আজকের পত্রিকা ডেস্ক
ইতালির ভেনিসে বিশ্বের অন্যতম ধনী ও আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এবং সাবেক টেলিভিশন সাংবাদিক লরেন সানচেজের তিন দিনব্যাপী রাজকীয় বিয়ের অনুষ্ঠানের সুবাদে শহরটি আয় করবে প্রায় ১১০ কোটি ডলার। গতকাল শুক্রবার ইতালির পর্যটন মন্ত্রণালয় এমনটাই জানিয়েছে।
পর্যটন মন্ত্রণালয়ের ভাষ্যমতে, এই বিয়ের কারণে শহরের বার্ষিক পর্যটন আয়ের প্রায় ৬৮ শতাংশ সমপরিমাণ বাড়তি আয় হতে পারে। এই বিয়েকে কেন্দ্র করে ভেনিসের হোটেল থেকে শুরু করে নানা ব্যবসাপ্রতিষ্ঠান ব্যস্ত সময় পার করছে। বিয়েতে খরচ হতে পারে সাড়ে ৫ কোটি ডলার।
তবে অর্থনৈতিক সুফল সত্ত্বেও ভেনিসের বাসিন্দাদের একাংশ এই আয়োজনের বিরুদ্ধে বিক্ষোভে সরব হয়েছে। শহরের বিভিন্ন স্থানে দেখা গেছে প্রতিবাদী ব্যানার—একটিতে লেখা ছিল ‘এখানে বেজোসের কোনো জায়গা নেই।’
আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন গ্রিনপিসের একটি বড় ব্যানারে লেখা ছিল, ‘আপনি যদি বিয়ের জন্য ভেনিস ভাড়া নিতে পারেন, তাহলে করও দিতে পারেন।’
পর্যটনমন্ত্রী দানিয়েলা সান্তানকে বলেন, ‘বিতর্ক থেকে সরে এসে আমাদের উচিত এই সুযোগ কাজে লাগানো। এটি শুধু একটি ব্যক্তিগত আয়োজন নয়, বরং গোটা খাতের জন্য একটি বাস্তব চালিকাশক্তি। এটি কাজে লাগিয়ে নিজেদের প্রচার ও পুনর্জাগরণে রূপান্তর করার সব ধরনের সামর্থ্য ভেনিসের রয়েছে।’
প্রায় ৫৫ মিলিয়ন ডলার ব্যয়ে আয়োজিত এই বিয়েতে অংশ নিচ্ছেন বিল গেটস, অপেরা উইনফ্রে, লিওনার্দো ডিক্যাপ্রিও, টম ব্র্যাডি এবং কিম ও ক্লোয়ি কার্দাশিয়ানসহ দুই শতাধিক অতিথি।
জুনের ২৫ তারিখে বিয়ের অংশ হিসেবে আয়োজিত এক অনুষ্ঠানে জেফ বেজোস ও লরেন সানচেজকে আমান হোটেল ছাড়তে দেখা যায়। অনুষ্ঠানের ছবি ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক গণমাধ্যমে।
তিন দিনের এই আয়োজনে ইতালির ১১০ কোটি ডলার আয় হবে বলে ধারণা করা হচ্ছে, যা ২০২৪ সালে লাস ভেগাসে অনুষ্ঠিত সুপার বোল থেকে পাওয়া ১ বিলিয়ন ডলারের আয়কেও ছাড়িয়ে যাবে।
তবে বেজোস-সানচেজের বিয়ের অর্থনৈতিক প্রভাব যুক্তরাষ্ট্রের পপ আইকন টেলর সুইফট ও বিওন্সের ট্যুরের চেয়ে তুলনামূলকভাবে কম।
ড্যানস্ক ব্যাংকের তৎকালীন প্রধান অর্থনীতিবিদ মাইকেল গ্রাহন জানান, ২০২৩ সালে বিওন্সের ‘রেনেসাঁ’ ট্যুর স্টকহোমে হোটেল ও রেস্টুরেন্টের মূল্যবৃদ্ধিতে অবদান রাখে। যুক্তরাষ্ট্রে বিওন্সের ট্যুরের অর্থনৈতিক প্রভাব ছিল প্রায় ৪ দশমিক ৫ বিলিয়ন ডলার।
অন্যদিকে, প্রায় দুই বছর ধরে চলে টেলর সুইফটের ‘এরাস’ ট্যুর ৫১টি শহরে ১৫২টি কনসার্ট আয়োজন করে। শুধু সরাসরি খরচ হিসাব করেই এই ট্যুর যুক্তরাষ্ট্রে ৫ বিলিয়ন ডলারের প্রভাব ফেলেছে বলে জানিয়েছে গবেষণাপ্রতিষ্ঠান কোয়েশ্চনপ্রো। তবে ইউএস ট্রাভেল অ্যাসোসিয়েশনের মতে, পরোক্ষ ব্যয়সহ সেই প্রভাব সম্ভবত ১০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।
উল্লেখ্য, ইতালি আগেও বহু তারকাখচিত বিয়ের আয়োজন করেছে। ২০১৪ সালে কিম কার্দাশিয়ান ও কানইয়ে ওয়েস্টের বিয়ে হয়েছিল ফ্লোরেন্সে, আর জর্জ ক্লুনির সঙ্গে আমাল আলামুদ্দিনের বিয়ে হয়েছিল ভেনিসেই।
আরও খবর পড়ুন:
ইতালির ভেনিসে বিশ্বের অন্যতম ধনী ও আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এবং সাবেক টেলিভিশন সাংবাদিক লরেন সানচেজের তিন দিনব্যাপী রাজকীয় বিয়ের অনুষ্ঠানের সুবাদে শহরটি আয় করবে প্রায় ১১০ কোটি ডলার। গতকাল শুক্রবার ইতালির পর্যটন মন্ত্রণালয় এমনটাই জানিয়েছে।
পর্যটন মন্ত্রণালয়ের ভাষ্যমতে, এই বিয়ের কারণে শহরের বার্ষিক পর্যটন আয়ের প্রায় ৬৮ শতাংশ সমপরিমাণ বাড়তি আয় হতে পারে। এই বিয়েকে কেন্দ্র করে ভেনিসের হোটেল থেকে শুরু করে নানা ব্যবসাপ্রতিষ্ঠান ব্যস্ত সময় পার করছে। বিয়েতে খরচ হতে পারে সাড়ে ৫ কোটি ডলার।
তবে অর্থনৈতিক সুফল সত্ত্বেও ভেনিসের বাসিন্দাদের একাংশ এই আয়োজনের বিরুদ্ধে বিক্ষোভে সরব হয়েছে। শহরের বিভিন্ন স্থানে দেখা গেছে প্রতিবাদী ব্যানার—একটিতে লেখা ছিল ‘এখানে বেজোসের কোনো জায়গা নেই।’
আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন গ্রিনপিসের একটি বড় ব্যানারে লেখা ছিল, ‘আপনি যদি বিয়ের জন্য ভেনিস ভাড়া নিতে পারেন, তাহলে করও দিতে পারেন।’
পর্যটনমন্ত্রী দানিয়েলা সান্তানকে বলেন, ‘বিতর্ক থেকে সরে এসে আমাদের উচিত এই সুযোগ কাজে লাগানো। এটি শুধু একটি ব্যক্তিগত আয়োজন নয়, বরং গোটা খাতের জন্য একটি বাস্তব চালিকাশক্তি। এটি কাজে লাগিয়ে নিজেদের প্রচার ও পুনর্জাগরণে রূপান্তর করার সব ধরনের সামর্থ্য ভেনিসের রয়েছে।’
প্রায় ৫৫ মিলিয়ন ডলার ব্যয়ে আয়োজিত এই বিয়েতে অংশ নিচ্ছেন বিল গেটস, অপেরা উইনফ্রে, লিওনার্দো ডিক্যাপ্রিও, টম ব্র্যাডি এবং কিম ও ক্লোয়ি কার্দাশিয়ানসহ দুই শতাধিক অতিথি।
জুনের ২৫ তারিখে বিয়ের অংশ হিসেবে আয়োজিত এক অনুষ্ঠানে জেফ বেজোস ও লরেন সানচেজকে আমান হোটেল ছাড়তে দেখা যায়। অনুষ্ঠানের ছবি ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক গণমাধ্যমে।
তিন দিনের এই আয়োজনে ইতালির ১১০ কোটি ডলার আয় হবে বলে ধারণা করা হচ্ছে, যা ২০২৪ সালে লাস ভেগাসে অনুষ্ঠিত সুপার বোল থেকে পাওয়া ১ বিলিয়ন ডলারের আয়কেও ছাড়িয়ে যাবে।
তবে বেজোস-সানচেজের বিয়ের অর্থনৈতিক প্রভাব যুক্তরাষ্ট্রের পপ আইকন টেলর সুইফট ও বিওন্সের ট্যুরের চেয়ে তুলনামূলকভাবে কম।
ড্যানস্ক ব্যাংকের তৎকালীন প্রধান অর্থনীতিবিদ মাইকেল গ্রাহন জানান, ২০২৩ সালে বিওন্সের ‘রেনেসাঁ’ ট্যুর স্টকহোমে হোটেল ও রেস্টুরেন্টের মূল্যবৃদ্ধিতে অবদান রাখে। যুক্তরাষ্ট্রে বিওন্সের ট্যুরের অর্থনৈতিক প্রভাব ছিল প্রায় ৪ দশমিক ৫ বিলিয়ন ডলার।
অন্যদিকে, প্রায় দুই বছর ধরে চলে টেলর সুইফটের ‘এরাস’ ট্যুর ৫১টি শহরে ১৫২টি কনসার্ট আয়োজন করে। শুধু সরাসরি খরচ হিসাব করেই এই ট্যুর যুক্তরাষ্ট্রে ৫ বিলিয়ন ডলারের প্রভাব ফেলেছে বলে জানিয়েছে গবেষণাপ্রতিষ্ঠান কোয়েশ্চনপ্রো। তবে ইউএস ট্রাভেল অ্যাসোসিয়েশনের মতে, পরোক্ষ ব্যয়সহ সেই প্রভাব সম্ভবত ১০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।
উল্লেখ্য, ইতালি আগেও বহু তারকাখচিত বিয়ের আয়োজন করেছে। ২০১৪ সালে কিম কার্দাশিয়ান ও কানইয়ে ওয়েস্টের বিয়ে হয়েছিল ফ্লোরেন্সে, আর জর্জ ক্লুনির সঙ্গে আমাল আলামুদ্দিনের বিয়ে হয়েছিল ভেনিসেই।
আরও খবর পড়ুন:
খাসির মাংসের নানান পদ তো রেঁধেছেন, এবার অতিথি এলে না হয় ভিন্ন স্বাদেই খাসির মাংস রান্না করলেন। আপনাদের জন্য সহজ উপায়ে খাসির মাংস রান্নার রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১৬ ঘণ্টা আগেশরতের ভীষণ গরম। রাতের খাবারে মুখরোচক কোনো খাবার খেতে ইচ্ছা করছে? কিন্তু গরমে খেয়ে আরাম পাওয়া যাবে, এমন সহজ রান্না কী হতে পারে, তা ভেবেই পাচ্ছেন না, তাই তো? আপনাদের জন্য ভাজা কই মাছের রসার রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১৮ ঘণ্টা আগেঋতুভেদে ত্বকযত্নের উপকরণ বদলাতে হয়। নইলে সেই প্রবাদের মতো, সময়ের গান অসময়ে হয়ে যায়। তাতে ত্বকের উপকার হয় না। শরৎকালের আবহাওয়া খানিক উদ্ভ্রান্তের মতো আচরণ করে। এই প্রচণ্ড গরম তো এই বৃষ্টি। এদিকে সারাক্ষণ বইছে ঝিরিঝিরি হওয়া। ভ্যাপসা গরমে ঘাম হচ্ছে প্রচুর।
২০ ঘণ্টা আগেপিৎজার জন্মস্থান ইতালি, এটা প্রায় সবার জানা। এ খাবার নিয়ে পৃথিবীজুড়ে যে উন্মাদনা, তা বলে শেষ করার নয়। বরং চলুন, জেনে নেওয়া যাক, এটি নিয়ে বড় বড় উৎসব কোথায় হয়। এসব উৎসব কিন্তু ঢাকার পিৎজা শপগুলোর মূল্যছাড়ের উৎসব নয়; লাখ লাখ মানুষের উপস্থিতিতে মুখরিত ও শিহরণ জাগানো উৎসব।
১ দিন আগে