ফিচার ডেস্ক
কে-পপ সংস্কৃতি এখন বিশ্বময় সমাদৃত। পুরো বিশ্বের তরুণেরা এ সংস্কৃতির প্রতি ভীষণ দুর্বল। তাই অনেকে এখন দক্ষিণ কোরিয়া ভ্রমণ করতে, এমনকি সে দেশের ভাষা শিখতেও আগ্রহী হয়ে উঠছে। তরুণ পর্যটকেরা দক্ষিণ কোরিয়া ভ্রমণ করছে কে-পপ মিউজিক ভিডিও এবং কে-নাটক শুটিংয়ের জায়গাগুলো দেখার জন্য। দেশটি সারা বিশ্বের তরুণদের এ প্রবণতাকে নিজেদের পর্যটনশিল্প বিকাশে কাজে লাগাতে চাইছে। ধারণা করা হচ্ছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার ভ্রমণকারীদের জন্য কে-কালচার ট্রেনিং ভিসা দক্ষিণ কোরিয়া ভ্রমণ অনেক সহজ করে দেবে।
সংবাদ সংস্থা সিএনএন জানিয়েছে, দক্ষিণ কোরিয়া শিগগির পর্যটকদের নতুন ভিসা চালু করতে যাচ্ছে। একে বলা হচ্ছে ‘কে-কালচার ট্রেনিং ভিসা’। কে-পপ ঘরানার নাচ, কোরিওগ্রাফি এবং মডেলিংয়ে প্রশিক্ষণ নিতে ইচ্ছুক পর্যটকেরা এ ভিসার আবেদন করতে পারবে। গত সোমবার এ ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়ার অর্থ মন্ত্রণালয়। এ বছরের শেষের দিকে এ বিষয়ে বিশদ জানা যাবে বলে জানিয়েছে সিএনএন।
নব্বইয়ের দশক থেকে কে-ওয়েভ নামে দক্ষিণ কোরিয়ার রপ্তানিমুখী সংস্কৃতির উত্থান। গত দশকে এটি বিশ্বময় জনপ্রিয়তা পায় বিটিএস এবং ব্ল্যাকপিঙ্কের মতো দারুণ সব ব্যান্ডের জন্য। এ ব্যান্ডগুলো এখন ভেঙে গেলেও আন্তর্জাতিক সংগীত চার্টে তাদের অবস্থান বেশ শক্ত। কোরিয়ান নাটক, সিনেমা ও সিরিজগুলো এখন স্ট্রিমিং জায়ান্ট প্ল্যাটফর্মগুলোতে তুমুল জনপ্রিয়। ইতিমধ্যে ‘স্কুইড গেম’খ্যাত অভিনেতা লি জং-জে দক্ষিণ কোরিয়ার পর্যটনদূত হয়েছেন।
সিএনএন জানিয়েছে, গত বছর প্রায় ১১ মিলিয়ন ভ্রমণকারী দক্ষিণ কোরিয়া ভ্রমণ করেছিল। এ সংখ্যা ২০২২ সালের চেয়ে বেশি হলেও ২০১৯ সালের চেয়ে কম। দেশটির সরকারি তথ্য জানাচ্ছে, ২০১৯ সালে দেশটিতে ১৭ দশমিক ৫ মিলিয়নের বেশি মানুষ ভ্রমণ করেছিল। ভ্রমণকারী কমে যাওয়ায় দেশটিতে পর্যটন খাতে আয়ও কমে গেছে। পর্যটন খাতে আয় বাড়াতে দক্ষিণ কোরিয়ার অর্থ মন্ত্রণালয় পর্যটন ভিসা সহজ করার কাজ হাতে নিয়েছে।
এই বছরের শুরুতে ওয়ার্ক ভিসা বাস্তবায়ন করে দক্ষিণ কোরিয়া ‘ডিজিটাল যাযাবর’দের জন্য সে দেশে থাকা এবং কাজ করা সহজ করে দিয়েছে। সরকার এ প্রকল্প আরও বাড়ানোর কথা ভাবছে, যাতে সবচেয়ে কম আয় করা কর্মীরাও দেশটিতে কাজ করার সময় ভ্রমনও করতে পারেন। বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণ কোরিয়ার ভিসা সহজ করার এ উদ্যোগগুলো শুধু পর্যটনেই নয়, দেশটির শ্রমশক্তিও বাড়াতে ভূমিকা রাখবে। এ ছাড়া সন্তান জন্মহারে নিচের দিকে থাকা দেশটিতে জনসংখ্যার সংকটও কমিয়ে আনতে পারে।
কে-পপ সংস্কৃতি এখন বিশ্বময় সমাদৃত। পুরো বিশ্বের তরুণেরা এ সংস্কৃতির প্রতি ভীষণ দুর্বল। তাই অনেকে এখন দক্ষিণ কোরিয়া ভ্রমণ করতে, এমনকি সে দেশের ভাষা শিখতেও আগ্রহী হয়ে উঠছে। তরুণ পর্যটকেরা দক্ষিণ কোরিয়া ভ্রমণ করছে কে-পপ মিউজিক ভিডিও এবং কে-নাটক শুটিংয়ের জায়গাগুলো দেখার জন্য। দেশটি সারা বিশ্বের তরুণদের এ প্রবণতাকে নিজেদের পর্যটনশিল্প বিকাশে কাজে লাগাতে চাইছে। ধারণা করা হচ্ছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার ভ্রমণকারীদের জন্য কে-কালচার ট্রেনিং ভিসা দক্ষিণ কোরিয়া ভ্রমণ অনেক সহজ করে দেবে।
সংবাদ সংস্থা সিএনএন জানিয়েছে, দক্ষিণ কোরিয়া শিগগির পর্যটকদের নতুন ভিসা চালু করতে যাচ্ছে। একে বলা হচ্ছে ‘কে-কালচার ট্রেনিং ভিসা’। কে-পপ ঘরানার নাচ, কোরিওগ্রাফি এবং মডেলিংয়ে প্রশিক্ষণ নিতে ইচ্ছুক পর্যটকেরা এ ভিসার আবেদন করতে পারবে। গত সোমবার এ ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়ার অর্থ মন্ত্রণালয়। এ বছরের শেষের দিকে এ বিষয়ে বিশদ জানা যাবে বলে জানিয়েছে সিএনএন।
নব্বইয়ের দশক থেকে কে-ওয়েভ নামে দক্ষিণ কোরিয়ার রপ্তানিমুখী সংস্কৃতির উত্থান। গত দশকে এটি বিশ্বময় জনপ্রিয়তা পায় বিটিএস এবং ব্ল্যাকপিঙ্কের মতো দারুণ সব ব্যান্ডের জন্য। এ ব্যান্ডগুলো এখন ভেঙে গেলেও আন্তর্জাতিক সংগীত চার্টে তাদের অবস্থান বেশ শক্ত। কোরিয়ান নাটক, সিনেমা ও সিরিজগুলো এখন স্ট্রিমিং জায়ান্ট প্ল্যাটফর্মগুলোতে তুমুল জনপ্রিয়। ইতিমধ্যে ‘স্কুইড গেম’খ্যাত অভিনেতা লি জং-জে দক্ষিণ কোরিয়ার পর্যটনদূত হয়েছেন।
সিএনএন জানিয়েছে, গত বছর প্রায় ১১ মিলিয়ন ভ্রমণকারী দক্ষিণ কোরিয়া ভ্রমণ করেছিল। এ সংখ্যা ২০২২ সালের চেয়ে বেশি হলেও ২০১৯ সালের চেয়ে কম। দেশটির সরকারি তথ্য জানাচ্ছে, ২০১৯ সালে দেশটিতে ১৭ দশমিক ৫ মিলিয়নের বেশি মানুষ ভ্রমণ করেছিল। ভ্রমণকারী কমে যাওয়ায় দেশটিতে পর্যটন খাতে আয়ও কমে গেছে। পর্যটন খাতে আয় বাড়াতে দক্ষিণ কোরিয়ার অর্থ মন্ত্রণালয় পর্যটন ভিসা সহজ করার কাজ হাতে নিয়েছে।
এই বছরের শুরুতে ওয়ার্ক ভিসা বাস্তবায়ন করে দক্ষিণ কোরিয়া ‘ডিজিটাল যাযাবর’দের জন্য সে দেশে থাকা এবং কাজ করা সহজ করে দিয়েছে। সরকার এ প্রকল্প আরও বাড়ানোর কথা ভাবছে, যাতে সবচেয়ে কম আয় করা কর্মীরাও দেশটিতে কাজ করার সময় ভ্রমনও করতে পারেন। বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণ কোরিয়ার ভিসা সহজ করার এ উদ্যোগগুলো শুধু পর্যটনেই নয়, দেশটির শ্রমশক্তিও বাড়াতে ভূমিকা রাখবে। এ ছাড়া সন্তান জন্মহারে নিচের দিকে থাকা দেশটিতে জনসংখ্যার সংকটও কমিয়ে আনতে পারে।
জুতা ডিজাইনে আলিম লতিফের রয়েছে ব্যতিক্রমী দৃষ্টিভঙ্গি। আলিম লতিফ বিশ্বাস করেন, জুতা কখনোই লৈঙ্গিকভিত্ত ছিল না। রাজা চতুর্দশ লুই থেকে শুরু করে গ্ল্যাম রকের যুগ পর্যন্ত, পুরুষেরা প্ল্যাটফর্ম জুতা (উঁচু হিলযুক্ত) পরতেন। কিন্তু হঠাৎ করে কেন তা হারিয়ে গেল? এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তিনি তাঁর ব্র্যান্ড
১১ ঘণ্টা আগেকত নামে ডাকবেন তাকে। গুগলে সন্ধান করলে চমকে উঠতে হবে। এর নাম দেখাবে হেয়ার আইল্যান্ড। মনে হবে, আটলান্টিক মহাসাগর কিংবা ক্যারিবীয় কোনো নির্জন দ্বীপের নাম দেখছেন। কিন্তু আপনার ভুল ভাঙবে স্থানীয়দের ডাকা নামটি শুনলে। বুঝবেন, আপনি আছেন কলাগাছিয়ার চরে।
৩ দিন আগেযতই উন্মুক্ত হচ্ছে, ততই যেন পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দিচ্ছে সৌদি আরব। দেশটাই একটা চমকজাগানিয়া। মরুভূমি, প্রাচীন বৃক্ষের বন, প্রাচীন জনপদ ও সংস্কৃতি—সবই আছে সৌদি আরবে। আছে নিওম নামের অত্যাধুনিক প্রযুক্তির বিলাসবহুল মেগাসিটি।
৩ দিন আগেচীনে চলছে বসন্ত উৎসব কিংবা চান্দ্র নববর্ষের আনন্দমুখর আয়োজন। সারা দেশে এই উৎসব ঐতিহ্যবাহী প্রথা, বাহারি খাবার, সজ্জা, সাংস্কৃতিক পরিবেশনা এবং নানান রীতি-রেওয়াজের মধ্য দিয়ে উদ্যাপিত হচ্ছে।
৩ দিন আগে