ফেসবুক মেসেঞ্জার কিংবা ইনস্টাগ্রামে সন্তান কী করছে তার বিস্তারিত জানতে পারবেন বাবা-মা। এ উদ্দেশ্যে উল্লেখিত অ্যাপগুলোর মূল কোম্পানি মেটা নতুন একটি ‘পেরেন্টাল ফিচার’ চালু করতে যাচ্ছে।
ইনস্টাগ্রামের কথাই ধরা যাক—সামাজিক যোগাযোগের এই মাধ্যমটিতে চাইলেই সন্তানের বিষয়ে সব তথ্য সংগ্রহ করতে পারবেন বাবা-মা। সন্তানকে কারা ফলো করছে, তাঁদের মধ্যে পরিচিত কেউ আছে কি না, সেটাও জানা যাবে। এ ছাড়া অপরিচিত কারও সঙ্গে সন্তান কী কথা বলছে, সে বিষয়েও তথ্য পাওয়া যাবে।
মেটা জানিয়েছে, ফেসবুক ইনস্টাগ্রামের রিলের মতো শর্ট ভিডিওগুলোতে সন্তানেরা কী কী বিষয় দেখতে পারবে তা-ও নির্ধারণ করে দিতে পারবেন তাদের বাবা-মা।
নতুন নিয়মের আওতায়, কারও সন্তান যদি গভীর রাতে মেটার অ্যাপগুলোতে প্রবেশ করে, তবে তার বাবা-মাকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এসব অ্যাপে সন্তান কার কার সঙ্গে যোগাযোগ করছে, তাও জানা যাবে। এ ছাড়া সন্তানের ব্যবহৃত অ্যাপের সেটিংসেও প্রবেশ করতে পারবেন বাবা-মা।
বাবা-মায়েরা এভাবে দেখতে পারবেন কে তাঁদের সন্তানদের সঙ্গে কথা বলতে পারে এবং কে পারে না। সন্তান কাউকে রিপোর্ট করলেও বাবা-মাকে তা জানানো হবে।
মেটার এই ফিচারগুলো ইতিমধ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডায় চালু হয়ে গেছে। পর্যায়ক্রমে সব দেশেই এই ফিচার চালু করা হবে বলে জানিয়েছে মেটা কর্তৃপক্ষ।
ফেসবুক মেসেঞ্জার কিংবা ইনস্টাগ্রামে সন্তান কী করছে তার বিস্তারিত জানতে পারবেন বাবা-মা। এ উদ্দেশ্যে উল্লেখিত অ্যাপগুলোর মূল কোম্পানি মেটা নতুন একটি ‘পেরেন্টাল ফিচার’ চালু করতে যাচ্ছে।
ইনস্টাগ্রামের কথাই ধরা যাক—সামাজিক যোগাযোগের এই মাধ্যমটিতে চাইলেই সন্তানের বিষয়ে সব তথ্য সংগ্রহ করতে পারবেন বাবা-মা। সন্তানকে কারা ফলো করছে, তাঁদের মধ্যে পরিচিত কেউ আছে কি না, সেটাও জানা যাবে। এ ছাড়া অপরিচিত কারও সঙ্গে সন্তান কী কথা বলছে, সে বিষয়েও তথ্য পাওয়া যাবে।
মেটা জানিয়েছে, ফেসবুক ইনস্টাগ্রামের রিলের মতো শর্ট ভিডিওগুলোতে সন্তানেরা কী কী বিষয় দেখতে পারবে তা-ও নির্ধারণ করে দিতে পারবেন তাদের বাবা-মা।
নতুন নিয়মের আওতায়, কারও সন্তান যদি গভীর রাতে মেটার অ্যাপগুলোতে প্রবেশ করে, তবে তার বাবা-মাকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এসব অ্যাপে সন্তান কার কার সঙ্গে যোগাযোগ করছে, তাও জানা যাবে। এ ছাড়া সন্তানের ব্যবহৃত অ্যাপের সেটিংসেও প্রবেশ করতে পারবেন বাবা-মা।
বাবা-মায়েরা এভাবে দেখতে পারবেন কে তাঁদের সন্তানদের সঙ্গে কথা বলতে পারে এবং কে পারে না। সন্তান কাউকে রিপোর্ট করলেও বাবা-মাকে তা জানানো হবে।
মেটার এই ফিচারগুলো ইতিমধ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডায় চালু হয়ে গেছে। পর্যায়ক্রমে সব দেশেই এই ফিচার চালু করা হবে বলে জানিয়েছে মেটা কর্তৃপক্ষ।
অনুরোধে ঢেঁকি গেলাকে বাঙালি অনেক সময় ‘ভদ্রতা’ বলে মনে করে। ‘না’ বললে কেমন শোনায় বা যার কথায় ‘না’ বলা হবে, সেই ব্যক্তি কী ভাববে; মনে কষ্ট পাবে কি না—এসব ভেবে নিজের অপছন্দের কাজটিও অনেকে করে বসেন। আরেকটু খোলাসা করে বলি? ধরুন, কোনো সহকর্মী আপনাকে চা খেতে যাওয়ার প্রস্তাব দিয়েছেন।
১ ঘণ্টা আগেবিশ্বের ১৭২টি দেশে খাদ্য গ্রহণের মাত্রা অনুসরণ করে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। এটি একটি বিশেষ ভোগ সূচক। এই সূচক অনুযায়ী নির্দিষ্ট হয়েছে বিশ্বে বেশি খাদ্য গ্রহণকারী দেশ কোনটি। অর্থাৎ কোন দেশের মানুষ বেশি খাচ্ছে বা খাবার পাচ্ছে। অবাক হওয়ার কিছু নেই যে তালিকার শীর্ষে রয়েছে...
৪ ঘণ্টা আগেছুটির দিন সকালে আয়েশ করে একটু ভিন্ন ধরনের নাশতা করতে কে না চায়? তবে তার জন্য সময় ব্যয় করতেও মন সায় দেয় না। তাই চটজলদি মজাদার কিছু খেতে চাইলে তৈরি করে ফেলুন লুচি। আর লুচির সঙ্গে খাওয়ার জন্য আলুর ঝোল। লুচি গড়তে তো সবাই পারেন। তবে আলুর ঝোলের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১৭ ঘণ্টা আগেবিমান ভ্রমণ কখনো কখনো দীর্ঘ হতে পারে। এর মধ্যে যাত্রীরা একাধিকবার খাবার খান, একটু ঘুমিয়ে নেন। দীর্ঘ ভ্রমণের সময় কাপড় বদলানো আরামদায়ক মনে হতে পারে। অনেকেই স্বস্তির জন্য ভ্রমণের সময় আরামদায়ক পোশাক পরে নেন। পোশাক পরিবর্তনের এই ভ্রমণসংক্রান্ত দ্বিধা নিয়ে বেশ কয়েকজন বিশেষজ্ঞ মতামত দিয়েছেন।
১৮ ঘণ্টা আগে