ফিচার ডেস্ক
চলতি বছরের প্রথম পাঁচ মাসে ফিলিপাইন ভ্রমণ করেছেন প্রায় সাড়ে ২৫ লাখ বিদেশি পর্যটক। এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ২ শতাংশ কম।
‘বিজনেস মিরর’ জানিয়েছে, দক্ষিণ কোরিয়ান পর্যটকদের মৃত্যুসংক্রান্ত একাধিক ঘটনার কারণে ফিলিপাইনে ভ্রমণ নিয়ে নিরাপত্তাজনিত উদ্বেগ দেখা দিয়েছে। দেশটিতে বিদেশি পর্যটকের সংখ্যা প্রতিবেশী দেশগুলোর তুলনায় অনেক
কম। ৩৬ হাজার কিলোমিটারের বেশি উপকূলরেখাসমৃদ্ধ ফিলিপাইন ২০২৪ সালের ‘ওয়ার্ল্ড ট্রাভেল অ্যাওয়ার্ডস’-এ ‘এশিয়ার সেরা সৈকত গন্তব্য’ হিসেবে স্বীকৃতি অর্জন করেছিল। এ বছর দেশটি প্রায় ৮৫ লাখ বিদেশি পর্যটক ভ্রমণ করবেন—এমন একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এটি গত বছরের তুলনায় ৫৫ শতাংশ বেশি।
সূত্র: ডেইলি মাইল
চলতি বছরের প্রথম পাঁচ মাসে ফিলিপাইন ভ্রমণ করেছেন প্রায় সাড়ে ২৫ লাখ বিদেশি পর্যটক। এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ২ শতাংশ কম।
‘বিজনেস মিরর’ জানিয়েছে, দক্ষিণ কোরিয়ান পর্যটকদের মৃত্যুসংক্রান্ত একাধিক ঘটনার কারণে ফিলিপাইনে ভ্রমণ নিয়ে নিরাপত্তাজনিত উদ্বেগ দেখা দিয়েছে। দেশটিতে বিদেশি পর্যটকের সংখ্যা প্রতিবেশী দেশগুলোর তুলনায় অনেক
কম। ৩৬ হাজার কিলোমিটারের বেশি উপকূলরেখাসমৃদ্ধ ফিলিপাইন ২০২৪ সালের ‘ওয়ার্ল্ড ট্রাভেল অ্যাওয়ার্ডস’-এ ‘এশিয়ার সেরা সৈকত গন্তব্য’ হিসেবে স্বীকৃতি অর্জন করেছিল। এ বছর দেশটি প্রায় ৮৫ লাখ বিদেশি পর্যটক ভ্রমণ করবেন—এমন একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এটি গত বছরের তুলনায় ৫৫ শতাংশ বেশি।
সূত্র: ডেইলি মাইল
পিৎজার জন্মস্থান ইতালি, এটা প্রায় সবার জানা। এ খাবার নিয়ে পৃথিবীজুড়ে যে উন্মাদনা, তা বলে শেষ করার নয়। বরং চলুন, জেনে নেওয়া যাক, এটি নিয়ে বড় বড় উৎসব কোথায় হয়। এসব উৎসব কিন্তু ঢাকার পিৎজা শপগুলোর মূল্যছাড়ের উৎসব নয়; লাখ লাখ মানুষের উপস্থিতিতে মুখরিত ও শিহরণ জাগানো উৎসব।
৪ ঘণ্টা আগেশরতের আবহাওয়ায় ভীষণ শুষ্ক। বাতাসে প্রচুর ধুলাবালু ও কাশফুলের রেণু উড়ে বেড়ায়। এগুলো ত্বকে ময়লার আবরণ সৃষ্টি করে। এ ছাড়া ত্বকে চুলকানিসহ নানান সমস্যার জন্ম দেয়। তার ওপর আছে পিছু না ছাড়া সানট্যান। সাবান, বডিওয়াশ, ফেসওয়াশ দিয়ে ত্বক পরিষ্কার করাই যথেষ্ট নয়। ত্বক ভেতর থেকে ধুলাবালু মুক্ত রাখতে হবে।
১ দিন আগেকাশফুল ফোটার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে পূজার আয়োজন। পূজা মানে উৎসব। আর আমাদের যেকোনো উৎসবের অন্যতম অনুষঙ্গ রঙিন পোশাক। বাজারে আসতে শুরু করেছে সেসব। আর চলছে জোর বিজ্ঞাপন।
১ দিন আগেএখন তালের মৌসুম। বছরের এই একটি সময় রসিয়ে রসিয়ে তাল খাওয়ার সময়। মৌসুম বলে বাজারে প্রচুর পাওয়া যাচ্ছে এই ফল। কিনে এনে তৈরি করে ফেলতে পারেন মনের মতো কোনো খাবার।
১ দিন আগে