প্রযুক্তি ডেস্ক
মেটার মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ ব্যবহারকারীদের কথা আড়ি পেতে শুনছে। টুইটারে এক পোস্টে সম্প্রতি এমন দাবি করেন টুইটারের এক ইঞ্জিনিয়ার। তবে হোয়াটসঅ্যাপ দাবি করে এই ত্রুটি অ্যান্ড্রয়েডের। গুগলও স্বীকার করে নিয়েছে এই ত্রুটির কথা।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেটনাওয়ের প্রতিবেদন অনুযায়ী, হোয়াটসঅ্যাপ দাবি করে, এটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সমস্যা। হোয়াটসঅ্যাপের সব মেসেজ ও কল এন্ড-টু-এন্ড এনক্রিপশন দ্বারা সুরক্ষিত। গুগলের একজন মুখপাত্র বিষয়টি স্বীকার করে বলেন, ‘অ্যান্ড্রয়েডে একটি ত্রুটি থাকার ফলেই এভাবে স্বয়ংক্রিয় ভাবেই মাইক্রোফোন চালু হয়েছিল।
তিনি আরও বলেন, ‘তদন্তের পর বুঝতে পেরেছি একটা ত্রুটি থাকার ফলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের গোপনীয়তায় হস্তক্ষেপ করছিল অ্যান্ড্রয়েড। এই ত্রুটির ফলে প্রাইভেসি ইন্ডিকেটর এবং প্রাইভেসি ড্যাশবোর্ডে নোটিফিকেশনগুলো ভয়ংকর ভাবে প্রভাবিত হচ্ছিল। আমরা এই ত্রুটি সমাধানে কাজ শুরু করেছি।’
এর আগে, হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে আড়ি পাতার দাবি করা টুইটটি ব্যাপকভাবে ভাইরাল হয়। টুইটে তিনি লেখেন, ‘যখন আমি ঘুমিয়ে ছিলাম এবং ভোর ৬টায় জেগে ওঠার পর থেকে হোয়াটসঅ্যাপ ব্যাকগ্রাউন্ডে (ফোনের) মাইক্রোফোন ব্যবহার করছে। কী হচ্ছে এসব?’ পরবর্তীতে পোস্টটি রিটুইট করে মাস্ক লেখেন, হোয়াটসঅ্যাপকে বিশ্বাস করা যায় না।
মেটার মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ ব্যবহারকারীদের কথা আড়ি পেতে শুনছে। টুইটারে এক পোস্টে সম্প্রতি এমন দাবি করেন টুইটারের এক ইঞ্জিনিয়ার। তবে হোয়াটসঅ্যাপ দাবি করে এই ত্রুটি অ্যান্ড্রয়েডের। গুগলও স্বীকার করে নিয়েছে এই ত্রুটির কথা।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেটনাওয়ের প্রতিবেদন অনুযায়ী, হোয়াটসঅ্যাপ দাবি করে, এটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সমস্যা। হোয়াটসঅ্যাপের সব মেসেজ ও কল এন্ড-টু-এন্ড এনক্রিপশন দ্বারা সুরক্ষিত। গুগলের একজন মুখপাত্র বিষয়টি স্বীকার করে বলেন, ‘অ্যান্ড্রয়েডে একটি ত্রুটি থাকার ফলেই এভাবে স্বয়ংক্রিয় ভাবেই মাইক্রোফোন চালু হয়েছিল।
তিনি আরও বলেন, ‘তদন্তের পর বুঝতে পেরেছি একটা ত্রুটি থাকার ফলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের গোপনীয়তায় হস্তক্ষেপ করছিল অ্যান্ড্রয়েড। এই ত্রুটির ফলে প্রাইভেসি ইন্ডিকেটর এবং প্রাইভেসি ড্যাশবোর্ডে নোটিফিকেশনগুলো ভয়ংকর ভাবে প্রভাবিত হচ্ছিল। আমরা এই ত্রুটি সমাধানে কাজ শুরু করেছি।’
এর আগে, হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে আড়ি পাতার দাবি করা টুইটটি ব্যাপকভাবে ভাইরাল হয়। টুইটে তিনি লেখেন, ‘যখন আমি ঘুমিয়ে ছিলাম এবং ভোর ৬টায় জেগে ওঠার পর থেকে হোয়াটসঅ্যাপ ব্যাকগ্রাউন্ডে (ফোনের) মাইক্রোফোন ব্যবহার করছে। কী হচ্ছে এসব?’ পরবর্তীতে পোস্টটি রিটুইট করে মাস্ক লেখেন, হোয়াটসঅ্যাপকে বিশ্বাস করা যায় না।
ডেজার্ট হিসেবে মিষ্টি কমবেশি সবার প্রিয়। বিশেষ দিনে প্রিয়জনের জন্য ঘরেই বানাতে পারেন সুস্বাদু রসে ভরা কাঁচাগোল্লা। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১৪ মিনিট আগেকম শক্তি, পেট ফাঁপা কিংবা ত্বকের সমস্যার মতো উপসর্গগুলোকে অনেকে ব্যস্ত জীবন বা ভুল খাদ্যাভ্যাসের ফল বলে মনে করেন। এর জন্য তাঁরা ব্যস্ত জীবন বা বাজে খাদ্যাভ্যাসকে দায়ী করেন। ফলে এই বিষয়গুলো উপেক্ষা করা হয়। কিন্তু এর পেছনে লুকিয়ে থাকতে পারে খাদ্য অ্যালার্জি বা অসহিষ্ণুতা।
২ ঘণ্টা আগেখুশকি নিয়ে সমস্যায় ভোগেন না, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। কারও মাথায় সাদা গুঁড়ার মতো খুশকি উড়ে বেড়ায়, কারও আবার চুল সব সময় ভারী ও আঠালো লাগে। অনেক সময় মানুষ ধরে নেয়, এটি শুধু চুলে তেল জমে থাকার কারণে হচ্ছে। কিন্তু বাস্তবে, তেলতেলে এবং আঠালো খুশকি একধরনের সমস্যা। এর যত্ন আলাদা ও নিয়মিত নিতে হয়।
৪ ঘণ্টা আগেআজ শনিবার, ১৮ অক্টোবর ২০২৫। গ্রহ-নক্ষত্রের উত্থান-পতন তো চলতেই থাকবে, কিন্তু দিনের শেষে আপনি কী করছেন, সেটাই আসল। তাই সাহস দেখান, ধৈর্য ধরুন।আর সবচেয়ে গুরুত্বপূর্ণ—ফোনটা রেখে কাজে লেগে পড়ুন! ভালো কিছু ঘটলে সেটা আপনার ক্রেডিট, আর খারাপ হলে ‘রাশিফল ভালো ছিল না’ বলে চালিয়ে দিন। আসলে দোষটা আর কারো নয়,
৫ ঘণ্টা আগে