সৈয়দা সাদিয়া শাহরীন
আমরা আবারও আঁকাবাঁকা পাহাড়ি পথ ধরে যাচ্ছি। এবার তুলনামূলক নিচের দিকে, গ্যাংটকের উদ্দেশে। আবারও সবার গানের সুরে আনন্দ করতে করতে। আগের মতো আকাশ ভাই আর ভুবন গান গেয়ে মাতিয়ে রাখলেও এদিন সৌরভ ভাইয়ের প্রতিভাটা ছেয়ে ছিল সবার মনে।
সৌরভ ভাই পুরান ঢাকার বাসিন্দা। নবাবগঞ্জের দিকে বাড়ি। বয়স কম। মাদ্রাসায় পড়াশোনা করেছেন। সেই সুবাদে আমাদের সুরা ইয়াসিন তিলাওয়াত করে শুনিয়েছেন। আমরা মুগ্ধ হয়ে চুপ করে শুনছিলাম। এতটা অসাধারণ তাঁর তিলাওয়াতের কণ্ঠ! কিন্তু এই বেচারা বেশ ভালোই বিপদে পড়ে গিয়েছিলেন এত লম্বা ভ্রমণে। প্রথমত, তিনি এত দূর ভ্রমণ করতে পারছিলেন না। বেলায় বেলায় অসুস্থ হয়ে যাচ্ছিলেন। দ্বিতীয়ত, কোনো কিছু খেতে পারছিলেন না। তিনি বড্ড বেশি বেছে বেছে খান। নিজের মনমতো জিনিস না পাওয়ায় ঠিকমতো খেতে পারেননি। সে জন্য শারীরিকভাবে দুর্বলও হয়ে পড়েছিলেন। সঙ্গে মাথাব্যথা আর বমি তো হচ্ছিলই।
এদিন গ্যাংটকে ফিরতে খুব বেশি সময় লাগেনি। কারণ আমরা তেমন প্রয়োজন ছাড়া কোথাও থামিনি। এক-দুইটা ঝরনা দেখা বাকি ছিল বলে পান্ডেজি সেখানে সেখানে থামিয়েছিলেন। আর উত্তরে ঢোকার সময় যে দৃশ্যগুলো অন্ধকার নামায় দেখতে পারিনি, সেগুলো এদিন দেখে নিলাম। মনোমুগ্ধকর তিস্তা নদীর ধার বেয়ে উঁচু পাহাড়ের পথ দিয়ে নিচের দিকে নামছিলাম। রাত ৮টার মধ্যে গ্যাংটকে পৌঁছে গেলাম। উঠলাম আগের হোটেলেই। কিন্তু এবার ভিন্ন কক্ষ দেওয়া হলো আমাদের। জ্বর অনেকখানি কমে গেলেও শরীর দুর্বল হয়েছিল। গা ব্যথা ছিল প্রচণ্ড। আসতে আসতে বারবার বলছিলাম ভুবনকে, ‘যত যা কিছু হোক, আমি কিন্তু সকালে ম্যাসাজ করাব। হোটেলের উল্টো পাশেই স্পা সেন্টার আছে।’
সবার সিদ্ধান্ত ছিল সকাল সকাল শিলিগুড়ি ফিরে যাবে। আর কোথাও ঘুরবে না। পরদিন বিকেলে নাকি আকাশ ভাইদের বাসের টিকিট কাটা আছে। তাঁদের কথা শুনে সৌরভ ভাইরাও আর থাকতে চাইলেন না। তাঁদের দুজনের টিকিট আছে এর পরের দিন। আর আমাদের তারও পরের দিন। সবাই চলে যাবে ভেবে আমরাও সিদ্ধান্ত নিলাম চলে যাব একসঙ্গে। যেহেতু শরীর খারাপ, তাই আর একা ঘোরাঘুরি করার ইচ্ছে ছিল না। আবার ভাবলাম, বাকিরা চলে গেলে খুব আনন্দও করতে পারব না। যাই হোক, এসব সিদ্ধান্ত শেষে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। খাবার খেতে যাওয়ার মতো অবস্থায় নেই কেউ। তাই ফরমাশ দিলাম রুমেই যেন দিয়ে যায়। ভেবেছিলাম জ্বরের মুখে সুপ খেলে ভালো লাগবে। সঙ্গে নুডল্স নিয়েছিলাম। সুপটা কোনো রকমে গিলতে পারলেও নুডল্সটা একদম খেতে পারছিলাম না। আমার কাছে দুইটাই বিস্বাদ লাগছিল। ভুবন যদিও সুপটা খেতে পেরেছিল, কিন্তু নুডল্সটা একদম না। খাবার নষ্ট করে মায়া লাগছিল। আবার আমাদের এতই খারাপ অবস্থা যে বিন্দুমাত্র বেশি খেতে পারছিলাম না। কালো চা খেয়েছিলাম খুব কষ্টে। ভেবেছিলাম খেলে কাজে দেবে। জ্বর বাড়ছিল। এক ফাঁকে মাসুম ভাই এসে দেখে গেলেন। ওষুধও দিয়ে গেলেন খেতে। আমরা সময় নষ্ট করলাম না। খেয়েদেয়ে যত জলদি সম্ভব ঘুমানোর চেষ্টা করতে লাগলাম। একে তো কনকনে শীত, তার ওপর জ্বর। মাথা ঘুরছিল। আপাদমস্তক ব্যথা তো ছিলই। সেদিন ভুবনের চেয়ে আমার অবস্থা ছিল বেগতিক। ওর গায়ে যতটা শক্তি ছিল আমার গায়ে তার তিল পরিমাণও ছিল না। ওষুধ খেয়ে ওর কাজে দিলেও আমার হচ্ছিল না তেমন। কোনো রকমে রাতটা পার করলাম। শুয়ে ভাবছিলাম, কী অলক্ষুনে জ্বর এল রে বাবা।
আনন্দটাই মাটি হয়ে গেল। শরীর ভালো থাকলে পরের দিনটা গ্যাংটকে থেকে ঘুরতাম। কিন্তু ভাগ্যে আর সেটা লেখা ছিল না। এই আফসোস বইতে বইতে হয়তো আবার কোনো একদিন গিয়ে হাজির হব লাল পান্ডার শহরে। সেদিন হয়তো অনেক বেশি সুস্থ থাকব। ঘুরে বেড়াব আরও কিছু ‘অমায়িক সুন্দর’ স্থান। হয়তো চিড়িয়াখানায় গিয়ে স্বচক্ষে দেখব লাল পান্ডার গড়াগড়ি। খুব ইচ্ছে ছিল সেখানকার বিখ্যাত খাবার মমো খাওয়ার। ভালো মমো খেতে যাওয়ার সেই সময়টা আর কোথায় পেলাম! হয়তো সেটাও পূরণ হবে পরেরবার। হয়তো এর পরে এসে অপ্রয়োজনে হলেও বডি ম্যাসাজটা করিয়ে নেব। ‘হয়তো’গুলো ভাবতে ভাবতে আর চোখে এই ভ্রমণের স্মৃতিগুলো নিয়ে কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম। খুব ভালো ঘুম না হলেও ক্লান্ত থাকায় আগের দিনের তুলনায় বেশি ঘুমালাম। খুব জরুরি ছিল, ঘুম।
চলবে...
আমরা আবারও আঁকাবাঁকা পাহাড়ি পথ ধরে যাচ্ছি। এবার তুলনামূলক নিচের দিকে, গ্যাংটকের উদ্দেশে। আবারও সবার গানের সুরে আনন্দ করতে করতে। আগের মতো আকাশ ভাই আর ভুবন গান গেয়ে মাতিয়ে রাখলেও এদিন সৌরভ ভাইয়ের প্রতিভাটা ছেয়ে ছিল সবার মনে।
সৌরভ ভাই পুরান ঢাকার বাসিন্দা। নবাবগঞ্জের দিকে বাড়ি। বয়স কম। মাদ্রাসায় পড়াশোনা করেছেন। সেই সুবাদে আমাদের সুরা ইয়াসিন তিলাওয়াত করে শুনিয়েছেন। আমরা মুগ্ধ হয়ে চুপ করে শুনছিলাম। এতটা অসাধারণ তাঁর তিলাওয়াতের কণ্ঠ! কিন্তু এই বেচারা বেশ ভালোই বিপদে পড়ে গিয়েছিলেন এত লম্বা ভ্রমণে। প্রথমত, তিনি এত দূর ভ্রমণ করতে পারছিলেন না। বেলায় বেলায় অসুস্থ হয়ে যাচ্ছিলেন। দ্বিতীয়ত, কোনো কিছু খেতে পারছিলেন না। তিনি বড্ড বেশি বেছে বেছে খান। নিজের মনমতো জিনিস না পাওয়ায় ঠিকমতো খেতে পারেননি। সে জন্য শারীরিকভাবে দুর্বলও হয়ে পড়েছিলেন। সঙ্গে মাথাব্যথা আর বমি তো হচ্ছিলই।
এদিন গ্যাংটকে ফিরতে খুব বেশি সময় লাগেনি। কারণ আমরা তেমন প্রয়োজন ছাড়া কোথাও থামিনি। এক-দুইটা ঝরনা দেখা বাকি ছিল বলে পান্ডেজি সেখানে সেখানে থামিয়েছিলেন। আর উত্তরে ঢোকার সময় যে দৃশ্যগুলো অন্ধকার নামায় দেখতে পারিনি, সেগুলো এদিন দেখে নিলাম। মনোমুগ্ধকর তিস্তা নদীর ধার বেয়ে উঁচু পাহাড়ের পথ দিয়ে নিচের দিকে নামছিলাম। রাত ৮টার মধ্যে গ্যাংটকে পৌঁছে গেলাম। উঠলাম আগের হোটেলেই। কিন্তু এবার ভিন্ন কক্ষ দেওয়া হলো আমাদের। জ্বর অনেকখানি কমে গেলেও শরীর দুর্বল হয়েছিল। গা ব্যথা ছিল প্রচণ্ড। আসতে আসতে বারবার বলছিলাম ভুবনকে, ‘যত যা কিছু হোক, আমি কিন্তু সকালে ম্যাসাজ করাব। হোটেলের উল্টো পাশেই স্পা সেন্টার আছে।’
সবার সিদ্ধান্ত ছিল সকাল সকাল শিলিগুড়ি ফিরে যাবে। আর কোথাও ঘুরবে না। পরদিন বিকেলে নাকি আকাশ ভাইদের বাসের টিকিট কাটা আছে। তাঁদের কথা শুনে সৌরভ ভাইরাও আর থাকতে চাইলেন না। তাঁদের দুজনের টিকিট আছে এর পরের দিন। আর আমাদের তারও পরের দিন। সবাই চলে যাবে ভেবে আমরাও সিদ্ধান্ত নিলাম চলে যাব একসঙ্গে। যেহেতু শরীর খারাপ, তাই আর একা ঘোরাঘুরি করার ইচ্ছে ছিল না। আবার ভাবলাম, বাকিরা চলে গেলে খুব আনন্দও করতে পারব না। যাই হোক, এসব সিদ্ধান্ত শেষে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। খাবার খেতে যাওয়ার মতো অবস্থায় নেই কেউ। তাই ফরমাশ দিলাম রুমেই যেন দিয়ে যায়। ভেবেছিলাম জ্বরের মুখে সুপ খেলে ভালো লাগবে। সঙ্গে নুডল্স নিয়েছিলাম। সুপটা কোনো রকমে গিলতে পারলেও নুডল্সটা একদম খেতে পারছিলাম না। আমার কাছে দুইটাই বিস্বাদ লাগছিল। ভুবন যদিও সুপটা খেতে পেরেছিল, কিন্তু নুডল্সটা একদম না। খাবার নষ্ট করে মায়া লাগছিল। আবার আমাদের এতই খারাপ অবস্থা যে বিন্দুমাত্র বেশি খেতে পারছিলাম না। কালো চা খেয়েছিলাম খুব কষ্টে। ভেবেছিলাম খেলে কাজে দেবে। জ্বর বাড়ছিল। এক ফাঁকে মাসুম ভাই এসে দেখে গেলেন। ওষুধও দিয়ে গেলেন খেতে। আমরা সময় নষ্ট করলাম না। খেয়েদেয়ে যত জলদি সম্ভব ঘুমানোর চেষ্টা করতে লাগলাম। একে তো কনকনে শীত, তার ওপর জ্বর। মাথা ঘুরছিল। আপাদমস্তক ব্যথা তো ছিলই। সেদিন ভুবনের চেয়ে আমার অবস্থা ছিল বেগতিক। ওর গায়ে যতটা শক্তি ছিল আমার গায়ে তার তিল পরিমাণও ছিল না। ওষুধ খেয়ে ওর কাজে দিলেও আমার হচ্ছিল না তেমন। কোনো রকমে রাতটা পার করলাম। শুয়ে ভাবছিলাম, কী অলক্ষুনে জ্বর এল রে বাবা।
আনন্দটাই মাটি হয়ে গেল। শরীর ভালো থাকলে পরের দিনটা গ্যাংটকে থেকে ঘুরতাম। কিন্তু ভাগ্যে আর সেটা লেখা ছিল না। এই আফসোস বইতে বইতে হয়তো আবার কোনো একদিন গিয়ে হাজির হব লাল পান্ডার শহরে। সেদিন হয়তো অনেক বেশি সুস্থ থাকব। ঘুরে বেড়াব আরও কিছু ‘অমায়িক সুন্দর’ স্থান। হয়তো চিড়িয়াখানায় গিয়ে স্বচক্ষে দেখব লাল পান্ডার গড়াগড়ি। খুব ইচ্ছে ছিল সেখানকার বিখ্যাত খাবার মমো খাওয়ার। ভালো মমো খেতে যাওয়ার সেই সময়টা আর কোথায় পেলাম! হয়তো সেটাও পূরণ হবে পরেরবার। হয়তো এর পরে এসে অপ্রয়োজনে হলেও বডি ম্যাসাজটা করিয়ে নেব। ‘হয়তো’গুলো ভাবতে ভাবতে আর চোখে এই ভ্রমণের স্মৃতিগুলো নিয়ে কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম। খুব ভালো ঘুম না হলেও ক্লান্ত থাকায় আগের দিনের তুলনায় বেশি ঘুমালাম। খুব জরুরি ছিল, ঘুম।
চলবে...
ছুটির দিন সকালে আয়েশ করে একটু ভিন্ন ধরনের নাশতা করতে কে না চায়? তবে তার জন্য সময় ব্যয় করতেও মন সায় দেয় না। তাই চটজলদি মজাদার কিছু খেতে চাইলে তৈরি করে ফেলুন লুচি। আর লুচির সঙ্গে খাওয়ার জন্য আলুর ঝোল। লুচি গড়তে তো সবাই পারেন। তবে আলুর ঝোলের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১৩ ঘণ্টা আগেবিমান ভ্রমণ কখনো কখনো দীর্ঘ হতে পারে। এর মধ্যে যাত্রীরা একাধিকবার খাবার খান, একটু ঘুমিয়ে নেন। দীর্ঘ ভ্রমণের সময় কাপড় বদলানো আরামদায়ক মনে হতে পারে। অনেকেই স্বস্তির জন্য ভ্রমণের সময় আরামদায়ক পোশাক পরে নেন। পোশাক পরিবর্তনের এই ভ্রমণসংক্রান্ত দ্বিধা নিয়ে বেশ কয়েকজন বিশেষজ্ঞ মতামত দিয়েছেন।
১৪ ঘণ্টা আগেস্কিন ডায়েট হলো এমন এক খাদ্যাভ্যাস, যেখানে স্বাস্থ্যকর ত্বক পেতে নির্দিষ্ট কিছু খাবার খাওয়া ও পানীয় পান করা হয়। এর মূল উদ্দেশ্য হলো, ত্বক ভেতর থেকে সুস্থ ও উজ্জ্বল রাখা, ব্রণের মতো সমস্যা কমানো, দাগছোপ ও অকালে বলিরেখা পড়তে না দেওয়া এবং ত্বকের অকালবার্ধক্য প্রতিরোধ করা।...
১৭ ঘণ্টা আগেবিদেশ ভ্রমণের আনন্দ ধরে রাখতে চাইলে কিছুটা পরিকল্পনা, সময়জ্ঞান ও সচেতনতা প্রয়োজন। দীর্ঘ সারি, লাগেজের ঝামেলা, সময়মতো না পৌঁছানো, এমনকি বোর্ডিং পাস হারানোর মতো সাধারণ ভুল যাত্রাকে করে তুলতে পারে বিরক্তিকর। কিছু ছোট প্রস্তুতি ও সচেতনতা পুরো ভ্রমণ অভিজ্ঞতাকে বদলে দিতে পারে।...
২০ ঘণ্টা আগে