছেন, তাঁদের জন্য আমড়া কুচির টক ঝাল মিষ্টি আচারের রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
৪ ঘণ্টা আগেঅফিস থেকে বাড়ি ফিরেই তড়িঘড়ি—দাওয়াতে যেতে হবে। ওদিকে সারা দিনের স্ট্রেসে ত্বক নিষ্প্রভ দেখাচ্ছে। বেশ সময় নিয়ে ত্বকচর্চা করার উপায়ও তো নেই, তাহলে? ঝটপট ত্বকের ক্লান্তি দূর করতে কয়েকটা টোটকা জেনে নিলেই সমস্যা থেকে মুক্তি মিলবে।
১ দিন আগেএকজন গর্ভবতী তাঁর অনাগত সন্তানের আগমনের জন্য অধীর আগ্রহে প্রস্তুতি নেন। এ সময় তিনি সঙ্গীর কাছ থেকে ভালোবাসা, সাহায্য ও সহমর্মিতা আশা করেন। এসব পাওয়ার পরিবর্তে যদি তিনি আবিষ্কার করেন, তাঁর সঙ্গী পরকীয়ায় আসক্ত হয়ে পড়েছেন; তাহলে এর ফল তাঁর শরীর ও মনের ওপর প্রভাব ফেলে। পাশাপাশি অনাগত সন্তানের...
১ দিন আগে