Ajker Patrika

শ্রীলঙ্কা ভ্রমণে খরচ কমানোর উপায়

ফিচার ডেস্ক
আপডেট : ০১ মে ২০২৫, ০৮: ৩১
ছবি: এএফপি
ছবি: এএফপি

পর্যটকবান্ধব দেশ শ্রীলঙ্কা। সৈকত, বন্য প্রাণী, প্রাচীন মন্দির দেখতে দেশটিতে ব্যয় আছে বেশ। চলুন, দেখে নেওয়া যাক, শ্রীলঙ্কা ভ্রমণ ব্যয় কমানোর উপায়গুলো কী।

অফ সিজনে ভ্রমণ করা

শ্রীলঙ্কায় ডিসেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত পর্যটকদের ভিড় বেশি থাকে। তাই মে থেকে নভেম্বরের মাঝামাঝি সময়ে ভ্রমণ করলে হোটেল ভাড়াসহ সবকিছুতেই সাশ্রয় হয়।

এয়ারপোর্ট বাস ব্যবহার

কলম্বো এয়ারপোর্ট থেকে শহরে যাওয়ার বাসে খরচ হবে মাত্র ২ দশমিক ৪০ ডলারের মতো।

এই বাসগুলো ট্যাক্সির তুলনায় অনেক সস্তা।

হোমস্টে ও হোস্টেলে থাকা

পরিষ্কার-পরিচ্ছন্ন ও নিরাপদ হোমস্টেগুলোতে প্রতি রাত মাত্র ১১ থেকে ২২ ডলারে থাকা যাবে।

লোকাল বাসে ভ্রমণ

স্থানীয় বাসগুলোতে ভ্রমণ করলে ব্যয় কম। বাসের সংখ্যা কম হলেও প্রায়ই বাস পাওয়া যায়।

ট্রেনের টিকিট আগে কেনা

ক্যান্ডি, এল্লা বা নুয়ারা এলিয়াযর দীর্ঘ পথে যেতে হলে ট্রেনে আগে থেকে রিজার্ভেশন করলে খরচ কম হয়।

থাকার জায়গায় লং টার্ম বুকিং না করা

শ্রীলঙ্কায় গেলে আগে থেকে লং টার্ম বুকিং না করে সেখানে পৌঁছে সরাসরি হোমস্টে কিংবা হোস্টেল মালিকের সঙ্গে কথা বলে নিন। ভাড়া কম পড়বে।

স্থানীয় হোটেলগুলোতে খাওয়াদাওয়া করা

ছোট রেস্তোরাঁ অথবা হোটেলগুলোতে ২ থেকে ৪ ডলারে ভরপেট খাওয়া যায়। স্ন্যাক্স ১ ডলারের কম।

সূত্র: লোনলি প্লানেট

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রায় ২৫০ কারখানার পণ্য পুড়ে যাওয়ার আশঙ্কা করছি: বিজিএমইএ সভাপতি

শাহজালালের কার্গো ভিলেজে কী ধরনের পণ্য থাকে

বিমানবন্দরের মতো কৌশলগত স্থাপনায় আগুন নিরাপত্তা ঘাটতির স্পষ্ট প্রমাণ: জামায়াত আমির

এখনো যথেষ্ট আগুন রয়েছে, তবে নিয়ন্ত্রণে

বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন যেসব প্রশ্ন তুলল, সর্বশেষ যা জানা গেল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত