ভ্রমণ ডেস্ক
বিশ্বের প্রাচীনতম হোটেল
বিশ্বের প্রাচীনতম হোটেলে থাকতে হলে আপনাকে যেতে হবে জাপান। হোটেলটির বয়স ১ হাজার ৩০০ বছরের বেশি। এটি পরিচালিত হচ্ছে একই পরিবারের ৫২টি ভিন্ন প্রজন্ম ধরে।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে, বিশ্বের এই প্রাচীনতম হোটেলের নাম নিশিয়ামা ওনসেন কেইউনকান। ৭০৫ সালে প্রতিষ্ঠিত হোটেলটি জাপানের ইয়ামানাশি প্রশাসনিক অঞ্চলে অবস্থিত। ২০০৬ সালে এটি অধিগ্রহণ করে নির্মাণপ্রতিষ্ঠান কংগো গুমি।
হোটেলটির কক্ষসংখ্যা ৩৭। এখানে একটি কাইসেকি রেস্টুরেন্ট রয়েছে। রয়েছে একটি চাঁদ দেখার প্ল্যাটফর্ম। পুরো হোটেলে রয়েছে পাসওয়ার্ড ফ্রি ওয়াই-ফাই। তাতামি ম্যাট ও ধ্রুপদী চিত্রকর্মে সজ্জিত প্রতিটি কক্ষ। এখানকার কর্মীরা ঐতিহ্যবাহী নিবু-শিকি কিমানো পরেন। এ ছাড়া রয়েছে খনিজসমৃদ্ধ গরম পানিতে স্নানের সুবিধা।
প্রাচীন প্যাগোডা
পৃথিবীর প্রাচীন প্যাগোডা রয়েছে চীনে। এর নাম আয়রন প্যাগোডা, বয়স আনুমানিক ৯৭৫ বছর। চীনের গান রাজবংশের আমলে চীনের হেনান প্রদেশের কাইফেং শহরের ইউগুও মন্দিরে এটি নির্মাণ করা হয়েছিল। নির্মাণকাল ১০৪৯ সাল। প্যাগোডাটি লোহা দিয়ে তৈরি না হলেও এর নাম আয়রন প্যাগোডা। কারণ, এটির রং লোহার মতো।
মূলত এটি ইটের তৈরি টাওয়ার আকৃতির প্যাগোডা। আগে প্যাগোডাটির জায়গায় ছিল কাঠের তৈরি একটি প্যাগোডা। ১০৪৪ সালে সেটি বজ্রপাতে পুড়ে গেলে সেখানে এই ইটের লোহা রঙের প্যাগোডা তৈরি করা হয়। লিউহে, লিংজিও, লিয়াওদি, পিঝি এবং বেইসি প্যাগোডার সঙ্গে এটিকে সং রাজবংশের মাস্টারপিস স্থাপনা হিসেবে দেখা হয়।
চীনের ইতিহাসের ছয়টি বড় বন্যা, চারটি ভূমিকম্প এবং অন্যান্য বিভিন্ন বিপর্যয় কাটিয়ে এখনো এটি দাঁড়িয়ে আছে প্রায় হাজার বছরের স্মৃতি বুকে নিয়ে।
যাঁরা প্রত্নতাত্ত্বিক জায়গায় ভ্রমণ পছন্দ করেন, তাঁরা পৃথিবীর এ দুটি প্রাচীন নিদর্শন দেখে আসতে পারেন।
বিশ্বের প্রাচীনতম হোটেল
বিশ্বের প্রাচীনতম হোটেলে থাকতে হলে আপনাকে যেতে হবে জাপান। হোটেলটির বয়স ১ হাজার ৩০০ বছরের বেশি। এটি পরিচালিত হচ্ছে একই পরিবারের ৫২টি ভিন্ন প্রজন্ম ধরে।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে, বিশ্বের এই প্রাচীনতম হোটেলের নাম নিশিয়ামা ওনসেন কেইউনকান। ৭০৫ সালে প্রতিষ্ঠিত হোটেলটি জাপানের ইয়ামানাশি প্রশাসনিক অঞ্চলে অবস্থিত। ২০০৬ সালে এটি অধিগ্রহণ করে নির্মাণপ্রতিষ্ঠান কংগো গুমি।
হোটেলটির কক্ষসংখ্যা ৩৭। এখানে একটি কাইসেকি রেস্টুরেন্ট রয়েছে। রয়েছে একটি চাঁদ দেখার প্ল্যাটফর্ম। পুরো হোটেলে রয়েছে পাসওয়ার্ড ফ্রি ওয়াই-ফাই। তাতামি ম্যাট ও ধ্রুপদী চিত্রকর্মে সজ্জিত প্রতিটি কক্ষ। এখানকার কর্মীরা ঐতিহ্যবাহী নিবু-শিকি কিমানো পরেন। এ ছাড়া রয়েছে খনিজসমৃদ্ধ গরম পানিতে স্নানের সুবিধা।
প্রাচীন প্যাগোডা
পৃথিবীর প্রাচীন প্যাগোডা রয়েছে চীনে। এর নাম আয়রন প্যাগোডা, বয়স আনুমানিক ৯৭৫ বছর। চীনের গান রাজবংশের আমলে চীনের হেনান প্রদেশের কাইফেং শহরের ইউগুও মন্দিরে এটি নির্মাণ করা হয়েছিল। নির্মাণকাল ১০৪৯ সাল। প্যাগোডাটি লোহা দিয়ে তৈরি না হলেও এর নাম আয়রন প্যাগোডা। কারণ, এটির রং লোহার মতো।
মূলত এটি ইটের তৈরি টাওয়ার আকৃতির প্যাগোডা। আগে প্যাগোডাটির জায়গায় ছিল কাঠের তৈরি একটি প্যাগোডা। ১০৪৪ সালে সেটি বজ্রপাতে পুড়ে গেলে সেখানে এই ইটের লোহা রঙের প্যাগোডা তৈরি করা হয়। লিউহে, লিংজিও, লিয়াওদি, পিঝি এবং বেইসি প্যাগোডার সঙ্গে এটিকে সং রাজবংশের মাস্টারপিস স্থাপনা হিসেবে দেখা হয়।
চীনের ইতিহাসের ছয়টি বড় বন্যা, চারটি ভূমিকম্প এবং অন্যান্য বিভিন্ন বিপর্যয় কাটিয়ে এখনো এটি দাঁড়িয়ে আছে প্রায় হাজার বছরের স্মৃতি বুকে নিয়ে।
যাঁরা প্রত্নতাত্ত্বিক জায়গায় ভ্রমণ পছন্দ করেন, তাঁরা পৃথিবীর এ দুটি প্রাচীন নিদর্শন দেখে আসতে পারেন।
বই পড়া, বই ছাপানো, বইয়ের কপিরাইট সংরক্ষণ করা ইত্যাদি বিষয়ে জনসচেতনতা বাড়াতে প্রতিবছর ২৩ এপ্রিল ইউনেসকোর উদ্যোগে এই দিবস পালন করা হয়। ফেসবুক ও ইনস্টাগ্রাম ঘাঁটলেই চোখে পড়বে এই দিনে নেটিজেনরা নিজেদের প্রিয় বই, বর্তমানে কোন ধরনের বই পড়ছেন, কী কী বই সংগ্রহ করেছেন সেসব সম্পর্কে প্রচারণা চালাচ্ছেন।
১২ ঘণ্টা আগেসন্ধ্যার পর বাতি নিভিয়ে খোলা বারান্দায় পাটি বিছিয়ে বা টুল নিয়ে বসতে খারাপ লাগে না। একটু বড় জায়গা থাকলে বারান্দা বাগান তো বটেই, স্থায়ী বসার জায়গাও তৈরি করেন নেন অনেকে। আবার বাড়িতে অতিথি এলে হয়তো বারান্দাতেই জমে ওঠে দীর্ঘ আড্ডা। বারান্দাকে নতুন করে সাজিয়ে তোলার মৌসুম কিন্তু চলে এসেছে।
২০ ঘণ্টা আগেপিসির ইনস্টাগ্রামে শেয়ার করা এক স্টোরিতে দেখা গেছে, এলইডি লাইট থেরাপি মাস্ক পরে উড়োজাহাজে দিব্যি আরাম করছেন। যেন রূপচর্চা আর আরামের একেবারে আদর্শ যুগলবন্দী!
২ দিন আগেসময়ের সঙ্গে পরিবেশ বদলায়, আর পরিবেশের সঙ্গে বদলায় চুলের যত্নের ধরন। চুলে নিয়মিত তেল-শ্যাম্পু ব্যবহার এবং মাসে দুদিন হেয়ারপ্যাক ব্যবহার এখন যথেষ্ট নয়। আগের তুলনায় গ্রীষ্মকালে গরম আরও বেড়েছে, বেড়েছে দূষণ। সেই সঙ্গে বেড়েছে চুল আর মাথার ত্বকের বিভিন্ন সমস্যাও।
৩ দিন আগে