প্রযুক্তি ডেস্ক
অবশেষে বিবিসি’র অ্যাকাউন্টের লেবেল পরিবর্তন করেছে ইলন মাস্ক মালিকানাধীন মাইক্রো ব্লগিং সাইট টুইটার। গত রবিবার (৯ এপ্রিল) বিবিসির টুইটার প্রোফাইলে ‘সরকার পোষিত সংবাদ সংস্থা’ লেখা দেখা যায়। এর পরিপ্রেক্ষিতে প্রতিবাদ জানায় বিবিসি। বিবিসির আপত্তিতে সাড়া দেয় মাস্ক।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, গত মঙ্গলবার (১১ এপ্রিল) বিবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মাস্ক লেবেলটি বদলানোর কথা জানান। আগের লেবেল বদলে ‘জনগণের অর্থায়নে পরিচালিত’ লেবেল যুক্ত করা হয়েছে। বিবিসি ছাড়াও এনপিআর, ভয়েস অব আমেরিকার মতো স্বাধীন সংস্থাগুলোর প্রোফাইলেও ‘সরকার পোষিত সংবাদ সংস্থা’ লিখেছিল টুইটার।
একই দিন বিবৃতি প্রকাশ করে টুইটারকে যত দ্রুত সম্ভব এটি সংশোধন করতে বলে বিবিসি। এতে আরও বলা হয়, বিবিসি বরাবর স্বাধীন ছিল, ভবিষ্যতেও থাকবে। লাইসেন্স ফি’র মাধ্যমে ব্রিটিশ জনতার টাকায় কাজ করে এই সংস্থা। এর আগে, টুইটারের প্রধান নির্বাহী ইলন মাস্ক বিবিসিকে সবচেয়ে কম পক্ষপাতদুষ্ট বলে আখ্যা দেন। টুইটারে বিবিসি নিউজের অ্যাকাউন্ট ফলো করেন বলেও জানান তিনি।
এদিকে, টুইটারের এমন কাজের তীব্র প্রতিবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মিডিয়া আউটলেট ন্যাশনাল পাবলিক রেডিও (এনপিআর)। সংবাদসংস্থাটি জানায়, খবর প্রচারের মাধ্যম হিসেবে তারা টুইটারকে আর ব্যবহার করবে না।
সম্প্রতি, নিউইয়র্ক টাইমসের ব্লু টিক সরিয়ে নিয়েছে টুইটার। ব্লু টিকের জন্য অর্থ দিতে অস্বীকৃতি জানায় নিউইয়র্ক টাইমস। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গ্যাজেটস নাওয়ের প্রতিবেদন অনুযায়ী, নিউইয়র্ক টাইমসের পাশাপাশি হোয়াইট হাউস, ওয়াশিংটন পোস্ট এবং লস অ্যাঞ্জেলেস টাইমের পক্ষ থেকেও টুইটারের ব্লু টিকের জন্য কোনো অর্থ খরচ না করার কথা জানানো হয়েছে। তবে হোয়াইট হাউসের ব্লু টিক এখনো দেখা গেলেও নিউইয়র্ক টাইমসের ব্লু টিক মুছে ফেলা হয়েছে।
অবশেষে বিবিসি’র অ্যাকাউন্টের লেবেল পরিবর্তন করেছে ইলন মাস্ক মালিকানাধীন মাইক্রো ব্লগিং সাইট টুইটার। গত রবিবার (৯ এপ্রিল) বিবিসির টুইটার প্রোফাইলে ‘সরকার পোষিত সংবাদ সংস্থা’ লেখা দেখা যায়। এর পরিপ্রেক্ষিতে প্রতিবাদ জানায় বিবিসি। বিবিসির আপত্তিতে সাড়া দেয় মাস্ক।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, গত মঙ্গলবার (১১ এপ্রিল) বিবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মাস্ক লেবেলটি বদলানোর কথা জানান। আগের লেবেল বদলে ‘জনগণের অর্থায়নে পরিচালিত’ লেবেল যুক্ত করা হয়েছে। বিবিসি ছাড়াও এনপিআর, ভয়েস অব আমেরিকার মতো স্বাধীন সংস্থাগুলোর প্রোফাইলেও ‘সরকার পোষিত সংবাদ সংস্থা’ লিখেছিল টুইটার।
একই দিন বিবৃতি প্রকাশ করে টুইটারকে যত দ্রুত সম্ভব এটি সংশোধন করতে বলে বিবিসি। এতে আরও বলা হয়, বিবিসি বরাবর স্বাধীন ছিল, ভবিষ্যতেও থাকবে। লাইসেন্স ফি’র মাধ্যমে ব্রিটিশ জনতার টাকায় কাজ করে এই সংস্থা। এর আগে, টুইটারের প্রধান নির্বাহী ইলন মাস্ক বিবিসিকে সবচেয়ে কম পক্ষপাতদুষ্ট বলে আখ্যা দেন। টুইটারে বিবিসি নিউজের অ্যাকাউন্ট ফলো করেন বলেও জানান তিনি।
এদিকে, টুইটারের এমন কাজের তীব্র প্রতিবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মিডিয়া আউটলেট ন্যাশনাল পাবলিক রেডিও (এনপিআর)। সংবাদসংস্থাটি জানায়, খবর প্রচারের মাধ্যম হিসেবে তারা টুইটারকে আর ব্যবহার করবে না।
সম্প্রতি, নিউইয়র্ক টাইমসের ব্লু টিক সরিয়ে নিয়েছে টুইটার। ব্লু টিকের জন্য অর্থ দিতে অস্বীকৃতি জানায় নিউইয়র্ক টাইমস। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গ্যাজেটস নাওয়ের প্রতিবেদন অনুযায়ী, নিউইয়র্ক টাইমসের পাশাপাশি হোয়াইট হাউস, ওয়াশিংটন পোস্ট এবং লস অ্যাঞ্জেলেস টাইমের পক্ষ থেকেও টুইটারের ব্লু টিকের জন্য কোনো অর্থ খরচ না করার কথা জানানো হয়েছে। তবে হোয়াইট হাউসের ব্লু টিক এখনো দেখা গেলেও নিউইয়র্ক টাইমসের ব্লু টিক মুছে ফেলা হয়েছে।
আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৫। গ্রহ-নক্ষত্রের উত্থান-পতন তো চলতেই থাকবে, কিন্তু দিনের শেষে আপনি কী করছেন, সেটাই আসল। তাই সাহস দেখান, ধৈর্য ধরুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ—ফোনটা রেখে কাজে লেগে পড়ুন। ভালো কিছু ঘটলে সেটা আপনার ক্রেডিট, আর খারাপ হলে ‘রাশিফল ভালো ছিল না’ বলে চালিয়ে দিন!
১৯ মিনিট আগেস্রোতের তীব্র গতির বিপরীতে ছুটে চলেছে একটি রেসিং নৌকা। তার সরু গলুইয়ে দাঁড়িয়ে নেচে চলেছে এক বালক। মুখে আত্মবিশ্বাসের হাসি, শরীরে জাদুকরি ছন্দ; এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। ১১ বছর বয়সী এই বালকের নাম রায়ান আরকান ধিখা, দেশ ইন্দোনেশিয়া। দেশটির এক প্রত্যন্ত গ্রামের এই বালকের অবিশ্বাস্য...
১ ঘণ্টা আগেডেজার্ট হিসেবে মিষ্টি কমবেশি সবার প্রিয়। বিশেষ দিনে প্রিয়জনের জন্য ঘরেই বানাতে পারেন সুস্বাদু রসে ভরা কাঁচাগোল্লা। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১৯ ঘণ্টা আগেকম শক্তি, পেট ফাঁপা কিংবা ত্বকের সমস্যার মতো উপসর্গগুলোকে অনেকে ব্যস্ত জীবন বা ভুল খাদ্যাভ্যাসের ফল বলে মনে করেন। এর জন্য তাঁরা ব্যস্ত জীবন বা বাজে খাদ্যাভ্যাসকে দায়ী করেন। ফলে এই বিষয়গুলো উপেক্ষা করা হয়। কিন্তু এর পেছনে লুকিয়ে থাকতে পারে খাদ্য অ্যালার্জি বা অসহিষ্ণুতা।
২১ ঘণ্টা আগে