ফিচার ডেস্ক
গিলি লঙ্কানফুশি
ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৫ মিনিটের স্পিডবোট যাত্রায় পৌঁছে যাওয়া যাবে গিলি লঙ্কানফুশি রিসোর্টে। হেঁটে ডেক থেকে ভিলার দিকে যেতে যেতে যে কেউ হারিয়ে যেতে পারেন অসীম সৌন্দর্যের মধ্যে। এখানে ৪৫টি ভিলার মধ্যে কয়েকটি পুলসহ একাধিক বেডরুমযুক্ত ভিলা আছে। যাঁরা নির্জনতা পছন্দ করেন, তাঁদের জন্য প্রথম পছন্দ হতে পারে এই রিসোর্ট। এখানে একটি বাগান আছে। অতিথিরা সেই বাগান থেকে নিজের পছন্দমতো তাজা শাকসবজি বেছে নিতে পারেন। এক বা দুই-বেডরুমের ভিলাগুলোতে আছে ব্যক্তিগত ছাদের টেরেস, ইনফিনিটি পুল, ব্যক্তিগত জিম ও জ্যাকুজির সুবিধা।
দ্য নটিলাস
নটিলাস রিসোর্টে আছে ২৬টি ভিলা। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ঢেউয়ের মতো বাঁক হয়ে গড়ে উঠেছে ভিলাগুলো। এখানে আসা অতিথিরা দিনে বা রাতে যেকোনো কিছু করতে বা খেতে পারেন। এর নিরাপদ সৈকত ১১টি ওয়াটার ভিলা কাস্টম-মেড আসবাবে সজ্জিত। আছে কাঠের পুঁতিযুক্ত ঝাড়বাতি এবং জ্যামিতিক প্যাটার্নে নকশা করা মেঝে। শপিংয়ের জন্য এখানে আশপাশের দ্বীপগুলোর স্থানীয়ভাবে উৎপাদিত দ্রব্য এবং হস্তশিল্পের বিভিন্ন পণ্য পাওয়া যায়।
বলডর্ফ অ্যাস্টোরিয়া মালদ্বীপ ইথাফুশি
বিমানবন্দর থেকে ৪৫ মিনিট পথ পাড়ি দিলেই বলডর্ফ অ্যাস্টোরিয়া মালদ্বীপ ইথাফুশি। এটি মালদ্বীপের বৃহত্তর পাঁচ তারকা রিসোর্টগুলোর অন্যতম। ১১৮টি আবাসনের মধ্যে এখানে আছে ৫৫টি ওয়াটার ভিলা। পাশাপাশি দুটি স্বতন্ত্র স্টেলা মারিস ভিলাও আছে এখানে। এখানকার ওয়াটার ভিলাগুলোর বড় অংশ উন্মুক্ত রাখা হয়েছে। এখানে একটি ইনফিনিটি পুল, একটি ঝুলন্ত ডে বেড, একটি কাবানা এবং একাধিক ওভার ওয়াটার হ্যামক রয়েছে। আলট্রা লাক্স স্টেলা মারিস ভিলাতে ডাইনিং এরিয়া, বারবিকিউ স্টেশনসহ একটি দোতলা ডেক রয়েছে। সামুদ্রিক প্রাণীদের কাছ থেকে দেখার সুযোগ আছে এখানে।
রিটজ-কার্লটন মালদ্বীপ
ফারি দ্বীপপুঞ্জে অবস্থিত রিটজ-কার্লটন মালদ্বীপ। এই পাঁচ তারকা রিসোর্টে ১০০টির বেশি ভিলা আছে পানির ওপর। সাগরের গতির বিষয়টি বিবেচনায় রেখে এই ভিলাগুলো নকশা করা হয়েছে। প্রতিটি নকশা করা হয়েছে অস্ট্রিয়া ও জার্মানি থেকে আনা বৃত্তাকার কাঠ দিয়ে। রিসোর্টটির বেশির ভাগ ভিলায় সৌর প্যানেলযুক্ত ছাদ রয়েছে। এই ভিলার ইনফিনিটি পুলে পুরো দিন কাটিয়ে দেওয়া সম্ভব। এর বিস্তৃত আউটডোর ডেক থেকে স্নরকেলিং করারও সুযোগ আছে।
সূত্র: সিএনএন
গিলি লঙ্কানফুশি
ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৫ মিনিটের স্পিডবোট যাত্রায় পৌঁছে যাওয়া যাবে গিলি লঙ্কানফুশি রিসোর্টে। হেঁটে ডেক থেকে ভিলার দিকে যেতে যেতে যে কেউ হারিয়ে যেতে পারেন অসীম সৌন্দর্যের মধ্যে। এখানে ৪৫টি ভিলার মধ্যে কয়েকটি পুলসহ একাধিক বেডরুমযুক্ত ভিলা আছে। যাঁরা নির্জনতা পছন্দ করেন, তাঁদের জন্য প্রথম পছন্দ হতে পারে এই রিসোর্ট। এখানে একটি বাগান আছে। অতিথিরা সেই বাগান থেকে নিজের পছন্দমতো তাজা শাকসবজি বেছে নিতে পারেন। এক বা দুই-বেডরুমের ভিলাগুলোতে আছে ব্যক্তিগত ছাদের টেরেস, ইনফিনিটি পুল, ব্যক্তিগত জিম ও জ্যাকুজির সুবিধা।
দ্য নটিলাস
নটিলাস রিসোর্টে আছে ২৬টি ভিলা। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ঢেউয়ের মতো বাঁক হয়ে গড়ে উঠেছে ভিলাগুলো। এখানে আসা অতিথিরা দিনে বা রাতে যেকোনো কিছু করতে বা খেতে পারেন। এর নিরাপদ সৈকত ১১টি ওয়াটার ভিলা কাস্টম-মেড আসবাবে সজ্জিত। আছে কাঠের পুঁতিযুক্ত ঝাড়বাতি এবং জ্যামিতিক প্যাটার্নে নকশা করা মেঝে। শপিংয়ের জন্য এখানে আশপাশের দ্বীপগুলোর স্থানীয়ভাবে উৎপাদিত দ্রব্য এবং হস্তশিল্পের বিভিন্ন পণ্য পাওয়া যায়।
বলডর্ফ অ্যাস্টোরিয়া মালদ্বীপ ইথাফুশি
বিমানবন্দর থেকে ৪৫ মিনিট পথ পাড়ি দিলেই বলডর্ফ অ্যাস্টোরিয়া মালদ্বীপ ইথাফুশি। এটি মালদ্বীপের বৃহত্তর পাঁচ তারকা রিসোর্টগুলোর অন্যতম। ১১৮টি আবাসনের মধ্যে এখানে আছে ৫৫টি ওয়াটার ভিলা। পাশাপাশি দুটি স্বতন্ত্র স্টেলা মারিস ভিলাও আছে এখানে। এখানকার ওয়াটার ভিলাগুলোর বড় অংশ উন্মুক্ত রাখা হয়েছে। এখানে একটি ইনফিনিটি পুল, একটি ঝুলন্ত ডে বেড, একটি কাবানা এবং একাধিক ওভার ওয়াটার হ্যামক রয়েছে। আলট্রা লাক্স স্টেলা মারিস ভিলাতে ডাইনিং এরিয়া, বারবিকিউ স্টেশনসহ একটি দোতলা ডেক রয়েছে। সামুদ্রিক প্রাণীদের কাছ থেকে দেখার সুযোগ আছে এখানে।
রিটজ-কার্লটন মালদ্বীপ
ফারি দ্বীপপুঞ্জে অবস্থিত রিটজ-কার্লটন মালদ্বীপ। এই পাঁচ তারকা রিসোর্টে ১০০টির বেশি ভিলা আছে পানির ওপর। সাগরের গতির বিষয়টি বিবেচনায় রেখে এই ভিলাগুলো নকশা করা হয়েছে। প্রতিটি নকশা করা হয়েছে অস্ট্রিয়া ও জার্মানি থেকে আনা বৃত্তাকার কাঠ দিয়ে। রিসোর্টটির বেশির ভাগ ভিলায় সৌর প্যানেলযুক্ত ছাদ রয়েছে। এই ভিলার ইনফিনিটি পুলে পুরো দিন কাটিয়ে দেওয়া সম্ভব। এর বিস্তৃত আউটডোর ডেক থেকে স্নরকেলিং করারও সুযোগ আছে।
সূত্র: সিএনএন
সৌদি আরবের রাজধানী রিয়াদ প্রতিনিয়ত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। সেই পরিবর্তনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ নিদর্শন হচ্ছে কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট (কেএএফডি)—একটি উচ্চাভিলাষী মেগা প্রকল্প, যা ব্যবসা, প্রযুক্তি, পরিবেশবান্ধব নগরায়ণ ও আধুনিক জীবনযাত্রার এক অনন্য মিশ্রণ।
১ ঘণ্টা আগেঘড়ি কেবল সময় দেখার যন্ত্র নয়। বহু আগেই ফ্যাশনের অনুষঙ্গ হয়ে উঠেছে। তবে সাম্প্রতিক সময়ে ঘড়ির ভিন্ন রূপে ফিরে আসা নিয়ে ‘ওয়াচেস অ্যান্ড ওয়ান্ডার্স’ নামের বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে জেনেভায়। যেখানে নামীদামি সব ব্র্যান্ড নিজেদের ঘড়ির পসরা সাজিয়ে বসেছে।
১ দিন আগেতরমুজ গ্রীষ্মকালের অন্যতম জনপ্রিয় ফল। তাজা, রসাল এবং মিষ্টি না হলে এই ফলে সত্যিকার স্বাদ পাওয়া যায় না। তরমুজ কেবল সুস্বাদুই নয়, স্বাস্থ্যের জন্যও ভালো। গরমকালে তরমুজ হাইড্রেটেড থাকতে সাহায্য করে, কারণ এর বেশির ভাগই পানি। এতে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে।
১ দিন আগেরাশা থাডানির দিকে তাকালে তরুণী রাভিনার কথা মনে পড়বে অনেকের। রাশা থাডানির জেল্লাদার ত্বক দারুণ ঈর্ষণীয়। হ্যাঁ, স্বীকার করতে হবে এমন ত্বক পেতে বেশ পরিশ্রম করতে হয় তাঁকে। সুন্দর ও তরতাজা থাকার জন্য এই গ্রীষ্মে না হয় রাশার রূপ রুটিনই অনুসরণ করলেন।
২ দিন আগে