Ajker Patrika

একা ভ্রমণে নজর রাখুন

ফিচার ডেস্ক
একা ভ্রমণে নজর রাখুন

কয়েক দিনের ছুটি আর হাতে অল্প কিছু টাকা হলে ব্যাগ কাঁধে বেরিয়ে পড়েন অনেক তরুণ। যাঁরা প্রথম যাচ্ছেন, তাঁরা ভ্রমণ আরও আনন্দদায়ক করতে মনে রাখতে পারেন কিছু টিপস। 

একা ভ্রমণের ক্ষেত্রে প্রয়োজন ছাড়া নিজেকে পর্যটক হিসেবে উপস্থাপন করবেন না। এতে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত থাকবে। 
বিমানবন্দর, বাস বা রেলস্টেশন থেকে হোটেল বা শহরের কেন্দ্রে যেতে কেমন সময় লাগে এবং কত ব্যয় হতে পারে, তা আগেই জেনে রাখুন। যানবাহন ব্যবহারের ক্ষেত্রে এর ভাড়া আগে থেকে ঠিক করে নিন।

ভ্রমণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হোটেল ঠিক করা। সে ক্ষেত্রে আপনার বাজেট অনুযায়ী এমন হোটেল নির্বাচন করুন, যেখান থেকে আপনি যেকোনো জায়গায় সহজে যোগাযোগ করতে পারবেন। 

ভ্রমণে আপনার সঠিক স্থান নিশ্চিত করুন এবং সব জায়গায় একই পরিচয় দেওয়ার চেষ্টা করুন। বিষয়টি আপনাকে অনেক বিপদ থেকে রক্ষা করবে। রাতে প্রয়োজন ছাড়া বাইরে ঘোরাঘুরি করবেন না। 

যেহেতু একা ভ্রমণের ক্ষেত্রে পরিবার চিন্তিত থাকে, তাই যেখানে যাচ্ছেন, সেখানকার বিস্তারিত তথ্য পরিবার বা বন্ধুদের জানান। এমনকি ভ্রমণের স্থান থেকে আপনার অবস্থান সম্পর্কে নিয়মিত তথ্য দিয়ে রাখুন তাঁদের।

প্রয়োজনীয় ডিভাইসগুলোতে যেন সব সময় চার্জ থাকে, সেই চেষ্টা করুন। এর সঙ্গে গুরুত্বপূর্ণ নম্বরগুলো কাগজে লিখে রাখুন। এ ছাড়া যেকোনো প্রয়োজনে দেখানোর জন্য ব্যক্তিগত কাগজপত্র সঙ্গে রাখুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত