প্রযুক্তি ডেস্ক
হোয়াটসঅ্যাপে কারও সঙ্গে চ্যাট করার সময় ভুল কিছু পাঠালে সেটি এডিট করার সুযোগ ছিল না। সর্বোচ্চ সেটি ডিলিট করা যেত। তবে এবার সেই মেসেজ এডিটের সুবিধা নিয়ে এসেছে মেটার মালিকানাধীন এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ। এই সুবিধার মাধ্যমে পাঠিয়ে দেওয়া মেসেজ এডিট করার জন্য ১৫ মিনিট পর্যন্ত সময় পাবেন ব্যবহারকারীরা। ১৫ মিনিট পার হয়ে গেলে আর এই সুযোগ পাওয়া যাবে না।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশের প্রতিবেদন অনুযায়ী, মেসেজ এডিটের সুবিধা চালু হলে ব্যবহারকারীরা নিজেদের পাঠানো যেকোনো মেসেজের তথ্য পরিবর্তন করতে পারবেন। ফলে হোয়াটসঅ্যাপের ‘ডিলিট ফর এভরিওয়ান’ সুবিধা ব্যবহার করে পুরো মেসেজ মুছে নতুন করে আবার পাঠাতে হবে না। তবে প্রাপককে মেসেজ এডিটের কথা জানাবে হোয়াটসঅ্যাপ।
যেভাবে মেসেজ এডিট করবেন-
প্রথমে হোয়াটসঅ্যাপ অ্যাপের কোনো চ্যাট খুলতে হবে। এবার যে মেসেজটি এডিট করতে করতে হবে সেটার ওপর কিছুক্ষণ ট্যাপ করে রাখতে হবে। এরপর অনেকগুলো অপশনস দেখা যাবে। এর মধ্যে ‘এডিট মেসেজ’ অপশনে ট্যাপ করলে লেখা সংশোধনের সুযোগ পাওয়া যাবে।
হোয়াটসঅ্যাপে কারও সঙ্গে চ্যাট করার সময় ভুল কিছু পাঠালে সেটি এডিট করার সুযোগ ছিল না। সর্বোচ্চ সেটি ডিলিট করা যেত। তবে এবার সেই মেসেজ এডিটের সুবিধা নিয়ে এসেছে মেটার মালিকানাধীন এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ। এই সুবিধার মাধ্যমে পাঠিয়ে দেওয়া মেসেজ এডিট করার জন্য ১৫ মিনিট পর্যন্ত সময় পাবেন ব্যবহারকারীরা। ১৫ মিনিট পার হয়ে গেলে আর এই সুযোগ পাওয়া যাবে না।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশের প্রতিবেদন অনুযায়ী, মেসেজ এডিটের সুবিধা চালু হলে ব্যবহারকারীরা নিজেদের পাঠানো যেকোনো মেসেজের তথ্য পরিবর্তন করতে পারবেন। ফলে হোয়াটসঅ্যাপের ‘ডিলিট ফর এভরিওয়ান’ সুবিধা ব্যবহার করে পুরো মেসেজ মুছে নতুন করে আবার পাঠাতে হবে না। তবে প্রাপককে মেসেজ এডিটের কথা জানাবে হোয়াটসঅ্যাপ।
যেভাবে মেসেজ এডিট করবেন-
প্রথমে হোয়াটসঅ্যাপ অ্যাপের কোনো চ্যাট খুলতে হবে। এবার যে মেসেজটি এডিট করতে করতে হবে সেটার ওপর কিছুক্ষণ ট্যাপ করে রাখতে হবে। এরপর অনেকগুলো অপশনস দেখা যাবে। এর মধ্যে ‘এডিট মেসেজ’ অপশনে ট্যাপ করলে লেখা সংশোধনের সুযোগ পাওয়া যাবে।
কোথাও জীবনযাত্রার উচ্চ ব্যয়, ঋণের বোঝা এবং আর্থিক অস্থিতিশীলতার কারণে তরুণ প্রজন্ম বিয়ে বিলম্বিত করছে বা এড়িয়ে যাচ্ছে। আবার কোথাও প্রথাগত বিয়ের গুরুত্ব কমে আসছে।
১ ঘণ্টা আগেকাজের চাপ, অনিদ্রা, ক্লান্তি এখন প্রায় সবার জীবনের অংশ। এমন অবস্থায় অনেকে কফি বা এনার্জি ড্রিংক পান করেন। এর বিকল্প হিসেবে প্রাকৃতিক কিছু পানীয় দারুণ কাজ করে। ঘরোয়া উপাদানে তৈরি এসব টনিক শরীরের ক্লান্তি কমায়, মন ভালো রাখে আর উদ্বেগ নিয়ন্ত্রণে সাহায্য করে।
১৬ ঘণ্টা আগেতুরস্কের পূর্বাঞ্চলের ব্ল্যাক সি উপকূল থেকে প্রায় এক ঘণ্টার পথ ঘুরে পন্টিক পর্বতমালার ওপরে পৌঁছালে চোখে পড়ে এক অসাধারণ দৃশ্য—পাহাড়ের প্রাচীরের ওপর ঝুলন্ত সুমেলা মনাস্ট্রি। মনাস্ট্রির স্থাপনা দেখলে মনে হবে কোনো বিখ্যাত শিল্পী তাঁর ক্যানভাসে ছবি এঁকে রেখেছেন।
২১ ঘণ্টা আগেঅনুরোধে ঢেঁকি গেলাকে বাঙালি অনেক সময় ‘ভদ্রতা’ বলে মনে করে। ‘না’ বললে কেমন শোনায় বা যার কথায় ‘না’ বলা হবে, সেই ব্যক্তি কী ভাববে; মনে কষ্ট পাবে কি না—এসব ভেবে নিজের অপছন্দের কাজটিও অনেকে করে বসেন। আরেকটু খোলাসা করে বলি? ধরুন, কোনো সহকর্মী আপনাকে চা খেতে যাওয়ার প্রস্তাব দিয়েছেন।
১ দিন আগে