প্রযুক্তি ডেস্ক
টিকটককে পাল্লা দিতে ইউটিউবের আনা ‘শর্টস’-এর জনপ্রিয়তাও এখন অনেক। প্রতিদিন শর্টসে আপলোড হচ্ছে লাখ লাখ ভিডিও। আর শর্টসের জনপ্রিয়তা ধরে রাখতে ইউটিউব এতে নিয়মিত বিভিন্ন সুবিধা যুক্ত করছে। শর্টসে সর্বোচ্চ ৬০ সেকেন্ডের ভিডিও তৈরি করা যায়। তবে অনেক নির্মাতাই নিজেদের শর্টসের বর্ণনা লিখতে পারেন না। এই সমস্যার সমাধানে শর্টস ভিডিও নির্মাতাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির টুল চালু করেছে ইউটিউব।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার (২৪ মে) গুগলের এআই বিভাগ ডিপমাইন্ডের একটি ভিস্যুয়াল ল্যাঙ্গুয়েজ মডেল (ভিএলএম) কীভাবে ইউটিউব শর্টসের বর্ণনা লিখতে ব্যবহার করা হচ্ছে তার বিস্তারিত দেখিয়েছে প্রতিষ্ঠানটি। এআই টুলটি ভিডিওর বিষয়বস্তু বুঝে নিজে থেকেই স্বয়ংক্রিয়ভাবে বর্ণনা লিখে দেবে। ফলে নির্মাতারা সহজেই নিজেদের তৈরি ভিডিওতে বর্ণনা যুক্ত করতে পারবেন। গুগলের ভিস্যুয়াল ল্যাঙ্গুয়েজ মডেলটির নাম ফ্লামিঙ্গো।
এক ব্লগপোস্টে গুগল ডিপমাইন্ড জানিয়েছে, ‘শর্টস ভিডিও মাত্র কয়েক মিনিটের মধ্যে তৈরি করা হয় এবং প্রায়ই এতে বিবরণ ও সহায়ক শিরোনাম দেওয়া হয় না। ফলে ভিডিওগুলো খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে।’
এআই টুলটি নির্দিষ্ট ভিডিওর প্রতিটি ফ্রেম আলাদাভাবে পর্যালোচনা করে বিষয়বস্তুর বর্ণনা দ্রুত সংক্ষেপে লিখে দেবে। ফলে ভিডিওর বিষয়বস্তু সম্পর্কে নির্মাতাদের আলাদা করে কোনো তথ্য দিতে হবে না।
এর আগে ভিডিও নির্মাতাদের জন্য আরেকটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির টুল আনার কথা জানায় ইউটিউব। টুলটির মাধ্যমে ভিডিওতে সহজেই বিভিন্ন ইফেক্ট যুক্ত করার পাশাপাশি সিনেমার মতো এডিটও করা যাবে। ফলে কনটেন্ট নির্মাতাদের আয়ের সুযোগও বাড়বে।
টিকটককে পাল্লা দিতে ইউটিউবের আনা ‘শর্টস’-এর জনপ্রিয়তাও এখন অনেক। প্রতিদিন শর্টসে আপলোড হচ্ছে লাখ লাখ ভিডিও। আর শর্টসের জনপ্রিয়তা ধরে রাখতে ইউটিউব এতে নিয়মিত বিভিন্ন সুবিধা যুক্ত করছে। শর্টসে সর্বোচ্চ ৬০ সেকেন্ডের ভিডিও তৈরি করা যায়। তবে অনেক নির্মাতাই নিজেদের শর্টসের বর্ণনা লিখতে পারেন না। এই সমস্যার সমাধানে শর্টস ভিডিও নির্মাতাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির টুল চালু করেছে ইউটিউব।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার (২৪ মে) গুগলের এআই বিভাগ ডিপমাইন্ডের একটি ভিস্যুয়াল ল্যাঙ্গুয়েজ মডেল (ভিএলএম) কীভাবে ইউটিউব শর্টসের বর্ণনা লিখতে ব্যবহার করা হচ্ছে তার বিস্তারিত দেখিয়েছে প্রতিষ্ঠানটি। এআই টুলটি ভিডিওর বিষয়বস্তু বুঝে নিজে থেকেই স্বয়ংক্রিয়ভাবে বর্ণনা লিখে দেবে। ফলে নির্মাতারা সহজেই নিজেদের তৈরি ভিডিওতে বর্ণনা যুক্ত করতে পারবেন। গুগলের ভিস্যুয়াল ল্যাঙ্গুয়েজ মডেলটির নাম ফ্লামিঙ্গো।
এক ব্লগপোস্টে গুগল ডিপমাইন্ড জানিয়েছে, ‘শর্টস ভিডিও মাত্র কয়েক মিনিটের মধ্যে তৈরি করা হয় এবং প্রায়ই এতে বিবরণ ও সহায়ক শিরোনাম দেওয়া হয় না। ফলে ভিডিওগুলো খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে।’
এআই টুলটি নির্দিষ্ট ভিডিওর প্রতিটি ফ্রেম আলাদাভাবে পর্যালোচনা করে বিষয়বস্তুর বর্ণনা দ্রুত সংক্ষেপে লিখে দেবে। ফলে ভিডিওর বিষয়বস্তু সম্পর্কে নির্মাতাদের আলাদা করে কোনো তথ্য দিতে হবে না।
এর আগে ভিডিও নির্মাতাদের জন্য আরেকটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির টুল আনার কথা জানায় ইউটিউব। টুলটির মাধ্যমে ভিডিওতে সহজেই বিভিন্ন ইফেক্ট যুক্ত করার পাশাপাশি সিনেমার মতো এডিটও করা যাবে। ফলে কনটেন্ট নির্মাতাদের আয়ের সুযোগও বাড়বে।
কোথাও জীবনযাত্রার উচ্চ ব্যয়, ঋণের বোঝা এবং আর্থিক অস্থিতিশীলতার কারণে তরুণ প্রজন্ম বিয়ে বিলম্বিত করছে বা এড়িয়ে যাচ্ছে। আবার কোথাও প্রথাগত বিয়ের গুরুত্ব কমে আসছে।
১ ঘণ্টা আগেকাজের চাপ, অনিদ্রা, ক্লান্তি এখন প্রায় সবার জীবনের অংশ। এমন অবস্থায় অনেকে কফি বা এনার্জি ড্রিংক পান করেন। এর বিকল্প হিসেবে প্রাকৃতিক কিছু পানীয় দারুণ কাজ করে। ঘরোয়া উপাদানে তৈরি এসব টনিক শরীরের ক্লান্তি কমায়, মন ভালো রাখে আর উদ্বেগ নিয়ন্ত্রণে সাহায্য করে।
১৬ ঘণ্টা আগেতুরস্কের পূর্বাঞ্চলের ব্ল্যাক সি উপকূল থেকে প্রায় এক ঘণ্টার পথ ঘুরে পন্টিক পর্বতমালার ওপরে পৌঁছালে চোখে পড়ে এক অসাধারণ দৃশ্য—পাহাড়ের প্রাচীরের ওপর ঝুলন্ত সুমেলা মনাস্ট্রি। মনাস্ট্রির স্থাপনা দেখলে মনে হবে কোনো বিখ্যাত শিল্পী তাঁর ক্যানভাসে ছবি এঁকে রেখেছেন।
২১ ঘণ্টা আগেঅনুরোধে ঢেঁকি গেলাকে বাঙালি অনেক সময় ‘ভদ্রতা’ বলে মনে করে। ‘না’ বললে কেমন শোনায় বা যার কথায় ‘না’ বলা হবে, সেই ব্যক্তি কী ভাববে; মনে কষ্ট পাবে কি না—এসব ভেবে নিজের অপছন্দের কাজটিও অনেকে করে বসেন। আরেকটু খোলাসা করে বলি? ধরুন, কোনো সহকর্মী আপনাকে চা খেতে যাওয়ার প্রস্তাব দিয়েছেন।
১ দিন আগে