প্রযুক্তি ডেস্ক
নিজস্ব সাউন্ড লাইব্রেরির ভান্ডার বড় করতে নতুন করে একাধিক মিউজিক লেবেলের সঙ্গে চুক্তি করেছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ স্ন্যাপচ্যাট। এই লাইব্রেরির মাধ্যমে বিভিন্ন গানের ক্লিপ নিজের স্ন্যাপ বা স্টোরিতে ব্যবহার করতে পারেন ব্যবহারকারীরা।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, স্ন্যাপচ্যাট জানিয়েছে, চুক্তিতে অংশগ্রহণকারী লেবেলগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের ইউনাইটেডমাস্টার্স, নেদারল্যান্ডসের বুমা/স্টেমরা ও সুইসা ডিজিটাল লাইসেন্সিং এজি।
স্ন্যাচ্যাট আরও জানায়, ইউনাইটেডমাস্টার্স মিউজিক লেবেলের সঙ্গে চুক্তি করা একদল বাছাইকৃত গায়ক ও গীতিকারের কাজও সাউন্ড লাইব্রেরিতে পাওয়া যাবে। আর স্থানীয় শিল্পীদের গান যোগ হবে বুমা/স্টেমরা ও সুইসা ডিজিটালের লাইব্রেরি থেকে।
ইউনাইটেড মাস্টার্সের সঙ্গে কাজ করা উদীয়মান শিল্পীরা ‘সাউন্ড ক্রিয়েটর ফান্ড’— এর মাধ্যমে বিভিন্ন অনুদানের জন্য বিবেচিত হবেন।
এদিকে প্ল্যাটফর্মে অগমেন্টেড রিয়্যালিটি (এআর) প্রযুক্তির মাধ্যমে পণ্য কেনাবেচার সুবিধা এনেছে স্ন্যাপচ্যাট। নতুন এই সুবিধার নাম ‘শপিং স্যুট’ লেন্স। নতুন এই সুবিধার মাধ্যমে অ্যাপটিতে বিভিন্ন প্রতিষ্ঠান অগমেন্টেড রিয়্যালিটি প্রযুক্তিনির্ভর ভার্চু য়াল দোকান খুলে পণ্য বিক্রি করতে পারবে। ক্রেতারাও বিভিন্ন ব্র্যান্ডের পণ্য কেনার আগে সেগুলো নিজের ছবিতে যুক্ত করে পরখ করে দেখার সুযোগ পাবেন।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, অগমেন্টেড রিয়্যালিটি প্রযুক্তিতে পণ্য কেনাবেচার সুবিধা চালুর ফলে ব্যবহারকারীদের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানও উপকৃত হবে। স্ন্যাপচ্যাট জানিয়েছে, ভার্চুয়াল দোকানে পরিধানসামগ্রী পছন্দের পর নিজের ছবি পাঠালে ‘শপিং স্যুট’ লেন্স স্বয়ংক্রিয়ভাবে পোশাকটি ছবিতে যুক্ত করবে। ত্রিমাত্রিক প্রযুক্তিতে দেখা যাবে পোশাকটি পরলে কেমন দেখাবে। ফলে ব্যবহারকারী কেনাকাটার ক্ষেত্রে আরও স্বাচ্ছন্দ্যবোধ করবেন।
নিজস্ব সাউন্ড লাইব্রেরির ভান্ডার বড় করতে নতুন করে একাধিক মিউজিক লেবেলের সঙ্গে চুক্তি করেছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ স্ন্যাপচ্যাট। এই লাইব্রেরির মাধ্যমে বিভিন্ন গানের ক্লিপ নিজের স্ন্যাপ বা স্টোরিতে ব্যবহার করতে পারেন ব্যবহারকারীরা।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, স্ন্যাপচ্যাট জানিয়েছে, চুক্তিতে অংশগ্রহণকারী লেবেলগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের ইউনাইটেডমাস্টার্স, নেদারল্যান্ডসের বুমা/স্টেমরা ও সুইসা ডিজিটাল লাইসেন্সিং এজি।
স্ন্যাচ্যাট আরও জানায়, ইউনাইটেডমাস্টার্স মিউজিক লেবেলের সঙ্গে চুক্তি করা একদল বাছাইকৃত গায়ক ও গীতিকারের কাজও সাউন্ড লাইব্রেরিতে পাওয়া যাবে। আর স্থানীয় শিল্পীদের গান যোগ হবে বুমা/স্টেমরা ও সুইসা ডিজিটালের লাইব্রেরি থেকে।
ইউনাইটেড মাস্টার্সের সঙ্গে কাজ করা উদীয়মান শিল্পীরা ‘সাউন্ড ক্রিয়েটর ফান্ড’— এর মাধ্যমে বিভিন্ন অনুদানের জন্য বিবেচিত হবেন।
এদিকে প্ল্যাটফর্মে অগমেন্টেড রিয়্যালিটি (এআর) প্রযুক্তির মাধ্যমে পণ্য কেনাবেচার সুবিধা এনেছে স্ন্যাপচ্যাট। নতুন এই সুবিধার নাম ‘শপিং স্যুট’ লেন্স। নতুন এই সুবিধার মাধ্যমে অ্যাপটিতে বিভিন্ন প্রতিষ্ঠান অগমেন্টেড রিয়্যালিটি প্রযুক্তিনির্ভর ভার্চু য়াল দোকান খুলে পণ্য বিক্রি করতে পারবে। ক্রেতারাও বিভিন্ন ব্র্যান্ডের পণ্য কেনার আগে সেগুলো নিজের ছবিতে যুক্ত করে পরখ করে দেখার সুযোগ পাবেন।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, অগমেন্টেড রিয়্যালিটি প্রযুক্তিতে পণ্য কেনাবেচার সুবিধা চালুর ফলে ব্যবহারকারীদের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানও উপকৃত হবে। স্ন্যাপচ্যাট জানিয়েছে, ভার্চুয়াল দোকানে পরিধানসামগ্রী পছন্দের পর নিজের ছবি পাঠালে ‘শপিং স্যুট’ লেন্স স্বয়ংক্রিয়ভাবে পোশাকটি ছবিতে যুক্ত করবে। ত্রিমাত্রিক প্রযুক্তিতে দেখা যাবে পোশাকটি পরলে কেমন দেখাবে। ফলে ব্যবহারকারী কেনাকাটার ক্ষেত্রে আরও স্বাচ্ছন্দ্যবোধ করবেন।
আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৫। গ্রহ-নক্ষত্রের উত্থান-পতন তো চলতেই থাকবে, কিন্তু দিনের শেষে আপনি কী করছেন, সেটাই আসল। তাই সাহস দেখান, ধৈর্য ধরুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ—ফোনটা রেখে কাজে লেগে পড়ুন। ভালো কিছু ঘটলে সেটা আপনার ক্রেডিট, আর খারাপ হলে ‘রাশিফল ভালো ছিল না’ বলে চালিয়ে দিন!
২২ মিনিট আগেস্রোতের তীব্র গতির বিপরীতে ছুটে চলেছে একটি রেসিং নৌকা। তার সরু গলুইয়ে দাঁড়িয়ে নেচে চলেছে এক বালক। মুখে আত্মবিশ্বাসের হাসি, শরীরে জাদুকরি ছন্দ; এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। ১১ বছর বয়সী এই বালকের নাম রায়ান আরকান ধিখা, দেশ ইন্দোনেশিয়া। দেশটির এক প্রত্যন্ত গ্রামের এই বালকের অবিশ্বাস্য...
১ ঘণ্টা আগেডেজার্ট হিসেবে মিষ্টি কমবেশি সবার প্রিয়। বিশেষ দিনে প্রিয়জনের জন্য ঘরেই বানাতে পারেন সুস্বাদু রসে ভরা কাঁচাগোল্লা। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১৯ ঘণ্টা আগেকম শক্তি, পেট ফাঁপা কিংবা ত্বকের সমস্যার মতো উপসর্গগুলোকে অনেকে ব্যস্ত জীবন বা ভুল খাদ্যাভ্যাসের ফল বলে মনে করেন। এর জন্য তাঁরা ব্যস্ত জীবন বা বাজে খাদ্যাভ্যাসকে দায়ী করেন। ফলে এই বিষয়গুলো উপেক্ষা করা হয়। কিন্তু এর পেছনে লুকিয়ে থাকতে পারে খাদ্য অ্যালার্জি বা অসহিষ্ণুতা।
২১ ঘণ্টা আগে